![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিমকো মাকো রাকোই কুহুই কুহুই ক্যা, ডেগো বিটি দুলোরিয় ডেগো ফিরিত মেয়...
আইজ আমরা শিখবো কেমনে ফুচকার টক বানানি যায় সেই রেসিপি :!> :!>
উপকরণ -
১। তেঁতুল ২৫০ গ্রাম
২। চিনি ২৫০ গ্রাম
৩। লবণ ২ চা চামচ
৪। বিট লবণ ১ চা চামচ
৫। আদা বাটা ১ চা চামচ
৬। সিরকা ২ কাপ
৭। জিরা ভাজা গুঁড়ো ১ চা চামচ
৮। পাঁচফোড়ন গুঁড়ো আধা চা চামচ
৯। শুকনো মরিচ ভাজা গুঁড়ো স্বাদমতো
১০। সোডিয়াম বেনজোয়েট ২ ফোঁটা
১১। গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
প্রণালি-
সিরকায় তেঁতুল ভিজিয়ে রেখে চালনিতে চেলে নিন। চিনি, লবণ, বিট লবণ, আদা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে জাল দিন। ঘন হয়ে এলে জিরা, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন।
সিরকার মধ্যে সোডিয়াম বেনজোয়েট গুলে সসে ঢেলে দিন। হালকা গরম অবস্থায় বোতলে সংরক্ষণ করুন।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪২
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩১
হানিফ রাশেদীন বলেছেন: আপু, তেঁতুল যদি ভাালো টক না হয়, তাহেল কতো গ্রাম দিতে হবে?
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩
বৃষ্টিধারা বলেছেন: নির্ভর করছে আপনি কেমন টক চান , একটু খেয়ে দেখবেন তাহলে ।
ধন্যবাদ । ভালো আছেন তো ?
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫০
ঢাকাবাসী বলেছেন: সুন্দর পোস্ট, কাজে লাগতে পারে।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরাই টক হইছে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫
বৃষ্টিধারা বলেছেন: হি হি হি
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
মাহমুদ তূর্য বলেছেন: সোডিয়াম বেনজোয়েট
এর কি অন্য কোন নাম আছে ? কোথায় পাওয়া যায় ?
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬
বৃষ্টিধারা বলেছেন: অন্য নাম থাকতে পারে, আমি ঠিক জানি না ।
এটা এক রকম প্রিজারভেটিভ, বেশির ভাগ সময় আচার টাইপ খাবারে ইউজ করি আমরা। এতে আচার অনেক দিন ভালো থাকে। আর, এটা যে কোনো সুপার শপেই পাবেন ।
ভালো থাকবেন ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
জনতার নেতা বলেছেন: ধুর! দোকানে গিয়া খাইলেই তো হয়, হুদাই ভংচং....
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭
বৃষ্টিধারা বলেছেন: খান আপনি ।
মানা করছে কে ?
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: জিভে পানি আসা পোস্ট ।+
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ডায়াবেটিস রোগীরা কি করিবে? চিনির বদলে কয়গ্রাম বিকল্প/ সুক্রোজ জাতীয় ট্যাবলেট মেশাবে??
আপনি ফুচকার টোস বানানোর রেসিপি দেন
৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কথা হইলো ফুচকা কিনে বাসায় আসতে হবে টকের জন্য?
তাছাড়া টক ভাল্লাগেনা
১০| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
শুঁটকি মাছ বলেছেন: এইটা আমি পারি!!!!!!
১১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: কবে খাওয়াবেন ফুচকা আর টক?
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও! শেয়ারের জন্য ধইন্যা!
১৩| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৩
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:২৬
রাকি২০১১ বলেছেন: দেখেই জিহবায় পানি!!!
ধন্যবাদ- পোস্টের জন্য।