নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

গোলাপি গান

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪



এ দেশটার এই একটা বিশেষ দিক--যখন যেটা শুরু হয় তখন সেটাই চলতে থাকে।

যখন একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কয়েক দিন পরপর আরও কয়েকটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে।

যখন একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো তখন কয়েক দিনের মধ্যে আরও একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটলো।

আমাদের ক্রিকেট দলও এর ব্যতিক্রম নয়।
যখন একটা উইকেট পড়ে, কিছুক্ষণের মধ্যেই আরও দুই-তিনটা উইকেট পড়ে যায়।

কী আর করবেন ভাই? সব সংক্রামক, ছোয়াচে।

হয়তো আপনি বলবেন, ভালো জিনিসের তো সংক্রমণ দেখিনা? কই, একজন নোবেল পাবার পর তো আর কেউ পেল না এখনও। দল একদিন ম্যাচ জেতার পর পরপর আরও কয়েকটা ম্যাচ আর জিতলো কই?

আবারো বলি, কী আর করবেন ভাই?
প্রমথ চৌধুরী সেই কবেই বলে গেছেন--ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।
***
মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন খেলা দেখতে।

এই সুযোগ প্রতিদিন আসে না। তাই সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগালেন পুরো বাংলাদেশ ক্রিকেট দল।

৫ দিন বসে বসে খেলা দেখার অবসর মাননীয় প্রধানমন্ত্রীর নেই। যা কিছু দেখানোর, তা এক দিনেই করে দেখাতে হতো।

কাজটা কঠিন। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। অনেক কষ্ট হলো, তারপরও একদিনেই মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের সবটুকু দক্ষতাই প্রদর্শন করলেন ক্রিকেটাররা ।

টেস্ট ম্যাচের প্রথম দিনেই ব্যাটিং ও বোলিং করার যোগ্যতা সবার থাকেনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আসলে আমরা দুঃখী জাতি।
আমরা কোনো কিছুতেই পারি না।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

অনিরুদ্ধ রহমান বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.