![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
একদিন-
উন্মুখ অস্ফুট শব্দেরা
উড়ছিল প্রজাপতি হয়ে। কিছু ঝরছিল টুপটাপ।
লাঙলের ফালি
যখন ছুঁয়ে দিলো মাটির বুক-
চিরে যেতে যেতে জেনেছিলো তারা-
কিছু কান্না চাই।
কান্না থেকে ভালবাসা
তারপর জন্ম নেবে শব্দের উত্তরসূরী।
মেঘের কাছে পত্র দিলো তাই সুপ্তবীজের দল।
তার আগে, পৃথিবীতে, কবিতার স্থান ছিল না কোথাও।
তারপর একদিন-
উত্তরের বরফেরা ক্যামন
অল্পস্তুতিতেই গলে গেলো, ফুঁসে উঠলো ঢেউ।
পাল নিয়ে হিমসিম খেলো নাবিকেরা যত-
নদীতেও এল বান।
ক্যানারির গান শুনে অপ্রস্তুত বসন্ত
ফোটালো কিছু ফুল।
তারপর একদিন-
কোনো অবাক অহ্নকালে
পৃথিবীর প্রান্তসীমায় দেখা হলো দু'জনের।
জ্যোৎস্না-কুঁড়ি পিছলে গ্যালো মেয়েটির গালে।
ছেলেটির বুকে ছিল ইউক্যালিপ্টাসের ঘ্রাণ।
বৈসাবির তীরে
অঝোর শব্দেরা নিশ্চিত ছিলো,
অবশ্যম্ভাবী ছিলো সেইক্ষণ।
চোখ যখন ছুঁয়ে দিলো চোখ, বর্ষা এলো;
একটি কবিতার জন্ম হলো সেদিন।
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১৩
বৃতি বলেছেন: থ্যাংকস পংবাড়ী।
২| ১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১২
মামুন রশিদ বলেছেন: কিছু কান্না চাই।
কান্না থেকে ভালবাসা
তারপর জন্ম নেবে শব্দের উত্তরসূরী।
মেঘের কাছে পত্র দিলো তাই সুপ্তবীজের দল।
কবিতার জন্ম কথা ভালো লাগলো । 'চোখ যখন ছুঁয়ে দিলো চোখ, বর্ষা এলো' লাইনটা খুব ভালো লেগেছে । সারা কবিতায় যা বলা হয়েছে, তা এই এক লাইনেই চলে এসেছে ।
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:২১
বৃতি বলেছেন: থ্যাংকস ভাইয়া
৩| ১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১৬
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লেগেছে। শুভ সকাল বৃতি।
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:২২
বৃতি বলেছেন: থ্যাংকস হাসান ভাই। সারাদিন সুন্দর কাটুক আপনার
৪| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:১১
অদৃশ্য বলেছেন:
সুন্দর...
শুভকামনা...
১৭ ই মে, ২০১৪ রাত ১১:১৮
বৃতি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য।
৫| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:০৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বৈসাবির তীরে
অঝোর শব্দেরা নিশ্চিত ছিলো,
অবশ্যম্ভাবী ছিলো সেইক্ষণ।
অতিশয় চমৎকৃত হইলাম বৃতি,
আপনার ভেজা ভেজা কবিতার রসে !
ভালো থাকুন সারাবেলা ।
১৭ ই মে, ২০১৪ রাত ১১:৩৯
বৃতি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা
আপনিও ভাল থাকুন সবসময়।
৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++
১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৬
বৃতি বলেছেন: থ্যাংকস ভাইয়া
৭| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:০২
একজন আরমান বলেছেন:
চোখ যখন ছুঁয়ে দিলো চোখ, বর্ষা এলো;
একটি কবিতার জন্ম হলো সেদিন।
খুব ভালো লাগলো।
১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৭
বৃতি বলেছেন: থ্যাংকস আরমানিশি
৮| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধতা নিয়ে গেলাম একরাশ - কবিতার জন্মগাথা থেকে !
১৮ ই মে, ২০১৪ রাত ১২:৩৯
বৃতি বলেছেন: থ্যাংকস অভি
শুভেচ্ছা।
৯| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আপু কবিতা নিয়ে কিছু বলার মতো খুঁজেই পেলাম না।
শুধু বলবো যে মুগ্ধতা মিশে আছে প্রতিটি চরণে
সরাসরি প্রিয়তে
১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১০
বৃতি বলেছেন: থ্যাংকস রহস্যময়ী। আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে
শুভেচ্ছা।
১০| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩৬
এহসান সাবির বলেছেন: চমৎকার!
১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৫২
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫৮
এরিস বলেছেন: ক্যানারি আর বৈসাবি'র মানে জানিনা!
কবিতার জন্মকাহিনী সুন্দর। এবার কবিতার বেড়ে ওঠা নিয়েও একটি কবিতার জন্ম চাই।
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:১৮
বৃতি বলেছেন: ক্যানারি একটি পাখি- ভীষণ সুন্দর গান গায় আর বৈসাবি একটা উৎসবের নাম।
কবিতার বেড়ে ওঠা নিয়ে আরেক কবিতা? তুমিও লিখো এরিস। দেখি কারটা কেমন হয়
১২| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার পোস্টে এরিস আপনার এ কবিতার কথা বলেছেন। এরিসের কমেন্টের জবাব না দিয়ে আপনার কবিতা পড়তে এলাম।
আপনার ‘তারপর’ এবং এ কবিতাটি পড়ে মনে হলো- এখন আপনি কবিতায় ডুবে আছেন। যা লিখছেন, সবই তা সোনার খনি।
অদ্ভুত সুন্দর- কবিতার গাঁথুনি, ভাবপ্রবাহ, সব মিলিয়ে।
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৪২
বৃতি বলেছেন: না ভাইয়া, কবিতায় ডুবে ছিলাম না কবিতা লিখতে অনেক সময় কম লাগে, তাই এই অপচেষ্টা
অনেক ধন্যবাদ।
১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ক'দিন আগেই এই কবিতা পড়ছিলাম ফেবুতে।
সোনাভাইয়ের কমেন্ট ধরে একই কথা বলতে চাই, যাই লিখছেন সোনা হয়ে যাচ্ছে
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩
বৃতি বলেছেন: তাই নাকি? আমার তো ধারণা যারা পড়ছেন, সবার "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থা
থ্যাংকস।
১৪| ১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৯
সপ্নাতুর আহসান বলেছেন: আপনার কবিতার অমিয় সুধা পান করে তৃপ্ত হলাম। আর শব্দ চয়নে তো মুগ্ধ।
ভাল লেগেছে
কান্না থেকে ভালবাসা
জ্যোৎস্না-কুঁড়ি পিছলে গ্যালো মেয়েটির গালে।
ছেলেটির বুকে ছিল ইউক্যালিপ্টাসের ঘ্রাণ।
চোখ যখন ছুঁয়ে দিলো চোখ, বর্ষা এলো;
একটি কবিতার জন্ম হলো সেদিন।
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯
বৃতি বলেছেন: থ্যাংকস সপ্নাতুর আহসান।
শুভেচ্ছা জানবেন।
১৫| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠ হল,দৃশ্যকল্প হল আর অনুরণনে মুগ্ধ হল ৷
শব্দশিল্পের প্রারম্ভের গল্পটা নান্দনিক লাগল ৷
আসলেই কবি তো শব্দকেই খুজে ফিরে......
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪২
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আলজাহাঙ্গীর।
ভাল থাকবেন
১৬| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যেই হাসির ইমো দিলেন তাতে নিজেকে মুর্খ মুর্খ লাগছে!
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১০
বৃতি বলেছেন: হাসির ইমো দিলাম নিজের কথা চিন্তা করে- অন্য কাউকে মূর্খ বানানোর অসৎ উদ্দেশ্যে না।
ওকে, নো মোর ইমো ফর ইউ।
১৭| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: খুব ভালো লিখেছেন । খুব্বব্বব্বব্বব্ব!
২২ শে মে, ২০১৪ রাত ১০:১২
বৃতি বলেছেন: থ্যাঙ্কসসসসসসসস
১৮| ২৩ শে মে, ২০১৪ রাত ১:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ!
২৪ শে মে, ২০১৪ সকাল ১১:০২
বৃতি বলেছেন: থ্যাংকস প্রোফেসর শঙ্কু।
শুভেচ্ছা জানবেন।
১৯| ২৮ শে মে, ২০১৪ রাত ২:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ।
১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৩
বৃতি বলেছেন: থ্যাংকস দূর্জয়
২০| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১
জাফরুল মবীন বলেছেন: খুবই ভাল লাগল!বার বার পড়ার মত একটি কবিতা।আমি মুগ্ধ!অভিনন্দন কবিকে...
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৮
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই। ভাল থাকুন সবসময়।
২১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
ইশ! কি সুন্দর করে লেখেন আপনি! সত্যি কবিতার অবয়ব অত্যন্ত মধুর! প্রিয়তে নিলাম!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ সকাল ৭:৫৯
পংবাড়ী বলেছেন: ভালো