নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মহোদয়

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২০

এদেশে সংসদ সদস্য হতে হলে কোন ব্যাক্তিকে বেশ কিছু যোগ্যতার প্রমাণ দিতে হয়। যেমনঃ
--অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
--সাধারণ বাংলাদেশীর দ্বৈত নাগরিকত্ব থাকতে পারলেও দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না।
--সাংসদ হতে হলে কোন ব্যাক্তির বয়স অবশ্যই ২৫ হতে হবে।
--বিগত ৫ বছর সময়ে ২ বছরের অধিক জেল খাটা চলবে না…

এরকম আরও বেশ কিছু নিয়ম-নীতি মেনে, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একজন ব্যাক্তি সংসদ সদস্য হবার যোগ্যতা অর্জন করেন।

আর "অধিকতর যোগ্য" সংসদ সদস্যরাই সাধারণত মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী হন।

এ তো গেল লিখিত নিয়ম কানুনের কথা। কিন্তু এদেশে মন্ত্রী হতে গেলে "অলিখিত আরেক যোগ্যতাও" লাগে। যেটা বিগত মেয়াদের নামজাদা মন্ত্রী মহোদয়-দের মাঝে আমরা দেখতে পেয়েছি।

তাই এবারের নবীন মন্ত্রীসভা দেখে কেমন যেন খালি খালি লাগছিলো। কী যেন নেই, নেই। লিখিত যোগ্যাতাগুলো সবই আছে, কেবল অলিখিত যোগ্যতাটিই যেন ছিলো না। দেশটার হলো কী?

কিন্তু সময় যতই গড়াচ্ছে আমার আশঙ্কা কেটে যাচ্ছে। যেমন, সেদিন এক মাননীয় মন্ত্রী বললেন, পেয়াজের বাজার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।

আরেক মাননীয়কে বলতে শুনলাম, সৌদি আরব থেকে ৫৩ নারীর মরদেহ ফিরেছে, যা খুবই কম..

আমার আশঙ্কা কেটে যাচ্ছে। দেশটা সঠিক পথেই আছে। পূর্বসূরিদের দেখানো সঠিক পথেই আছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি প্রথম যে চারটি যোগ্যতার কথা বলেছেন সেগুলো কোনো যোগ্যতাই নয়, বরং অযোগ্যতা বলা যেতে পারে | আপনার পোস্টার শেষের গুনটিই যোগ্যতা এবং একমাত্র যোগ্যতা |
সুতরাং দেশ পূর্বসূরিদের দেখানো সঠিক পথেই আছে - কোনো ভয় নাই |

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৫

অনল চৌধুরী বলেছেন: ৫৩ হাজার হলে মনে হয় তার কাছে বেশী মনে হতো!!!!
কারণ সেখানে তো এদেশের প্রায় ৩০ লাখ লোক আছে।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৪

আখ্যাত বলেছেন:
দেশ তার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে শান্তি নাই রে ভাই।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

ফয়সাল রকি বলেছেন: আম-নাগরিক হবার যোগ্যতা গুলো নিয়ে একটা লেখা দিন। সব যোগ্যতা আছে কিনা যাচাই করা দরকার।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

পদ্মপুকুর বলেছেন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে মাননীয় স্পিকার, আমি .... হয়ে গেলাম!!! B:-/

৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

মা.হাসান বলেছেন: মাত্র ৫৩, বেশি কোথায়।

রাবিশ রাবিশ সব রাবিশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.