![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
তারপর একদিন, গমগমে রুমটিতে ঢুকে থমকে যাই, ফায়ারপ্লেস
ঘিরে চৌকস কারিগর আর মোহনীয়াদের
উচ্ছল সুরেলা হাসি,
শপথ এবং বস্তুতঃ কিছু অশ্লীল ঠাট্টায়
বিহ্বল চোখে
শীতরাত আমারই মত থমকে আছে যেন;
এককোণে চেয়ার টেনে বসি নিজেকে আড়াল করে
চুপচাপ ।
একটি দীর্ঘ সময় ।
গোপন ঐশ্বরিক চিহ্ন মেপে মেপে যূথবদ্ধ নারীপুরুষের
চোরা চাউনি আর বাড়তি-কমতি কোলাহল
উৎপ্রেক্ষায় কিংবা উপেক্ষায়-
সেই কবে সেই যুবকের কাছে যেতে, যে
আমাকে ভালবাসে বলেছিল, যাকে
সম্ভবতঃ ভালবাসি আমিও--জানা হয়নি আজো
একটি নিখুঁত নতুন আসনবিন্যাসের ছক আঁকি
অতঃপর..
আবিষ্কার করি
তুমি আর আমি
পাশাপাশি; বালুবেলায় জলে ভেজা নুড়ি -
জুপিটার আর মুনের রেখায় ভবিতব্য খোঁজার ছলে
ঈষৎকঠিন মুঠোয় তোমার আমি গলে গলে পড়ি ।
কথা না বলেও কথা বলে চলি আমরা দুজন
আমরা সুখী দুজন,
কোন কথা না বলে আমরা দুজন শুধুই কথা বলে চলি ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ গানটার জন্য । তবে আমার মনে হয় না আমি ভাল লিখি
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শ্রাবণ জল বলেছেন: আমরা সুখী দুজন
কোন কথা না বলে আমরা দুজন শুধুই কথা বলে চলি ।
লিখেন, আপু। আপনি অবশ্যই অনেক ভাল লিখেন।
অনেক সুন্দর লিখেছেন।
ভাল লাগা জানবেন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
বৃতি বলেছেন: আপনার অনেকগুলো মন্তব্য পেয়ে অভিভূত
৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: 'উৎপ্রেক্ষা' মানে কী?
শেষ তিনটে পংক্তি খুব ভালো লেগেছে।
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
বৃতি বলেছেন: উৎপ্রেক্ষা শব্দটির অর্থ অনুমান, অনুমানগত সিদ্ধান্ত।
ব্লগ আমার খেরোখাতা- এখানে হাবিজাবি লিখি, আবার মুছি। এই পুরনো লেখাগুলো আমার নিজের কাছেও অন্যরকম লাগছে দেখতে। ধন্যবাদ, খায়রুল আহসান-আপনার সৌজন্যে পুরনো দিন থেকে ঘুরে আসা হলো।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: 'উৎপ্রেক্ষা' শব্দটার মানে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। একটা নতুন বাংলা শব্দ শিখলাম।
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৭
বৃতি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভালো লাগল।
অনেক ভালো লেখেন আপনি।
"অনেক কথা যাও যে ব'লে কোন কথা না বলি"
গানটা আপনার জন্য