নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

করলে করো, না করলে করোনা

১৩ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

.
শেকসপিয়ার বলেছেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস।

আমরা বীর বাঙালি। মৃত্যুর আগে মরি না।

অতএব, করোনা নিয়ে আতঙ্কিত হবেন না।

যে কটা দিন পারা যায় আতঙ্ক নয়, আনন্দ নিয়ে বাঁচুন। যেখানে মন চায় কফ-থুথু ফেলুন; যার হাত ধরতে ইচ্ছে হয় ধরে ফেলুন; গণ পরিবহন কিংবা গণ জমায়েতে আপনার নিশ্বাস কাউকে দিয়ে দিন, আপনি গ্রহণ করুন কারো প্রশ্বাস।

আতঙ্কিত হবেন না, আনন্দ নিয়ে বাঁচুন।

আর একান্তই করোনা আক্রান্ত হয়ে পড়লে, হইচই না করে টুপ করে মরে যান।

মৃত্যুর আগ পর্যন্ত প্রিয়জন পরিবেষ্টিতই থাকুন। চাইলে সন্তানকে বুকে নিয়ে বা প্রাণপ্রিয় কারো কোলে মাথা রেখে আপনি শেষ নিশ্বাস ত্যাগ করতে পারেন। এদেশের করোনা নির্ণয় ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আমি কথা দিচ্ছি, কেউ জানতেও পারবে না যে, আপনি করোনায় আক্রান্ত ছিলেন।

আমরা শুধু বলবো, আমাদের ওষুধ কোম্পানি গুলোও সব দুই নাম্বার হয়ে গেছে, নাপা-প্যারাসিটামল আর আগের মতন কাজ করছে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙ্গালী বহুত শক্ত জাতি
এত সহজে পরাজিত বরণ
করবে না। করোনা কিছু
করতে পারবেনা।

২| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টা আমার পছন্দ হইছে।

৩| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম।

৪| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:১৮

নেওয়াজ আলি বলেছেন: করুণাময় পৃথিবীর সকলকে ভালো রাখুন। আর বাংলাদেশে মানুষদের সুস্থ জ্ঞান দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.