নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকৃষ্ট মানুষদের লজ্জা থাকে না। লজ্জা থাকে শুধু ভালো মানুষদের। তাই কেউ ঘুষ খেয়েও লজ্জা পায় না, আবার কেউ ঘুষ দিতে গিয়েও লজ্জা পায়। একারণে নিকৃষ্ট মানুষ জীবনে সফল। কিন্ত ভালো মানুষেরা জীবনে সুখী ।।

নস্টালজিক সাইকোপ্যাথ

নিজের সম্পর্কে নিজে কিছু বলার মত কঠিন কাজ মনে হয় এই দুনিয়াতে একটাও নেই।তারপরেও নিজেরে নিয়ে বলতে গেলে,আসলে আমি খুবই স্বার্থপর টাইপের একটা মানুষ। নিজের স্বার্থে যে কাউকে পাহাড় থেকে ফেলে দিতে পারি । বিশ্বাস করছেন তো ঠকছেন। ভালোবাসার মর্ম কখনো বুঝিনা, সভ্য সমাজ থেকে অনেক দূরে থাকি। কাউরে বিশ্বাস করিনা , এমনকি নিজেকেও না। অনেক বেশী মিথ্যা বলি আর সবচেয়ে বেশী নিজের সাথে আর নিজের ভুল কখনো স্বীকার করিনা। আর সবসময় পরাজিতদের দলে পৃথিবীর সবাই ভালো শুধু আমি ছাড়া ।। :-P আমি যে খুব খারাপ তাও না.. কখনো করো প্রতি রাগ প্রকাশ করি না। রিতিমতো ভদ্র ছেলে কখনো কাউকে গালি দেইনা.. প্রেম-ভালোবাসার প্রতি কোন আগ্রহ নাই। কেউ করলে সাবধানে থাকবেন, আমি এগুলো পছন্দ করি না..।। :-) :-)

নস্টালজিক সাইকোপ্যাথ › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩

নিয়ম তৈরি করা হয় নিয়ম ভেঙ্গে আরও ভালো নিয়ম বের করবার জন্যে। এক জায়গায় আটকে থাকা উচিৎ না। কারণ পৃথিবী ঘুরছে এবং সামনে এগোচ্ছে। দাঁড়িয়ে থাকার
মানে শুধু দাঁড়িয়ে থাকা নয় ,
পিছিয়ে যাওয়া ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.