![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
অর্ক, ছবিটা দ্যাখো, আমার ছবি এটি ।
বেশ অনেক আগের তোলা,
প্রথম দেখায় হয়ত মনে হবে
একটি লেপটানো পৃষ্ঠা, ঝাপসা দৃশ্য অথবা
ধূসর ছড়ে যাওয়া
কাগজে আঁকিবুকি যত ।
আরে বাবা, একটু খুঁটিয়ে দ্যাখো না!
ডানদিকের কোণায় গাছের ডালটা, কেমন
লালচে হয়ে আছে এখন, দেখেছ?
ঘনসবুজ ছিল কিন্তু, উঠতিবয়সি
কড়ই বা শিমুলগাছের
ডাল হয়ত;
আর বামদিকে, ছবির মাঝামাঝি থেকে উপরে দ্যাখো-
সেখানে মৃদু ঢাল ছিল,
তাতে ছোটমতন একটি ঘর ।
ছবির ঠিক মাঝখানে একটি নদী ছিল, বোঝা যায়?
পটভূমি হয়ে-
একটি নীল নদী ।
কড়ই অথবা শিমুল গাছটা ছিল সাবধানী
সারাক্ষণ কেমন নজরে রাখছিল আমায়!
পেছনে বহুদূরে, কিছু পাহাড়, কালচে পাউরুটির মত,
মেঘের মাখন গায়ে জড়িয়ে ।
(আমি যেদিন ডুবে গেলাম
ফটোগ্রাফটি তোলা হয় ঠিক তার পরদিন ।
আমি তখনও সেখানে-
ছবির মধ্যেই আছি-
নদীর মধ্যে-
অথৈ পানির নীচে ।
ঠিক কোথায় ডুবে আছি এটা অবশ্য বলা কঠিন ।
অবিকল আমি আছি নাকি বলা যেতে পারে
জলে প্রতিসরণের প্রভাবে
কতটুকু ঢাউস বড় হয়ে আছি নাকি নিতান্তই ছোট,
শেষ বিকেলের মৃদু আলোয় অস্পষ্ট লাইনটানা, অথবা
নদীর মতই নীল-
জানি না ।
অর্ক, আমাকে খুঁজে পেয়েছিল এক অস্থির কিশোর ছেলে ।
তার হাহাকার আর দুরন্ত লাফঝাঁপে নদীর মত আমিও বিরক্ত হচ্ছিলাম-
আরে বাপু, এখানেও কেন শান্তি দিচ্ছো না?
অনেক তো হলো!)
কি বললে? আমাকে খুঁজে পাচ্ছো না ছবিতে?
তোমার যথেষ্ট উৎসুক সন্ধানীচোখ আর ঋষিসুলভ ধৈর্য
নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো-
আমাকে তুমি দেখতে পাবে ।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
বৃতি বলেছেন: থ্যাঙ্কস স্নিগ্ধ শোভন ।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়লাম!
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫
বৃতি বলেছেন: আপু/ভাইয়া, আপনার দু'টো গল্প পড়লাম । খুব মন খারাপ করা গল্প । বাকীগুলো খুব তাড়াতাড়িই পড়তে চাই । ভাল থাকবেন ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়ে মনে হচ্ছিলো পূর্নেন্দুর কবিতা পড়ছি। ভালো লাগলো।
শুভেচ্ছা বৃতি।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১
বৃতি বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে । কবিতাগুলো আনড্রাফট করলে আরও ভাল লাগত ।
হ্যাঁ, কিছুটা কথোপকথন স্টাইলে লেখা । ভাল থাকবেন ।
অঃ টঃ প্রোফাইল পিকচার পছন্দ হয় নাই ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লাগলো. ব্লগে ঘুরে যাবার কুন্ঠিত আমন্ত্রন থাকলো. যে এত ভাল লেখে তাকে আমন্ত্রন জানাতে লজ্জা লাগে
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮
বৃতি বলেছেন: কি যে বলেন! আমার তো পোস্ট করতেই লজ্জা লাগে :!> :#> - এতো ছেলেমানুষি লেখা!
অবশ্যই যাব আপনার ব্লগে । শুভকামনা ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২
একজন আরমান বলেছেন:
কথা কাব্য ভালো লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৬
বৃতি বলেছেন: আরমান, জীবনানন্দ দাশকে নিয়ে আপনার লেখাটি upto the mark হয়েছে । আমার প্রিয় কবি । দুঃখিত মন্তব্য করিনি বলে, অফলাইনে পড়েছি ।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
এম হুসাইন বলেছেন: ষষ্ঠ +
ভালো লাগলো কাব্যিক ভাব প্রকাশ।
ভালো থাকুন, শুভকামনা।
স্মৃতির খাতায় ময়লা জমলেও অক্ষরগুলো একেবারে অস্পষ্ট হয়ে যায় না.........
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১
বৃতি বলেছেন: পুরনো বন্ধুরা হাই হ্যালো করলে খুব খুশী হই কিন্তু।
ভাল থাকবেন ।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১
বৃতি বলেছেন: থ্যাঙ্কু
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
বোকামন বলেছেন:
কবিতা পড়লাম এবং দেখতে পেলাম আপনি ভালো লিতে পারেন !!
শুভকামনা জানবেন
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩
বৃতি বলেছেন: খুশি হলাম কবিতাটি বোকামনের ভাল লেগেছে বলে।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
বোকামন বলেছেন:
দু:খিত: লিখতে
ক্ষমা করবেন
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৪
বৃতি বলেছেন: বুঝতে পেরেছি
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
শ্রাবণ জল বলেছেন: অন্যরকম।
সুন্দর।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
বৃতি বলেছেন: আপু, থ্যাঙ্কু
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
পাঠক পড়লেই সার্থকতা, মন্তব্যে নয় !
শুভকামনা সব সময়।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
বৃতি বলেছেন: ঠিক বলেছেন । আপনার জন্যও শুভেচ্ছা ।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক ভাললাগা রইলো।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭
বৃতি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপু । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
ৎঁৎঁৎঁ বলেছেন:
কি বললে? আমাকে খুঁজে পাচ্ছো না ছবিতে?
তোমার যথেষ্ট উৎসুক সন্ধানীচোখ আর ঋষিসুলভ ধৈর্য
নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো-
আমাকে তুমি দেখতে পাবে ।
অসাধারন! অনেক অনেক ভালো লাগা রেখে যাচ্ছি!
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
বৃতি বলেছেন: থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ । আপনার কবিতাগুলো আমার বেশ পছন্দের
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপনবাজ বলেছেন: +++++++++++
ভালোলাগা
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
বৃতি বলেছেন: থ্যাঙ্কস স্বপনবাজ
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগ মে বি রক্তে মিশে গেছে! তাই ইচ্ছে থাকলেও ছাড়া হবে না! মাঝে মধ্যে এসে পড়ে যাবো কী লিখছেন? খারাপ লিখলে সামুর মাইনাস বাটন আনামু আপনার জন্য!
যেসব পোষ্ট ড্রাফটে আছে তা আর ফেরানো সম্ভব না। স্যরি।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪২
বৃতি বলেছেন: হুম বুঝেছি, আমার জন্যই মাইনাস বাটন আবার আমদানী করতে হবে সামুকে
অনেক শুভকামনা আপনার জন্য ।
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
অদ্ভুত ভালো লাগলো পড়তে ... অসাধারণ লিখা ...
মুগ্ধ !!
+++++++++++++++++++++++
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩
বৃতি বলেছেন: এতগুলো প্লাস আপু!!??
আপনাকে দ্বিগুণ থ্যাংকস!!
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা।
ভালো লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৪
বৃতি বলেছেন: থ্যাঙ্কস কাল্পনিক_ভালোবাসা
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯
এম হুসাইন বলেছেন: Same here....
ভালো আছেন আশা করি...... যদিও প্রিয় মাতৃভূমি আজ ভালো নেই, মনটা খারাপ......
তবুও ভালো থাকুন।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২
বৃতি বলেছেন: কিছুটা ব্যস্ত, তবে আছি মোটামুটি ।
ঠিক বলেছেন । দেশের যে কোন বিপর্যয়ে মনখারাপ হয় । আশা করি সংশ্লিষ্ট সবাই সামলে উঠবেন ।
আপনিও ভাল থাকুন ।
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৮
শিপন মোল্লা বলেছেন: বাহ, এক কথায় চমৎকার একটি কবিতা পড়লাম।
++++
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ।
২০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:২১
মায়াবী ছায়া বলেছেন: বাহ চমৎকার।
০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১
বৃতি বলেছেন: থ্যাঙ্কু !!
২১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবিটা ছাড়া কবিতা দিলে মনে হয় ভাবা যেত। কবিতা চমৎকার।
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
বৃতি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ স্বর্ণা । কেমন আছেন আপনি?
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬
বৃতি বলেছেন: আসলে এটা একটা খেলার মত, কবিতার সাথে ছবি মেলানোর খেলা ।
২২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ! কবিতার শেষ পরিণতি চমকপ্রদ! আপনার প্রত্যেকটি কবিতা একটা আরেকটা থেকে ভিন্ন!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++
ভালোলাগা জানবেন ।