![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে নিজে কিছু বলার মত কঠিন কাজ মনে হয় এই দুনিয়াতে একটাও নেই।তারপরেও নিজেরে নিয়ে বলতে গেলে,আসলে আমি খুবই স্বার্থপর টাইপের একটা মানুষ। নিজের স্বার্থে যে কাউকে পাহাড় থেকে ফেলে দিতে পারি । বিশ্বাস করছেন তো ঠকছেন। ভালোবাসার মর্ম কখনো বুঝিনা, সভ্য সমাজ থেকে অনেক দূরে থাকি। কাউরে বিশ্বাস করিনা , এমনকি নিজেকেও না। অনেক বেশী মিথ্যা বলি আর সবচেয়ে বেশী নিজের সাথে আর নিজের ভুল কখনো স্বীকার করিনা। আর সবসময় পরাজিতদের দলে পৃথিবীর সবাই ভালো শুধু আমি ছাড়া ।। :-P আমি যে খুব খারাপ তাও না.. কখনো করো প্রতি রাগ প্রকাশ করি না। রিতিমতো ভদ্র ছেলে কখনো কাউকে গালি দেইনা.. প্রেম-ভালোবাসার প্রতি কোন আগ্রহ নাই। কেউ করলে সাবধানে থাকবেন, আমি এগুলো পছন্দ করি না..।। :-) :-)
ছোটোবেলায় ভালো স্টুডেন্ট হিসেবে সবার কাছে পরিচিত হয়ে যাওয়াটা একটা বিশ্রী জিনিস, নিজেকে কিছুতেই আর ছোটো ভাবা যায় না। অন্যরা আমাকে গাধা ভাবছে, এটা মেনে নেয়ার অনভ্যস্ততা খুব কষ্টের !
Sometimes it’s your bad luck! People want to see you as they want, not as you want to see yourself.
Still, live in your own life. Don’t listen to others, listen to your heart..
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩
নস্টালজিক সাইকোপ্যাথ বলেছেন: না ভাই , এতদুর আগাইতে পারুম না.।।। নিজের মানসিকতা নিয়া ভালই আছি
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আইনস্টাইনের মানসিকতা?