![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
তারা বলেছিল, ছোট হও।
বড় হতে গেলে ছোট হতে হয় আগে। তুমি অনেক বড় হবে।
আমি ছোট এক ঘাসফুল হলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, সমর্পণ কর।
সাগরে নিজেকে সঁপে নদী পেয়েছে তার গতি। তুমি চলমান হবে।
দু'হাতে নিজেকে নিয়ে আমি সমর্পিত হলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, ত্যাগেই সুখ।
বিলিয়ে দাও নিজেকে, ফুলের সুগন্ধির মত। তুমি সুখী হবে।
আমি সর্বস্ব বিলিয়ে দিলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, ভালোবাসো।
ভালবেসে পৃথিবী জয় করা যায়। তুমি বিজয়ী হবে।
আমি অন্ধ হয়ে ভালবাসলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, তোমার জীবন বাজি রাখো।
মৃত্যু মহান। জেনে তাকে আলিঙ্গন করো, তুমি পাথেয় হবে।
আমি মৃত্যুকে গ্রহণ করলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
০১ লা মে, ২০১৪ রাত ১০:৩০
বৃতি বলেছেন: থ্যাংকস মোঃ খালিদ সাইফুল্লাহ্
শুভেচ্ছা।
২| ০১ লা মে, ২০১৪ রাত ১০:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিছু চিরায়ত সত্যকে গ্রহণ করে নিজ জীবনে তার সার্থকতা না পাওয়া নিয়ে কবিতা। অনেক গভীর বোধের কবিতা অবশ্যই।
তারা বলেছিল, তোমার জীবন বাজি রাখো।
মৃত্যু মহান। তুমি মহৎ হবে।
আমি মৃত্যুকে গ্রহণ করলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
মৃত্যুকে গ্রহণ করার পর নিজের প্রাপ্তির ব্যাপারে কেউ কিছু জানতে পারে না। তবে যে ত্যাগ আর ভালোবাসায় কোনো মৃত্যু হয়, তা মৃত্যু নয়, অমরত্ব। শত শত বছরের অভিজ্ঞতায় যে দর্শনের জন্ম, যা বলে- ছোটো হও, সমপর্ণ করো, ত্যাগেই সুখ, ভালোবাসো- তা থেকে প্রাপ্ত যন্ত্রণা খুব সাময়িক, এবং এ থেকে ত্বরিত এ সিদ্ধান্তে আসা যায় না যে ঐ দর্শন ভুল। এগুলো অবশ্যই ভুল নয়, সত্য।
কবিতা খুব ভালো লাগলো।
০১ লা মে, ২০১৪ রাত ১০:৪৩
বৃতি বলেছেন: ধূলো আর ছাইকে আমি "ভুল" হিসেবে দেখছি না ভাইয়া, "নাকচ"ও করে দিচ্ছি না। ধূলো আর ছাই থেকে জীবনের উৎপত্তি, আবার আল্টিমেট যাওয়ার জায়গাও তো সেখানে।
মন্তব্যের জন্য অনেক থ্যাংকস।
৩| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: তারপর পেলাম শুধু ধূলো আর ছাই। কবিতার গভীরতা ব্যপক।আসলেই জীবনটা জটিল আর রহস্যময় । ভাল লিখেছেন ।
০১ লা মে, ২০১৪ রাত ১০:৪৮
বৃতি বলেছেন: থ্যাংকস সেলিম ভাই।
৪| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২২
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
০২ রা মে, ২০১৪ সকাল ১১:৪২
বৃতি বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া।
৫| ০২ রা মে, ২০১৪ রাত ১২:১৫
শাহ২৭১ বলেছেন: অসাধারন লিখেছেন । ভালোলাগা রেখে গেলাম ।
০২ রা মে, ২০১৪ দুপুর ১২:০৯
বৃতি বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম শাহ২৭১ ।
৬| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! কবিতা ভালো লেগেছে।
০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩২
বৃতি বলেছেন: থ্যাঙ্কু কা_ভা
৭| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা ভাল লাগছে ।
০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩৫
বৃতি বলেছেন:
ধন্যবাদ।
৮| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: রেজাল্ট শুধু ধূলো আর ছাই।
সুন্দর কবিতা। ভালো লাগলো ভীষণ।
০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৩
বৃতি বলেছেন:
হুম, রেজাল্ট শুধু একটাই ।
ভাল থাকবেন।
৯| ০২ রা মে, ২০১৪ রাত ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতার গভীরতায় মুগ্ধ +++
০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৭
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা ।
১০| ০২ রা মে, ২০১৪ রাত ১:৪০
সচেতনহ্যাপী বলেছেন: কথায় আছে পাপোস হয়ো না,মানুষ মাড়িয়ে যাবে।।বেশী লম্বা হয়ো না,ঝড়ে ভেঙ্গে যাবে।।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৭
বৃতি বলেছেন: হুম সেটাই। ঠিক উচ্চতা জানাটাও কষ্টকর।
অনেক ধন্যবাদ।
১১| ০২ রা মে, ২০১৪ রাত ২:৩১
নিশাত তাসনিম বলেছেন: সুন্দরকবিতা বৃতি
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৮
বৃতি বলেছেন: থ্যাঙ্কু নিশাত তাসনিম।
১২| ০২ রা মে, ২০১৪ সকাল ৯:৪০
ইমাম উদ্দীন চৌধুরী বলেছেন: অদ্ভুত সুন্দর...
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৯
বৃতি বলেছেন: থ্যাংকস ইমাম উদ্দীন চৌধুরী।
শুভেচ্ছা।
১৩| ০২ রা মে, ২০১৪ সকাল ১১:৫২
মাহমুদ০০৭ বলেছেন: গভীর বোধের কবিতায় ভাললাগা ।
কেমন আছেন আপনি ?
ভাল থাকবেন ।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩০
বৃতি বলেছেন: ধন্যবাদ মাহমুদ। ভাল আছি। আপনিও নিশ্চয়ই ভালো?
১৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩২
হাসান বিন নজরুল বলেছেন: আপনি ভালো কিছু পান এটাই কামনা করি
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৩
বৃতি বলেছেন: আপনার জন্যও একই শুভকামনা।
হ্যাপী ব্লগিং।
১৫| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:৪৭
মশিকুর বলেছেন:
আমরা বলেছিলাম, সাধারণ একটি কবিতা লিখতে।
সাধারণের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে অসাধারন কিছু।
আপনি সহজ কিছু লাইন বেছে নিলেন।
তারপর পেলেন অগণিত পাঠকের শ্রদ্ধা।
.
.
.
সাধারন কিন্তু অসাধারন কবিতা। ভালো থাকুন
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৫
বৃতি বলেছেন: থ্যাংকস মশিকুর।
আপনিও ভাল থাকুন সবসময়
১৬| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে। তবে পরিপূর্ণ পরিতৃপ্তি আসেনি।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৩
বৃতি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৫
বৃতি বলেছেন: আশা করি প্রবাসে দিন ভাল কাটছে আপনার।
১৭| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
অবাকবিস্ময়২০০০ বলেছেন: চমৎকার লেখেন আপনি ।।আসাধারন লাগলো
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৬
বৃতি বলেছেন: ধন্যবাদ অবাকবিস্ময়২০০০।
শুভেচ্ছা জানবেন।
১৮| ০২ রা মে, ২০১৪ রাত ৮:১৩
আমি সাজিদ বলেছেন: এতো ডিপ্রেসড ক্যান আপুনি?
কবিতা পড়ে মনে হলো। আমি কিন্ত বেশ একমত আপনার কিছু কথার সাথে, দিনদিন হাজার বছরের পুরানো দর্শনের চোখে কাঁচকলা দেখিয়ে
নতুন কিছু প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে বেঁচে থাকাটায় দর্শন।
আজকাল হয়তো ভালোবেসে জয় করা যায় না, ছোট হয়ে বড় হওয়া এখন অলীক ভাবনা। সমর্পনে নয় গতি বরং এর উল্টোটাতেই রামের সুমতি। হেহেহ।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৬
বৃতি বলেছেন: আমাকে ডিপ্রেসড ভাবলেন ক্যান ভাইয়া? যে কোন লিখাকে "সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত" ভাবলে তো সমস্যা!
একটা লেখা পড়ছিলাম এইসব তত্ত্বকথা নিয়ে। তখন মনে হচ্ছিল, নীতিকথা বইয়ের পাতার কিছু অক্ষর হয়ে যাচ্ছে ক্রমশঃ, বিশেষ করে আমাদের দেশে। মুখস্থ করে শেখানো হয় খুব, হাতে-কলমে প্রয়োগ নেই। যে প্রয়োগ করতে চায়, সে একজন বোকামানুষ হিসেবে পরিচিত হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, যে কোনভাবে বেঁচে থাকাটাই দর্শনের মূলমন্ত্র হয়ে যাচ্ছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
১৯| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫২
না পারভীন বলেছেন: কবিতা টী অসাধারণ । সহজ কথায় কি সুন্দর দুঃখগুলো প্রকাশিত হল ।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৭
বৃতি বলেছেন: অনেক থ্যাংকস আপু।
আমার ব্লগে স্বাগতম
২০| ০৩ রা মে, ২০১৪ রাত ১:১৭
বাংলার পাই বলেছেন: তারা বলেছিল, ভালোবাসো।
ভালবেসে পৃথিবী জয় করা যায়। তুমি বিজয়ী হবে।
আমি অন্ধ হয়ে ভালবাসলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।-----------অসাধারণ কবিতা। আসলে আমাদের জীবনটাই এমন। জটিল আর রহস্যময়।
যা চাই তা পায় না। আর যা পায় তা চায় না। অথবা যা পাওয়া উচিত ছিল বা প্রয়োজন ছিল তা পাওয়া হয়ে ওঠে না।
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫০
বৃতি বলেছেন: ব্লগে স্বাগতম বাংলার পাই।
অনেক ভাল থাকুন সবসময়
২১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:০০
হাসান মাহবুব বলেছেন: গভীর নৈরাশ্য আর বিষাদ ছুঁয়ে গেলো।
০৮ ই মে, ২০১৪ সকাল ৯:০৭
বৃতি বলেছেন:
এতো গভীর চিন্তা করে লিখিনি।
ধন্যবাদ হাসান ভাই।
২২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪২
অদৃশ্য বলেছেন:
ঠিকই, লিখাটি বলতে চাইছে যে জীবনটা হতাশার... আপনার প্রতিটি শব্দই নিরাশার কথা বলছে... এই লিখাটি না ইহকাল না পরকাল কোনকাল নিয়েই কোন প্রকার আশার সৃষ্টি করছে না...
আমার সবসময়ই মনে হয় সৃষ্টির সেরা হিসেবে একজন মানুষের ক্যামন হওয়া উচিৎ সেটা নিয়ে সর্বোচ্য সময় ভাবা... কেননা বর্তমানের আমরা হলাম পৃথিবীর লক্ষ্যহীন/উদ্দ্যশ্যহীন মানুষ... শুধুমাত্র নামের মানুষ... পার্থিব জীবনটা খুবই ছোট... আর অপার্থিব থাকতে হবে, অবশ্যই আছে...
লিখাটি ভালোলাগা না লাগাটা দ্বন্দের মধ্যে পড়ে গ্যাছে...
শুভকামনা...
০৮ ই মে, ২০১৪ সকাল ৯:৫১
বৃতি বলেছেন: সুপ্রিয় অদৃশ্য, সব লিখা ভাল লাগতে হবে এমন কোন কথা নেই। আমি কিন্তু তেমনভাবে নিরাশার কথা বলিনি। নিজেদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে ভেবে আমরা শ্লাঘাবোধ করি ঠিকই, সৃষ্টির অন্যান্য জীবরা আমাদেরকে ঠিক সেই চোখে দেখে কিনা সন্দেহ আছে।
অনেক ধন্যবাদ।
২৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৮
ইখতামিন বলেছেন:
দারুণ লিখেছেন।
তাঁরা ঠিকই বলতো.. আমরাই কুড়িয়ে নিতে জানিনা
০৮ ই মে, ২০১৪ সকাল ৯:৫২
বৃতি বলেছেন: আমি ঠিক সেটাই বুঝাতে চেয়েছি।
অনেক ধন্যবাদ।
২৪| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: তারা বলেছিল, ত্যাগেই সুখ।
বিলিয়ে দাও নিজেকে, ফুলের সুগন্ধির মত। তুমি সুখী হবে।
আমি সর্বস্ব বিলিয়ে দিলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
দীর্ঘশ্বাসযুক্ত ভালো লাগা
০৮ ই মে, ২০১৪ সকাল ১০:০৫
বৃতি বলেছেন: থ্যাংকস।
শুভেচ্ছা জানবেন।
২৫| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:৫১
অদৃশ্য বলেছেন:
হুমমম... আমার বক্তব্যটা আপনি ধরতে পারেননি, আপনার জবাবে তা পরিষ্কার... মন্তব্যটা করবার পরে ভাবছিলাম যে যা বলতে চাইলাম তা কি আপনি ধরতে পারবেন... পারেননি...
ভালোলাগা না লাগাটা দ্বন্দের মধ্যে পড়ে গ্যাছে বলতে এখানে আসলে বুঝাতে চেয়েছিলাম যে এমন হতাশকরা একটি লিখাকে কি ভালোলাগা জানানোটা ঠিক হবে নাকি না জানানোটা ঠিক হবে... সেটা নিয়েই দ্বন্দে পড়ে গেছিলাম... বুঝতে পারতেছিলাম না যে কোনটা ঠিক... আপনাকে লিখাকে সমর্থন করলে তা আমার ভাবনার বিপরীতে চলে যায়... কেননা আমি ভাবি কিছুতো আছেই, অনেক ধুলো আর ছাইয়ের পরেও কিছুতো আছেই...
আপনি প্রকৃত মানুষ না হয়েই যদি ''শ্লাঘাবোধ'' করেন তবে সৃষ্টির অন্যরাতো ভিন্নচোখেই তা দেখবে, তাই না... মানুষ যখন মানুষ হয়ে যায় তখন তাদের এইসব ''শ্লাঘাবোধ'' টাইপ ব্যাপারগুলো স্পর্শ করেনা...
আপনার লিখাতে আমি যা দেখি তার উপরই কথা বলি... লিখাটি আমার ভেতরে যে ভাবনা তৈরি করে তারই কিছুটা প্রকাশের চেষ্টা করি... আপনি একরকম ভেবে লিখলেন আর আমি অন্যরকম পেলাম সেখান থেকে এমনতো হতেই পারে তাই না...
শুভকামনা...
১০ ই মে, ২০১৪ সকাল ৭:১৪
বৃতি বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ অদৃশ্য।
ভাল থাকবেন।
২৬| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২০
অন্ধবিন্দু বলেছেন:
জেনে তাকে আলিঙ্গন করো, তুমি পাথেয় হবে।
জেনে আলিঙ্গন করার অর্থটি ভাবনায় ফেলে দিলো !
কবিতা ভালো লাগলো, বৃতি।
শুভ কামনা।
১০ ই মে, ২০১৪ সকাল ৭:৪৮
বৃতি বলেছেন: থ্যাংকস অন্ধবিন্দু।
শুভেচ্ছা জানবেন।
২৭| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: যেই ধুলো থেকে জন্ম, সেই ধুলোতেই ফিরে যাওয়া। একটা বৃত্তের ঘূর্ণিপথ।
সুন্দর।
১০ ই মে, ২০১৪ সকাল ৭:৫৩
বৃতি বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা।
ধন্যবাদ প্রোফেসর।
২৮| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬
জুন বলেছেন: তারা বলেছিল, ছোট হও।
বড় হতে গেলে ছোট হতে হয় আগে। তুমি অনেক বড় হবে।
কি দারুন উপলব্ধি । ভালোলাগলো ।
+
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:০৯
বৃতি বলেছেন: থ্যাংকস জুন আপু।
শুভেচ্ছা জানবেন।
২৯| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
সাজিদ উল হক আবির বলেছেন: "তারা বলেছিল, ছোট হও।
বড় হতে গেলে ছোট হতে হয় আগে"
- পুরো কবিতায় যে চক্রাকার একটা হতাশাদায়ক পরিসমাপ্তির কথা প্রিয় ব্লগার শঙ্কু উল্লেখ করলেন, আমি বোধ করি , তার মূল প্রোথিত এই প্রারম্ভিক প্রস্তাবনায়।
বাজপাখির সন্তান জন্মের পর পৃথিবীতে চোখ মেলে সর্বপ্রথম আকাশের দিকে তাকায়, আর কুকুরছানা তাকায় মাটির দিকে। এইখানেই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। একজন আকাশে ডানা মেলে ,আরেকজন আস্তাকুড়েতে খাবারের সংস্থান করে।
মরমী কবি জালালুদ্দিন রুমি সাহেবের মসনবি গ্রন্থের একটা শের এটি।
আপনার জীবন হোক বাজপাখির জীবন, এই প্রার্থনা।
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১২
বৃতি বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে ভাললাগা। শেরটা চমৎকার! তবে আমি মানুষের জীবনই ভালবাসি
শুভেচ্ছা সাজিদ।
৩০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪০
অতঃপর জাহিদ বলেছেন: দারুণ লেগেছে!
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৬
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ
৩১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ অনুভবনীয় কাব্য! মুগ্ধতা রেখে গেলাম!
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ১০:২৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভালই তো লিখেন আপনি!!! চলুক কাব্য লেখা-লেখি!