![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে নিজে কিছু বলার মত কঠিন কাজ মনে হয় এই দুনিয়াতে একটাও নেই।তারপরেও নিজেরে নিয়ে বলতে গেলে,আসলে আমি খুবই স্বার্থপর টাইপের একটা মানুষ। নিজের স্বার্থে যে কাউকে পাহাড় থেকে ফেলে দিতে পারি । বিশ্বাস করছেন তো ঠকছেন। ভালোবাসার মর্ম কখনো বুঝিনা, সভ্য সমাজ থেকে অনেক দূরে থাকি। কাউরে বিশ্বাস করিনা , এমনকি নিজেকেও না। অনেক বেশী মিথ্যা বলি আর সবচেয়ে বেশী নিজের সাথে আর নিজের ভুল কখনো স্বীকার করিনা। আর সবসময় পরাজিতদের দলে পৃথিবীর সবাই ভালো শুধু আমি ছাড়া ।। :-P আমি যে খুব খারাপ তাও না.. কখনো করো প্রতি রাগ প্রকাশ করি না। রিতিমতো ভদ্র ছেলে কখনো কাউকে গালি দেইনা.. প্রেম-ভালোবাসার প্রতি কোন আগ্রহ নাই। কেউ করলে সাবধানে থাকবেন, আমি এগুলো পছন্দ করি না..।। :-) :-)
আপনি অক্সফোর্ড , এমআইটি, স্ট্যানফোর্ড কিংবা হার্ভার্ড গ্রাজুয়েট কিনা, এটা কেউ আসলেই কেয়ার করে না। দিনের শেষে শুধু আপনার ইম্প্রেসিভ আচরণ, ব্যবহার, কথাবার্তাই অন্যদের মাথায় থেকে যায়। আর কিছুই না ।।
©somewhere in net ltd.