নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

ও আমার দেশের মাটি

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

২০০১ সালে বুশ প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার দুই মেয়ে ১৮ বছর বয়সের আগে মদ্যপানের অভিযোগে বার থেকে গ্রেপ্তার হয়েছিলো, মনে পড়ে।

২০১৩ সালে তৎকালীন স্পেনের রাজকুমারীর নামে দুর্নীতির অভিযোগে কোর্ট সমন জারি করে।

আর আমাদের আমাদের একটি বৃহৎ শিল্প গোষ্ঠীর এক ছেলে একবার তার ম্যানেজারকে গুলি করে মেরে ফেলেও এখন বহাল তবিয়তে।

আরেক বড় ব্যবসায়ীর ছেলে ধর্ষণ করে দেশব্যাপী সারা জাগিয়েও আজও ভালোই আছেন।

রাজনৈতিক স্নেহধন্যরা খুন করে, জেল হয় না। জেল হয়, বিচার হয় না। বিচার হয়, চুড়ান্ত শাস্তি হয় না । কালেভদ্রে জেল, বিচার, চুড়ান্ত শাস্তির দুর্গম গিরি-কান্তার মরু পার হলেও কোন ঐশী করুণায় সেই স্নেহাশীষ জীবন ফিরে পেয়ে আবারো খুন করে বেড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে আরেক শিল্পগোষ্ঠীর ছেলের নামে লোনের জন্য একটি বেসরকারি ব্যাংকের এমডিকে ডেকে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠতে না উঠতেই, এই করোনার অচলবস্থার মধ্যেই তাকে দেখা গেল, নিজেদের এয়ার এম্বুলেন্স নিয়ে থাইল্যান্ড পাড়ি জমাতে! বাংলাদেশ সেই বিমানকে দেশ ত্যাগ করতে দিলো, থাইল্যান্ড সেই বিমানকে বুক আগলে টেনে নিলো। সবকিছু হয়ে গেল মাত্র ২ দিনের মধ্যেই!

টাকা আর ক্ষমতা ওয়ালাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। আবার, এদেশে টাকা ওয়ালারাই ক্ষমতাবান, ক্ষমতাবানেরাই টাকাওয়ালা।

আপনি যে কোন একটি বানানোর চেষ্টা করতে পারেন। যদি তা বানানোর ক্ষমতা আপনার না থাকে, অভিযোগ করার, দুঃখ পাবার ক্ষমতাও বর্জন করুন। সুখী হবেন।

আপনার হাতে দুটি পথ--'এই সিস্টেমকেই' ভালোবাসতে শিখুন, অথবা, একে বাদ দিয়ে বাঁচতে শিখুন। Either you love it, or you leave it.

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: প্রচুর টাকা আর ক্ষমতা থাকলে দুনিয়াতে হাজার পাপ করেও সুন্দর ভাবে বেঁচে থাকা যায়।

২| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: অনিরুদ্ধ রহমান,




ঠিকই বলেছেন, টাকা আর ক্ষমতা থাকলে এমন দেশটি কোথাও আর খুঁজে পাবেননা আপনি!

৩| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটাই দেখে আসছি ৬২ টি সাল থেকে

৪| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৪২

নেওয়াজ আলি বলেছেন: সামনে আরো রাতে ভোট হবে এইসবও আরো বাড়বে

৫| ৩০ শে মে, ২০২০ রাত ৮:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের কলি - এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.