নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হব সকাল বেলার, বিকেল বেলার, সন্ধ্যা বেলার পাখি
সবার আগে শাহবাগে উঠব আমি ডাকি।
ঘুম-জনতা জাগার আগে উঠব আমি জেগে
ফাঁসির দাবির আন্দোলনে থাকব আমি লেগে।
ঘুমজনতার ঘুম ভাঙলো, ঘুমিয়ে তুমি থাকো?
হয়নি বিচার তাই বলে কি বিচার হবে নাকো?
জোয়ার যদি না ওঠে আজ কেমনে হবে তবে?
শাহবাগের জাগরণে ন্যায্য বিচার হবে।
তুমি আমি আমরা আসো জনজোয়ারে ভাসি,
তবেই পাব ন্যায্য বিচার- রাজাকারের ফাঁসি।
©somewhere in net ltd.