নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরে ফিরে দেখি ঘুমিয়ে গেছে খোকা
পিতার প্রতিক্ষায় থেকে থেকে।
তার দীর্ঘ দিবসের সঞ্চিত কথা নিয়ে
পিতাকে বলবার জন্য;
তার পুঞ্জিত অভিমান নিয়ে
পিতার সাথে--
অভিমান, দু:খ, গল্প ও ভালোবাসা নিয়ে
খোকা ঘুমে নিরুদ্দেশ।
(বুকে যত ভালোবাসা, অভিমান, দু:খ ও জমানো কথা নিয়ে
সবাই একদিন ঘুমে নিরুদ্দেশ হয়;
যে জেগে থাকে দু:খ ও ভালোবাসায় তারই উত্তরাধীকার।)
প্রকৃতির কাছে শিশু শরীর সমর্পণ করে
বিছানায় পড়ে আছে অসহায়।
শরীর সমর্পিত, কিন্তু আমি জানি--
অন্তরে তার জেগে আছে শিশুর পিতা।
খোকা ঘুমালে পাড়া জুড়ায়।
অতৃপ্ত খোকার অন্তর,
পিতার পরান জুড়ায় না।
যে জেগে থাকে দু:খ ও অপরাধবোধ তারই সম্বল
৩০।০৯।২০১৫
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
অনিরুদ্ধ রহমান বলেছেন: পোস্ট দিয়েই আপনাকি খুজি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:১৮
সুমন কর বলেছেন: ১ম লাইক। দারুণ হয়েছে। কেমন আছেন? এতো দিন পর !!!
পিতার প্রতিক্ষায় থেকে খেকে। < এখানে থেকে হবে।