![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
যদি কখনো আমায় ভুলে যাও প্রিয়
যদি দীর্ঘ ক্ষিপ্ত পথ অবশেষে ভুল দরজায় যায়
শেকড় অন্য জমি চায় যদি ভেবে নাও
যদি ওষ্ঠদ্বয় আজ সশব্দে হরতালের কর্মসূচী দেয়
যদি একটি গোলাপ হাতবদলের ঝুঁকিতে ফুলদানিকেই বেছে নেয়
নির্লিপ্ত গদ্যে যদি মত্ত থাকে বই
আমি তখুনি মরে যাই ।
প্রতিটিক্ষণ আমি কি তোমার নই?
তুমি কি জানো-
যদি স্পর্শ করি মাটি দৃশ্যাতীত ছাই
অথবা বলিত বিদগ্ধ কাঠ,
যা কিছু বিদ্যমান পাশে-
সুগন্ধি, আলো, ধাতু, মায়াজল, মোহ
নিয়ে যায় শুধু তোমার কাছে ।
যদি নৌকায় ধরি হাল
পাল তুলে যাত্রা করে সে তোমার বদ্বীপে ।
দাদরার ছন্দে ঘিরে থাকা লবকুশ যত
গ্রীবা-নখ-চুলের জ্যামিতিক ফলাফল
খোঁজে, হাসির সৌরতাপ বোঝে, জানে না শুধু তুমি,
প্রিয় শুধু তুমি, যদি তুমি না থাকো কাছে
জানালায় আজ ফাগুনের পর পৌষ হানা দেয় ।
বিস্মৃতে কি অগ্নি নির্বাপিত নয়? প্রিয়, জেনে নিও
তোমার অনুশীলনেই আমার পুনরাবৃত্তি ।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
বৃতি বলেছেন: এটা একটা ফানি কবিতা হয়েছে হাসি পাচ্ছে ।
২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
ইনকগনিটো বলেছেন: যে লিখে, তার কাছে সব লেখাই ফানি। অনেকদিন পরে পড়তে গেলে মনে হয়।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
বৃতি বলেছেন: এনিওয়ে, পড়ার জন্য ধন্যবাদ ।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
+++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স । আপনার লেখাগুলো অনেক ভাল হচ্ছে, যদিও সেভাবে মন্তব্য করা হয়নি । শুভকামনা ।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নাদাল ছেলে বলেছেন: চালিয়ে জান...।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
বৃতি বলেছেন: ওকে, থ্যাংকস
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
একজন আরমান বলেছেন:
বিস্মৃতে কি অগ্নি নির্বাপিত নয়? প্রিয়, জেনে নিও
তোমার অনুশীলনেই আমার পুনরাবৃত্তি ।
দারুন।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ।
৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
এম হুসাইন বলেছেন:
বিস্মৃতে কি অগ্নি নির্বাপিত নয়?
৫ম ভাললাগা।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
বৃতি বলেছেন: দূরে চলে গেলে কেউ কেউ স্মৃতিতে ধূসর হয়ে আসে । মেয়েটি তার একান্ত উপলব্ধিতে হয়ত তাই ভাবছে, তবে একে generalised করা উচিত না মনে হয় । আমি সবাইকে মনে রাখি
পড়ার জন্য ধন্যবাদ এম হুসাইন ।
৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগছে। কিছু শব্দের ব্যবহারে মুগ্ধতা।
বলিত বিদগ্ধ কাঠ-- এখানে বলিত মানে কী?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
বৃতি বলেছেন: কাঠের উপরকার সময়ের রুক্ষতার ছাপ । যেমন বলিত চামড়া । অনেক ধন্যবাদ ।
৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
ভুল উচ্ছাস বলেছেন: চমৎকার প্রেমের কবিতা। ভালো লিখেন আপনি।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ভুল উচ্ছাস ।
৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি...
তবে কবিতার সাথে ওই টাইপের ছবি সংযোজনটা কেন জানিনা আমার ভালো লাগেনা... হয়তো অনেকেরই তা ভালো লাগে... এটা আমার নিজের কথা বললাম কিন্তু কিছু মনে নিয়েন না...
শুভকামনা...
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
বৃতি বলেছেন: অদৃশ্য, অবশ্যই কিছু মনে করছি না আপনার কথাতে - মতামত জানতে পারলেই ভাল লাগে । এধরণের ছবি সংযোজন হয়ত ছেলেমানুষি, কিন্তু ভেতরে আমরা কেউ কেউ এখনও হয়ত ছেলেমানুষই আছি
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । শুভকামনা ।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০১
স্বপনবাজ বলেছেন: সুন্দর লিখেছেন!
+++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপনবাজ । শুভকামনা রইল আপনার জন্য ।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৬
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ জল ।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
সায়েম মুন বলেছেন: আপনার ফানি কবিতা ভাল লাগলো। ফান যদি হয় এরকম সুরে।
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩০
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন ।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর লিখা.....
হৃদয় ছোঁয়ে গেলো....
প্রতিটা লাইনেই সুন্দর অনুভুতি তবে ''যদি একটি গোলাপ হাতবদলের ঝুঁকিতে ফুলদানিকেই বেছে নেয়
নির্লিপ্ত গদ্যে যদি মত্ত থাকে বই
আমি তখুনি মরে যাই''
লাইনটা বেশী ভাল লেগেছে......
ভাল থাকুন....
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
বৃতি বলেছেন:
থ্যাঙ্কু মায়াবী ছায়া। অনেকদিন পর আপনাকে দেখছি।
নতুন বছরের শুভেচ্ছা
১৪| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার প্রেমকাব্য! নিবেদন নান্দনিক!
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২
বৃতি বলেছেন: থ্যাঙ্কু।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
ইনকগনিটো বলেছেন: প্রতিটিক্ষণ। তুমি।