নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালোবাসবো কি বাসবো না
আমার মন জানে আমি জানি না, এ তেমন নয়।
এ কোন ছেলে খেলা নয়
য়ে মাঝপথে আমি খেলব কি খেলব না
আমার ইচ্ছে।
এ রাজনীতি নয়-- আমি রাশিয়া কি
আমেরিকা , আমার বিষয়।
তুমি হাত বাড়িয়েছ, আমি ছুঁয়ে দিলাম
তুমি লাল নিলে তাই কালো বেছে নিলাম
সেরকম কোন ব্যাপার এখানে নেই।
যেমন আমার মা আমার ঐচ্ছিক বিষয় নয়
যেমন আমার মাতৃভূমি পূর্ব নির্ধারিত
তেমনি প্রতিটি রাজাকারের ফাঁসিই নিয়তি।
অন্য কোন সুযোগ এখানে নেই।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০১
পল্লীবালক বলেছেন: অন্য কোনো সুযোগ নেই এখানে....