নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে মাথায় বারবার শরৎচন্দ্রের বিলাসীর কয়েকটা লাইন ঘুরঘুর করছে। ”আট ক্রোশ পথ হাটা বিদ্যা যে সকল ছেলের পেটে তারাইতো একদিন বড় হইয়া গ্রামের মাথা হয়। দেবী বিণাপাণির বরে সংকীর্ণতা ইহাদের মধ্যে আসিবে কী করিয়া?”
আমাদের পিএসসিরও ওই দশা। ’আট ক্রোশ পথ হাটা’রাই আজ পিএসসি’র মাথা হইয়াছেন। অতএব তাহাদের মধ্যেও কোন সংকীর্ণতা নাই। পারলে তারা শতভাগই কোটায় পুরে দেন। এবং শতভাগ কোটার নজির যে একদম নেই তাও কিন্তু জোর গলায় বলা যাবে না। ৩২তম বিসিএস তো পুরোটাই গেল কোটায় কোটায়।
এর কারনও আছে। আজ কোটার একটা চারা রোপন করে গেলে তা একদিন কোটার মহীরুহ হয়ে ফল দেবে। কেউ একজন স্বয়ং কোটায় সুযোগ পেয়ে উচ্চপদস্ত হয়ে চালু করে যাবেন সন্তান-কোটা। সেই সন্তান যখন নীতি নির্ধারক হবেন তিনি চালু করে যাবেন নাতি-নাতনি কোটা। সেই নাতি-নাতনির দায়িত্ব হবে পুর্ব পুরুষের ঐতিহ্য রক্ষা। এভাবে এক সময় আবির্ভাব হবে একটি জাতীয় কোটা গোষ্ঠীর । আর কোটার এই জাল ছিড়ে বের হতে পারবে না আমার সন্তান, তার সন্তান, তার সন্তান।
অনেকেই বলতে পারেন সরকার দিতে চায়, একটা দিলেইতো হলো। যে মোটে পায় না তার আবার কাড়া আর আকাড়া। যে স্বাভাবিক ভাবে কোন চাকরিই পায় না, সে তো একটা পেলেই খূশি। সরকার এতই চাইলে একটা সেকেন্ড ক্লাস চাকরি ধরে দিলেইতো হলো। কিন্তু এখানেই আমাদের সরকারের মহত্ব নিহিত। এখানেই উদারতা। দেবই যখন, শ্রেষ্ঠ পদটিই দেব। যার মেধা আছে সে এখানে না পেলেও অন্য কোথাও ঠিকই একটা ভালো চাকরি জুটিয়ে নেবে। কিন্তু যার কোটাই ভরসা, এই চাকরি না পেলে তাকে পথে বসতে হবে।
এবং সরকারের এই যুক্তি আপনি সহজেই উড়িয়ে দিতে পারবেন না।
কিন্তু তারপরও কথা থেকে যায়। দেশটা চালাতে তো হবে। ৫৫ শতাংশ যদি অপুষ্ট লোক নেয়া হয়, তাহলে যে কয়জন সুস্থ্য লোক থাকে তাদেরকেতো ওই কোটাজনিত অপুষ্টির ঘাটতি পোষাতেই দিন যাবে। বাড়তি কিছু করবে কবে? পত্রিকা পড়ে জানলাম কোটা না থাকলে আপনি দুইলাখ পরীক্ষার্থীর মধ্যে ২২৬ তম হয়েও চাকরি নাও পেতে পারেন। আর কোটা থাকলে সাত হাজার তম হয়েও চাকরি পেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আপনি আরেকটা মুক্তিযুদ্ধ মনে মনে চাইতেই পারেন, যে যুদ্ধে আপনি আপনার বাবার মতো ভুল আর করবেন না। কিংবা ভাবতেই পারেন আপনার সন্তান নাহয় আদিবাসীই হয়ে যাক।
যে শাহবাগ মাসের পর মাস শুভ বুদ্ধির উপাসকদের আগলে রেখেছে, সেই শাহবাগে বিসিএস পরীক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করা মাত্রই গ্রেফতার হচ্ছেন। তার মানে হলো আমাদের শূভ বোধের চর্চা এখন নি®প্রয়োজন। কেননা তা সরকারের স্বার্থের সাথে যায় না।
তবে আশার কথা, এখন নির্বাচনের বছর। সরকারের সবকিছু হবে নির্বচন কেন্দ্রিক। বিচার হবে নির্বাচন কেন্দ্রিক, চাকরি হবে নির্বচন কেন্দ্রিক, আন্দোলন হবে নির্বচন কেন্দ্রিক, আইন হবে নির্বচন কেন্দ্রিক, সব সব হবে। যেই লিমন এতগুলো দিন অপরাধী হিসেবে কাটালো হঠাৎ এক নাইস সানি মর্নিং-এ সে নির্দোষ। যে শ্রম আইন নিয়ে এত টানাপোড়েন তা হঠাৎই শ্রমিকবান্ধব হয়ে উঠবে। যে ইউনুস কে নিয়ে সরকারের এত শক্তি ক্ষয়, সরকার হঠাৎই একদিন তার ভুল বুঝতে পারবে। এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। অবস্থা দৃষ্টে মনে হবে আমাদের দেশে যদি প্রতিবছর নির্বাচন হতো কতই না ভালো হতো।
কারণ নির্বাচনের বছর না হলে এত সহজে আরেকটা রিভাইজ্ড রেজাল্ট আমরা পেতাম কিনা সন্দেহ। তাও ভালো, যে কারণেই হোক শুভ বোধের উদয় হয়েছে এটাই বড় কথা।
আমাদের চাকরিতে শতকরা ৪৫ ভাগ মেধা আর ৫৫ ভাগ কোটা। যার মধ্যে আছে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা, ১০ ভাগ নারী, ১০ ভাগ জেলা আর ৫ ভাগ উপজাতি। যদিও সারাদিন সমঅধিকার সমঅধিকার করে গলা ফাটিয়েও কিছু নারী আছেন যারা বাসে, সংসদে বা অন্য যে কোন কিউতে সংরক্ষিত নারী কোটাকে জন্মগত স্বাভাবিক অধিকার মনে করেন, তবুও এরই মাঝেই অধিকাংশ আতœমর্যাদাসম্পন্ন নারীরই এই সংরক্ষিত আসনে খুশী হবার কথা নয়। কোন পাবলিক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় বা অন্য কোন চাকরির বেলায় এই নারী কোটা আছে কিনা আমি জানি না। অথচ এর প্রতিটা ক্ষেত্রেই নারীর সগর্ব উপস্থিতি। বরং কিছু কিছূ ক্ষেত্রে তারা তাদের বাকি অংশ থেকে খানিকটা এগিয়েও।
বৃদ্ধ মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে দিন যাপন করেন, সরকারের ভ্রক্ষেপ নেই। ভিক্ষা করেন, ইউপি চেয়ারম্যানের হাতে লঞ্ছিত হন, কোন খবর নেই। আর চাকরির বেলায় ৩০ শতাংশ কোটা। এখানে প্রথম কথা হচ্ছে, যে মুক্তিযোদ্ধা রিক্সা চালান, ভিক্ষা করেন তারা তো অধিকাংশ ক্ষেত্রেই ছেলে-মেয়েকে ওইসব চাকরির প্রাথমিক যোগ্যতার পর্যায়েই নিতে পারেন না। কোটার কী ফল তার কাছে? আর যিনি ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন, তিনি আরও দু-একধাপও নাহয় নিয়ে গেলেন। আর তাছাড়া ঘুরে ফিরে একটা কথাই মনে হয়, দিতে চান, দিন না, আরও তো কত পদ আছে, কত চাকরি আছে। একদন গোল্ড মেডেলটাই দিতে হবে?
আর জেলা ও উপজাতি কোটার ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, কোন বিশেষ জনপদ বা গোষ্ঠিকে অনগ্রসর রেখে তার জন্য কয়েকটা সংরক্ষিত পদ না রেখে সেই বিশেষ অঞ্চল বা গোষ্ঠীর অগ্রসরতার জন্য কোন কিছু করাই কি বেশী স্বাস্থ্য-সম্মত নয়? এখানে উত্তর আসবে, এক দিন না একদিন তাই হবে। সেই উত্তরের প্রেক্ষিতে আমার আবার প্রশ্ন, যা নয়-এ হয় না তা নব্বইতে হয়না; তাহলে যা চল্লিশে হয় না তা কততে হবে?
তাই যে মেধাবী ২২৬ তম হয়ে চাকরি পাবে না এবং চোখের সামনে দেখবে পাঁচ হাজার-সাত হাজারতম কোন কোটাবান-কোটাবতীকে চাকরি পেতে সে বরাবরই তাদেরকে শত্র“পক্ষ হিসেবেই দেখবে, কখনই শ্রদ্ধার চোখে দেখতে পারবে না, তা সে যেই হোক না কেন, উপজাতি, নারী কিংবা মুকিযোদ্ধা।
অতএব ’মহোদয়ের’ নিকট আকুল আবেদন, উপরোক্ত অবস্থা বিবেচনায় জাতিকে মেধাবদ্ধ করুন, কোটাবিভক্ত করবেন না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।
মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।