নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"শব্দিত স্লোগান" (কবিতা)

১২ ই মে, ২০১৯ রাত ৯:৫২


ধরেই নিয়েছিলাম শব্দরা আমায় চায়না। আজ বিশ্ব মা দিবসে সেই শব্দরা ধর্ণা দিলো হুট করে। ওদের পেয়ে আমিও ধন্য। অনেক বেশি আনন্দিত এই বিশেষ দিনে আমার প্রিয় শব্দপুঞ্জদের পেয়ে। তাই শব্দিত স্লোগানে বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।


এই শোননা,
আমাকে একটা কবিতা ধার দেবে?
বহুদিন আমার কলমটা,
আঁচড় টানে না কাগজে।
ঘুমের মাঝেও শব্দরা স্লোগান তোলে,
আমাকে নাকি বন্দিত্ব বরণ করতে হবে।
কেন যে ওরা চায়না আমায়,
আমিও বুঝিনা ঘোরের ছায়ায়।
অথচ প্রাণের চেয়েও,
অনেক বেশি ভালোবাসি ওদের।
ওরা কেন যে বোঝেনা,
আমার এই ক্ষুধাতুর ভালোবাসা!
ভুলেরা কি পাহাড় গড়েছিলো?
নাকি অপরাধের মাত্রাটা,
অনেক বেশি দুরূহ?
সে যাই হোক-
মোমের আলোয় তোমাদের গলিত আভা,
মেখে নিবো আমার বর্ণিল কাগজে;
হৈ চৈ হবে অনেক।
রাগের দাপটে ভুল বানানে
তোমরা হয়তো;
আমাকে ছিন্নভিন্ন করবে,
তবু তোমাদের চাই।
বিদ্বেষী দাবানলে তোমরা হয়তো
আমার আঙুলকে উত্তপ্ত করবে,
যেন তা কলম ধরার উপযুক্ততা হারায়।
তবু তোমাদেরই চাই।
তোমাদের বর্ণ সম্ভারে,
আমি রঙিলা হতে চাই।
প্লাবিত হতে চাই শব্দপুঞ্জে।
হোক না বিদ্রোহের,
অথবা প্রেমের

উৎসর্গ- সকল মা


ছবি-গুগল

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

২| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্ব মা দিবসে সমস্ত মায়েদের জানাই শ্রদ্ধা।
বহুদিন পর ব্লগে এলেন আপু। আশা করি কুশলে আছেন।
সুন্দর কবিতায় মুগ্ধতা। ++

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:১৮

বৃষ্টি বিন্দু বলেছেন: ঠিক বলেছেন ভাই, আসা হয়না ব্লগে ব্যস্ততার কারণে। আর কবিতাও যেন আমায় আর চায়না। মাঝে মাঝে শব্দদের উপর তাই অভিমান হয়। অথচ ব্লগে লিখে ও ব্লগারদের লিখা দেখে শান্তি পাই। কিন্তু ঐ যে ব্যস্ততা!!!
দোয়া করবেন যেন সব সময় না হলেও মাঝে মাঝেই যেন আসতে পারি। ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.