|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রথমবার্তা ডেস্ক: গোপন তখ্য সূত্রে জানা গেছে যে, GOLD LEAF সিগারেটে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। যাতে এর প্রতি ভোক্তাগন বেশি আসক্ত হয়। কিন্তু তারা পরীক্ষামূলক এর ব্যবহার না করে সরাসরি বাজারজাত করে। এই রায়নিক পদার্থ মিশ্রিত GOLD LEAF সিগারেট পান করে রাজধানীর বিভিন্ন এলাকার ২০ জন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপালে গতকাল ভির্তি হলে ডাক্তার আজকে ১৫ জন কে মৃত ঘোষনা করেন।
ডাক্তার মোছাদ্দেক হোসেন হৃদ স্পেশালিষ্ট আজকে জানান, তারা রাসায়নিক বিষক্রিয়ার ফলে হিুদ ক্রিয়া বন্ধ হয়ে ভর্তি হওয়ার ১২ ঘন্টা পর মারা যান। পরীক্ষা নিরিক্ষা মাধ্যমে জানা গেছে্ এই অস্বাভাবিক মৃত্যুর কার GOLD LEAF সিগারে পান। স্থানীয় ভাবে যোগাযোগ করে জানা যায় তারা GOLD LEAF সিগারে খাওয়ার পার থেকে অসস্থি বোধ করে এবং সেখান কার লোকজন তাদেরকে স্থানীয় ক্লিনিক এ ভতি করারন। এর পর বেগতিক দেখে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়। এর পেক্ষাপটে ঘটনা ঘটার আভাস পাওয়ার সংগে সংগে বিভিন্ন মিডিয়া GOLD LEAF কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । এমনকি অনেক মিডিয়া তা প্রকাশ থেকে বিরত থাকে। কিন্তু সত্য কখন চাপা থাকে না। তখ্য ফাস হয়ে যায়। এঘটনায় রাজধানীর ১৫ জন মৃত্যুবরন করেন, গুলিস্তানে রহিম(২৫), চাংখারপুল এলাকার পুলক (২০), যাত্ত্রাবাড়ীর মিজান (২৬), মীরপুর ভাষানটেকের রুপ মিয়া(২৩), গাবতলী লালকুটির বাজার এলাকার সুজন (পানের দোকানদার)(২১), বাংলামটরস এলাকার শরীফ (২৩), খিলক্ষেতে ঝন্টু মিয়া (২৪), সদরঘাট সিগারে ব্যবসায়ী লিটন মিয়া(২৪)।
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৭
২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৭
আরিফুর রহমান বাবুল বলেছেন: এমনকি অনেক মিডিয়া তা প্রকাশ থেকে বিরত।
২|  ২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:০৯
২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:০৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আজই ১৫ জন মারা গেলো কিন্তু পত্রিকায় দেখতেছিনা কেন?
  ২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৮
২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৮
আরিফুর রহমান বাবুল বলেছেন: এমনকি অনেক মিডিয়া তা প্রকাশ থেকে বিরত।
৩|  ২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:১৫
২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:১৫
টি এম মাজাহর বলেছেন: বুঝলাম না, এখানে সরকারের কি করার আছে?
৪|  ২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৯
২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:১৯
আরিফুর রহমান বাবুল বলেছেন: আপনার চিন্তাধারায় কিছুই করার থাকার কথানয়। ধন্যবাদ আপনাকে
৫|  ২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:২৪
২৮ শে জুন, ২০১৫  বিকাল ৩:২৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: এমনকি অনেক মিডিয়া তা প্রকাশ থেকে বিরত। 
কিন্তু প্রশ্ন হইলো সিংগারা ভেতরে আলু কেমনে গেলো? 
১৫ মানুষ মারা গেছে আর এই খবর মিডিয়াতে আসেনাই? 
গোপন তখ্য সূত্রে জানা গেছে যে, GOLD LEAF সিগারেটে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। 
আপনার গোপন সুত্রে জিঙ্গাসা করেন কিভাবে তারা বুঝতে পারলো যে এই ১৫ জনের মৃত্যু ঐ রাসায়নিকের জন্যই হয়েছে? 
এতো এডভান্স প্রযুক্তির ল্যাব আমাদের দেশে কেন আমেরিকাতে আছে কিনা সন্দেহ।
অসুস্হ সবার রক্তপরিক্ষা করেই বোঝা যাবে যে তাদের মৃতূর জন্য ঐ রাসায়নিক দায়ী কিনা। 
আর আজই মারা গেলো ( এখনো মিডিয়াতে আসেনাই) আর আপনার সুত্র এতো জলদি গোল্ডলিফকে দায়ী করলো। 
আমি জীবনে বিড়ি খাইনাই এবং প্রচন্ড বিরোধি কিন্তু এই রকমের মিথ্যা গুজব ছড়ানোর ঠিক না।
৬|  ২৯ শে জুন, ২০১৫  রাত ১২:৫০
২৯ শে জুন, ২০১৫  রাত ১২:৫০
বাংলার ডাকু বলেছেন: @দেশি কোন কোম্পানি থিকা ঘুষ খাইছেন নাকি ভাই যে এমন আজগুবি খবর দিচ্ছেন যাতে মানুষ গোল্ডলিফ খাওয়া ছারে..??
@সব কমেন্টকারী ভাইরা ইনার কথা অবিস্বাস কইরেন না আমি নিজেও কিন্তু দেখছি ৩ জনরে মরতে, গোল্ডলিফ খাইয়াই তারা মরছে| আর আমি গোপন সংবাদে জানতে পারলাম গোল্ডলিফের ধুয়ার সাথে নিকোটিন না বের হয়ে অক্সিজেন বের হচ্ছে যার ফলে তারা মারাগেছে...
আজিজ বিড়ি খান দেশ ও জীবন বাচান...
৭|  ২৯ শে জুন, ২০১৫  রাত ১২:৫৭
২৯ শে জুন, ২০১৫  রাত ১২:৫৭
আমি সোহান !! বলেছেন: আবালীয়ও ব্লগ একটা নিউজ মিডিয়াতেও আসলো না ১৫ জন মানুষ সহজ কথা নয় ।
৮|  ২৯ শে জুন, ২০১৫  ভোর ৫:২৮
২৯ শে জুন, ২০১৫  ভোর ৫:২৮
ভয়ংকর বিশু বলেছেন: এমন একটা ভাব যেন দেশের জনগন খুব ভালো
৯|  ২৯ শে জুন, ২০১৫  সকাল ১০:১৪
২৯ শে জুন, ২০১৫  সকাল ১০:১৪
কৃষ্ণবিবর বলেছেন: ভুয়া খবর
১০|  ২৯ শে জুন, ২০১৫  দুপুর ১২:২২
২৯ শে জুন, ২০১৫  দুপুর ১২:২২
কানাই স্যার বলেছেন: বাটপার এই লাইন ছাইড়া দে।
১১|  ২৯ শে জুন, ২০১৫  দুপুর ১২:২৩
২৯ শে জুন, ২০১৫  দুপুর ১২:২৩
কানাই স্যার বলেছেন: এই বাটপারটারে ধইরা পাছায় দুইটা লাথি মারা দরকার।
  ২৯ শে জুন, ২০১৫  বিকাল ৩:১২
২৯ শে জুন, ২০১৫  বিকাল ৩:১২
আরিফুর রহমান বাবুল বলেছেন: প্রোফাইলের ছবি দেখে বুঝাযায় তুমি কোন বংশের ছেলে। এমন কথা তুমার মুখেই মানায়।
১২|  ২৯ শে জুন, ২০১৫  দুপুর ২:১৭
২৯ শে জুন, ২০১৫  দুপুর ২:১৭
আরণ্যক রাখাল বলেছেন: কোন সিগারেটে মানুষ মরে না? শুধু গুল্লিফের দোষ?
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:০৭
২৮ শে জুন, ২০১৫  দুপুর ২:০৭
নতুন বলেছেন: এই রায়নিক পদার্থ মিশ্রিত GOLD LEAF সিগারেট পান করে রাজধানীর বিভিন্ন এলাকার ২০ জন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপালে গতকাল ভির্তি হলে ডাক্তার আজকে ১৫ জন কে মৃত ঘোষনা করেন।
আজই ১৫ জন মারা গেলো কিন্তু পত্রিকায় দেখতেছিনা কেন?