নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচে থাকলে সবারই কিছু বয়স বাড়ে
যেমন আমাদের পূর্বপুরুষের বেড়েছে
উত্তর পুরুষের যেমন বাড়বে
যেমন আমরা একাত্বতা ঘোষণা করেছি
চলমান সময়ের সাথে।
হেমন্তে যে পাতা ঝরে
একদিন তারও থাকে সবুজ জীবন
মানুষেরও থাকে ঘাসের মতন মন
সেই সবুজ ফিকে হয়ে আসে মাঠে মাঠে
একদিন ।
বেচে থাকলে সবারই বয়স কিছু বাড়ে।
যে প্রেম মরে যায়, সেই প্রেম চির বসন্ত।
৩০.১০.২০১১
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগলো -----প্রেমে চির বসন্তই থাকে হে কবি
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
সুমন কর বলেছেন: অাপনার কবিতা প্রথম পড়লাম, ভাল লাগল।
তা, কেমন অাছেন?
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪
মোহাম্মদ একরাম হোসেন বলেছেন: অসাধারন লিখেছেন।
হেমন্তে যে পাতা ঝরে
একদিন তারও থাকে সবুজ জীবন
যে প্রেম মরে যায়, সেই প্রেম চির বসন্ত।