নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল ফোনের অপকার নিয়ে অনেক কথাই আমরা শুনি, কিন্তু পাত্তা দেই না। অতঃপর কোন একটা দৃষ্টান্ত মূলক অঘটনের পর আমরা কিছুদিনের জন্য নড়েচড়ে বসি।
***
আমরা শুনি, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না। আমরা মানি না।
অতঃপর কোন একটা দূর্ঘটনার পর আমরা সাময়িক সচেতন হই।
আমরা শুনি, কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাটবেন না। কথা আমরা কানে তুলি না।
অতঃপর কেউ ট্রেনে কাটা পড়ে, আর যারা বেঁচে থাকে তারা কিছু দিনের জন্য সাবধানে থাকে।
আমরা শুনি, খাবার সময় মোবাইল থেকে দুরে থাকুন। আমরা কথা শুনি না।
অতঃপর….
***
আজ সন্ধ্যায় আনারকলি মার্কেটের পেছনের সেই পুরনো 'ছা-ছপ-ছমুছা'র দোকানটিতে দাড়িয়ে দাড়িয়ে সমুচা-চপ খাচ্ছিলাম। আমার এক প্লেটে চপ, আরেক প্লেটে সস। পাশে দাড়ানো তরুণীটির দুই প্লেটও তাই।
তরুনীটি যখন তার শেষ চপটি হাতে তুলে নিলেন, তখন তার ফোন আসলো। তিনি একটু 'প্রাইভেটে' কথা বলার জন্যেই বোধহয়, খানিকটা ফাঁকে সরে গেলেন।
প্লেট খালি দেখে দোকানী তরুণীটির প্লেট দুটি নিয়ে গেলেন। ততক্ষণে আমার খাওয়াও শেষ। আমার এক প্লেট খালি, আরেকটির গায়ে এখানে সেখানে কিছু সস তখনও লেগে আছে।
আমি দোকানদারের কাছে টিস্যুর জন্য হাত পেতে আছি, এমন সময় তরুণীটি আবার ফিরে এলেন। তার এক হাতে তখনও সেই আধখাওয়া শেষ চপটি, আরেক হাতে ফোনটি কানে ধরা।
খুব রোমান্টিক কথা হচ্ছিলো বোধহয়। তিনি ফোনে কথা বলতে বলতেই নিঃসঙ্কোচে আমার প্লেটের গায়ে লেগে থাকা অবশিষ্ট সসটুকু সুন্দর করে তার চপ টি দিয়ে মুছে নিয়ে মুখে পুরে নিলেন!
***
আমি উপলব্ধি করলাম, কেন বলা হয়--খাবার সময় মোবাইল থেকে দুরে থাকুন।
আমরা তো কথা শুনি না। অতঃপর…কেউ যখন অন্যের প্লেটের সস খেয়ে ফেলে, তখন আমরা কিছুদিনের জন্য আরেকজনের প্লেট থেকে দূরে থাকি!
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: গতকাল সন্ধ্যায় আমি মৌচাক আনারকলির পেছনে গিয়েছিলাম। সেই দোকানটায় চা চপ সমুচা খেলাম।