নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩ শ্রেণির মানুষের জন্য আমার খুব মায়া হয়, জানেন? খুব কষ্ট হয়। জীবনের ৩টা স্টেজের ৩ শ্রেণির মানুষের জন্য।
না, মাইলের পর মাইল পায়ে হেটে কর্মস্থলে যোগদান করতে এসে মাঝ রাতে ফ্যাক্টরি বন্ধের খবর শোনা সেইসব গার্মেন্টস শ্রমিকদের জন্য নয়;
এই করোনায় গৃহকর্মীর চাকরি হারিয়ে সন্তানের পাতে পান্তাভাতের সাথে একটা পেঁয়াজের চাহিদা মেটাতে অপারগতা জানানো সেই মায়ের জন্য নয়;
একমাত্র উপার্জন উৎস চায়ের টং দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে রাস্তার পাশে বসে বসে ত্রাণের আশায় দিনরাত পথ চাওয়া লোকটির জন্য নয়;
আমার কষ্ট হয় ৩ শ্রেণির মানুষের জন্য।
প্রথমত, নির্বাচনের আগে আগে হলফনামা ঘোষণাকারী রাজনৈতিক নেতা শ্রেণির জন্য। বাড়িহীন, গাড়িহীন নিঃস্ব একজ মানুষ, যিনি স্ত্রীর কাছ থেকে ধার করা টাকায় কোনক্রমে মনোনয়ন পত্রটি কিনতে সমর্থ হন।
আহা।
দ্বিতীয়ত, জীবনের শেষের দিকে রোগ-শোকে ভুগতে থাকা সেলিব্রেটি শ্রেণির জন্য। সারা জীবন একদম বিনে পয়সায় সাধারণ মানুষকে আনন্দ দান করে, শেষ জীবনে তারা যখন প্রধানমন্ত্রীর তহবিলের দিকে তাকাতে থাকেন।
ইস।
আর তৃতীয়ত, ঈদ-পূজা-পার্বণ, হরতাল বা করোনার মতন কোন সঙ্কটকালীন সময়ের গার্মেন্টস মালিক শ্রেণির প্রতি। যেহেতু সারা জীবন তারা একটি টাকাও মুনাফা করেন না, উপরন্তু পকেটের টাকা দিয়ে লক্ষ লক্ষ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করে অনন্য মানবতার পরিচয় দিয়ে থাকেন, কোন সঙ্কটে, বিনা সঙ্কোচে তারা সরকারের দিকে তাকাতেই পারেন।
আহা। উহু। ইস।
আমার কেন যেন কষ্ট হয়। এই ৩ শ্রেণির মানুষের জন্য ভীষণ কষ্ট হয়।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: ভোট হয় রাতে তাই আর হলফনামা দরকার হবে না
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের মিডিয়া গুলো বুঝে অথবা না বুঝে তার প্রচারে সহায়তা করে যায়।
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: মায়া হতে হবে ধনীদের। মায়া হতে হবে রাজনীতিবিদদের।
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯
গন্ধহীন বেলী ফুল বলেছেন: কষ্টে বুক ফেটে যাচ্ছে........
এই তিন শ্রেণীর জন্য সহানুভূতি....
৬| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪
সোহানী বলেছেন: সুপার লাইক লিখায়। আমারো এখন মায়া হচ্ছে এই তিন শ্রেণীর জন্য। আহারে, গরীব দু:খীর সেবা করতে করতে তারাইতো এখন ভিক্ষা নেবার অবস্থায়!!!
৭| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: তিন সপ্তাহ আগে যে বাংলা গ্রোসারী থেকে সদাই পাতি কিনতে গেলাম তার মালিককে দেখেছি মাস্কহীন গ্লাভসহীন আমি প্রশ্ন তুলতেই বললেন 'আল্লাহ্ভরসা'কিছুদিন আগে জেনেছি তিনি আজ আর নেই ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৬
শের শায়রী বলেছেন: আমারও কষ্ট হচ্ছে এই তিন শ্রেনীর জন্য