নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

অপরাধী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

সেদিন রক্ত দিতে বঙ্গবন্ধুতে গেছি। পাশের বেড-এ এক তরুণ হুজুর শুয়ে আছে। রক্ত দিতে প্রস্তুত ডান হাত প্রসারিত। তার সঙ্গীটিও পাজামা-পাঞ্জাবি-টুপি শ্মশ্র“মন্ডিত তরুণ। মেডিকেল অফিসার হঠাৎই বলে বসলো- যান নাই আজকে?

সঙ্গীটি বললো কোথায়?

অফিসার আরেকটু রসিয়ে বলল-মিছিলে।

সঙ্গীটি একটু অপ্রতিভ হয়ে বলর মিছিলে যাব কেন?

অফিসার আইনজীবীর মতো বলে উঠলো- যাবেন না কেন?



সেদিন সারা দেশে জামাআতের মিছিল ছিল। টুপি-দাড়ি দেখে তাই মেডিকেল অফিসারের এই ব্যাঙ্গোক্তি।



গতকাল অফিসে যাবার সময় যানবাহনের খোজে দাড়িয়ে আছি। পাশে তেমনি ধর্মীয় আদর্শবান দুই মাঝবয়সী। যানবাহনের দু®প্রাপ্যতা দেখে তারা এক অতি সরল প্রশ্ন করে বসল- আজকে হরতাল নাকি?

পাশের এক লোক এবার আর সহ্য করতে পারলেন না এই সরলতা। ফুসে উঠে বলে বসলেন- আপনারইতো সবচেয়ে ভালো জানার কথা। আপনারাইতো করেন এগুলা।

লোক দুইজন একটু অপ্রস্তুুত হয়ে গেল- হরতাল দেওয়ার কারনে নাকি আজ যে হরতাল তা না জানার কারণে বোঝা গেল না।

আমি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। স্পষ্টবাদিতা ভাল। তাই বলে মানুষ এতটা স্পষ্টভাষি!

সেদিনের সেই দুই তরুণ শিবিরের ছিল কিনা তা আমি জানি না। গতকালের দুইজনও জামায়াতের কর্মী -সমর্থক কিনা তাও আমরা জানি না। কিন্তু আমরা একটা ইউনিফর্ম জামায়াত-শিবিরের নামে বরাদ্দ দিয়ে দিয়েছি। যেন শ্মশ্র“বান কোন আওয়ামী নেই, পাঞ্জাবী-পাজামাবান কোন বাম নেই। মুক্তিযুদ্ধের চেতনা মানেই কি ক্লীন-শেভ, স্যুট-সাফারি?

ধূলা সাফ করতে গিয়ে সোনা হারালেতো চলবে না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

মুক্তকণ্ঠ বলেছেন: কথা সত্য।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

অনিরুদ্ধ রহমান বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০২

পল্লীবালক বলেছেন: To generalize is to be stupid.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.