নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক যুগের যবনিকা, পিতা যুগের জন্মে

০৩ রা মে, ২০১৩ রাত ১১:০৩

এলাকার বন্ধুদের মধ্যে প্রেমের সফলতার হার এখন পর্যন্ত শতভাগ। ’শতভাগ শাফল্য’র মধ্যে অবশ্য বিজ্ঞাপনের মতো একটা এস্টারিসক (*) আছে, যা ব্যাখ্যার দাবি রাখে। ক্রিকেট খেলায় যেমন ব্যাটসম্যানের রানের গড় বের করতে নট আউট ইনিংসগুলোকে হিসেবে ধরা হয় না, এখানেও তেমনি শতকরা বের করতে কেবল ’নট আউট’ ইনিংসগুলোকেই বিবেচনায় নেয়া হয়েছে। কারণ এক জীবনে কয়জনই বা প্রথম প্রেমেই পরিণয়ের সৌভাগ্য পায়?

বাবু, নাদিম, শুভ, আমি, রবু, জাহিদ...তালিকা নেহাত ছোট নয়, তবুও সাফল্য শতভাগ। পাইপ লাইনে আরও আছে। আর তালিকায় আজ যোগ হলো আরও একটি নাম। শহিদুল। শহিদুল সম্পর্কে একটা উদাহরণে ওর একটা পরিচয় দেয়া যায় তা হলো, ওর একটা ভিজিটিং কার্ড আছে। বলা বাহুল্য নিজের পকেটের টাকা খরচ করে বানানো। নাম-ধাম, ফোন নাম্বার সব ঠিক আছে। পদবীর যায়গায় লেখা Affected Investor of DSE!



বন্ধুর প্রেম নিয়ে বন্ধুদের উত্তেজনা থাকেই। তবে গত কিছুদিন যাবৎ আমরা আরও বেশী উত্তেজিত বিভিন্ন ঘটনা পরম্বপরায়। মেয়ের বাসায় সব জেনে ফেলল। স্বাভাবিক ভাবেই এই প্রেম তারা তাদের জীবন থাকতে মেনে নেবেন না, প্রয়োজনে মেয়েকে ত্যাজ্য করবেন ইত্যাদি ইত্যাদি। আধুনিকমন স্বল্প কিছু অবিভাবক বাদ দিলে এই হলো কমন সিনারিও। শেষ পর্যন্ত বিয়েটা হবে। কিছুদিন মান-অভিমান, রাগ-দু:খ চলবে। এবং অবশেষে তারা সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করতে থাকবে।

তবে শহীদুলের প্রেমটা আলোচনায় কারণ, আমরা অনেকদিন জানতামই না এর খবর। যে ডিএসই’র একজন এফেক্টেড ইনভেস্টর বলে নিজের পরিচয় দিতে পারে তার কোন কথা সহজে বিশ্বাস করে ফেলা খুবই ঝুকিপূর্ণ সিদ্ধান্ত এবং তার থেকে কোন ’নিউজ’ পাওয়াও দুস্কর।

ইদানিং খবর পাচ্ছিলাম মেয়ের বাবা-চাচা ওকে বাসায় ডেকে নিয়েছে। আলোচনা চলছে। আমরা আশাবাদী ছিলাম যে ’আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।’ তবে প্রকৃতপক্ষে সাধারণত আলোচনার মাধ্যমে কিছুই সমাধান হয়না। শহিদুলরা গত সপ্তাহে বিয়ে করে ফেলল। মেয়ে বাসায় বলল। শুরু হলো নির্যাতন-নিপীড়ন। আবার আলোচনার আহ্বান। মেয়ের বাবা-চাচারা হায়ারে বেশ কিছু ’ভাইলোক’ নিয়ে আসলেন। শহীদুলেরও চ্যানেল ভাল। ওর পক্ষেরও লোক কম হলো না।

বাসার লোকজন সব গ্রামে থাকায় আমার বাসায় ফেরার কোন তাড়া ছিল না, আমরাও রাত প্রায় বারোটা পর্যন্ত সভাস্থলে ছিলাম। সভার সার কথা হলো, শহীদুলকে মুরুব্বী নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসতে হবে। খূব সুন্দর কথা।

এরই মাঝে গতকাল সন্ধ্যায় ওরা মেয়েকে গোপনে গ্রামের বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়। বাসার নিচে একটা সিএনজিও রেডি করা ছিল। আর ছিল আন্তজেলা বাসের টিকিট কাটা। মেয়ে যথাসময়ে তা শহিদুলকে অবহিত করে। সন্ধ্যা থেকেই একটা টানটান উত্তেজনা চলছিল আমাদের মধ্যে। মেয়েকে নিয়ে বাসা থেকে বেড় হলেই শহিদুল মেয়েকে সোজা নিয়ে চলে যাবে।

আমাদের আড্ডার স্থল মেয়ের বাসার কাছাকাছিই। হঠাৎ হৈচৈ শুনে দৌড়ে গেলাম। শ খানেক লোক জড়ো হয়ে গেছে ততক্ষণে। ভিড়ের মধ্যে আমি শহিদুল বা ওর নববধূকে দেখতে পেলাম না। শুধু পেলাম শহিদুলের অসংখ্য গূণগ্রাহীকে!

আমি প্রেমিক পুরুষ। যেকোন প্রেমের সাফল্য আমাকেও জয়ী কওে, আমাকেও আনন্দ দেয়। আর বন্ধুর সফলতা হলে তো কথাই নেই। কিন্তু আমার উত্তেজনা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল মেয়ের বাবাকে দেখে। ভদ্রলোক খালি পায়ে রাস্তায় উদভ্রান্ত ছুটোছুটি করছেন। আমার প্রডন্ড মন খারাপ হয়ে গেল। প্রেমিক-প্রেমিকার সফলতার অপর পিঠে যে পিতা-মাতার এতখানি ব্যর্থতা থাকে এতখানি পরাজয় থাকে আগে কখনও অনভব করিনি। হঠাৎই আমিও পরাজিতের দলে যোগ দিলাম।

একটা কারণ হতে পারে, হয়তো আমাদের প্রেমিক যুগের শেষে পিতা যুগের আরাম্ভ হতে চলেছে।

অনেকেই অনেক কথা বোঝাচ্ছিলেন মেয়ের বাবাকে। কেউ একজন মেয়ের বাবাকে বোঝাচ্ছিল, আপনার মেয়ে তো আমারই মেয়ে। আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আরেকজন বলছিলেন, মেয়েতো বাপের কথা কয় না। ওই পোলার কথাই কয়। কিংবা যে মেয়ে আপনাকে এমনে অপমান করল সেই মেয়ের জন্য আপনে এমনে কানতাছেন?

এই কান্না কিছুটা অপমানের, কিছুটা পরাজয়ের তবে সিংহভাগটাই বোধহয় বাৎসল্যের।

আমরা একে একে আড্ডায় ফিরলাম সবাই। সবাই মেয়ের বাবার উপরই ক্ষ্যাপা। সে-ই এই ঘটনাটার জন্য দায়ী।

আসলেই তাই। কারণ তিনি আগের রাতে পারিবারিকভাবে আলোচনার কথা বলেছিলেন। আমার বাকি বন্ধুরা বারবার এই কথাই বলছিল। তবে ভদ্রলোক হয়তো চেয়েছিলেন আরও ভালো একটা ছেলের কাছে মেয়েকে সমর্র্পণ করতে। তিনি চেয়েছিলেন আরেকটু মঙ্গলময় কিছূ। তিনিও হয়তো বুঝতেন মাথার যুক্তি ঠিক আছে, কিন্তু মনের যুক্তি?

বাসায় ফিরে তালা খুলে মাত্রই ঢুকলাম, অমনি শুভর ফোন। গত তিন চারদিন যাবৎ আমার বাসায় কেউ নেই। শুভ শহিদুল এবং মিশন দম্পতিকে নিয়ে আমার আসল। শুধু মনে একটু যা দ্বিধা ছিল তা হলো, বাড়িওয়ালি আন্টিরা বাসায় কেউ না থাকার সুযোগে এত রাতে মেয়ে মানুষ নিয়ে আসার ঘটনাকে কোন পর্যন্ত না নিয়ে যায়। আমি দ্রুতই সব দ্বিধা ঝেড়ে ফেলে হঠাৎ করেই ইতহাসের অংশ হয়ে গেলাম।

শহিদুলদের একরুমে দিয়ে আমি আর শুভ আরেক রুমে কম্পিউটার আর গল্প করেই সারা রাত পার করে দিলাম। শুভ নব্য বাবা। ওর ছেলের গল্প শুনছিলাম। বলছিল মাঝে মাঝেই মাঝ রাত পর্যন্ত কোলে নিয়ে থাকতে হয়। গত রাতে সারা রাতই কোলে নিয়ে রেখেছিল। আমি বললাম, কেন কান্নাকাটি করে নাকি?

ওর কথাটা খুব ভালো লাগলো, কান্নাকাটি করে না, তবে চোখ মেলে তাকিয়ে থাকে মুখের দিকে। আর ওভাবে তাকিয়ে থাকলে নাকি কোল থেকে বিছানায় নামিয়ে দিতে মন চায় না।

এই অনুভূতি আমি এখনও জানি না।

শুধু মনে মনে ভাবলাম, এরকম কত রাত মিশনের বাবা-মা কি জাগেননি? এরকম কত রাত কি শহিদুল-মিশন জাগবে না?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.