নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের প্রেম যখন নতুন থাকে তখন সব কিছুতেই কত উত্তেজনা! 'কচুর লতি দিয়ে ভাত খেলাম' এই বিষয়ের উপর ঘন্টা খানেক ফোনালাপ করা যায়। নতুন বউ ভাত রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেললে সেটা হয়ে যায় 'স্মোকি ফ্লেভার্ড রাইস'; পুড়ে কালো হওয়া ভাত হয়ে যায় এক নতুন ধরনের 'ব্ল্যাক পার্ল রাইস'! নতুন জামাই নাক ডেকে ঘুমালে সেটার মধ্যেও নাকি একটা 'রিদম' খুঁজে পাওয়া যায়, ল্যাটিন ক্ল্যাসিকাল মিউজিকের মতন!
এটা আসলে প্রেমের গুণ, পাত্র-পাত্রীর গুণ নাকি আমাদের উত্তেজনার গুণ?
আমি জানি না।
প্রথম বাচ্চার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একবার একটু ঠোট বাকা করা মাত্রই পাঁচজন ছুটে আসে সেবা করার জন্য। শীতকালে হিসু করে বড়দের কাপড় ভিজিয়ে দেয়ার পরও বড়রা সেটারও ইতিবাচক দিক খুঁজে পান--শীতকালেও বাবু কিন্তু গরম হিসুই করে! যেন তাবৎ দুনিয়ার বাকি সবার হিসু ঠান্ডা!
এটা আসলে বাচ্চার গুণ, বাচ্চার আত্মীয়-স্বজনের গুণ, নাকি আমাদের উত্তেজনার গুণ?
আমি জানি না।
প্রথম যখন দেশে করোনা আসলো, আমাদের সে কি উত্তেজনা! একটা রোগী পাওয়ামাত্র পুরো শিবচর লকড ডাউন! মিরপুরে একজন করোনা রোগী পাওয়া গেছে, পুরো মিরপুর লকড ডাউন! পুরো বাসাবো লকড ডাউন! পুরো নারায়ণগঞ্জ লকড ডাউন!
অথচ এখন অনেক অফিসেও দু'একজন করে করোনা রোগী সনাক্ত হচ্ছে। সহকর্মীর চেয়ারটি একপাশে সরিয়ে রেখে সেই একই কক্ষে বাকিরা কাজ করে যাচ্ছ সারাদিন। কোন হইচই নেই।
এটা আসলে কার গুণ? কর্মীর গুণ, নাকি করোনার গুণ, নাকি উত্তেজনার গুণ, কে জানে।
আমি জানিনা।
অন্য কেউ হয়তো জানে। অন্য কেউ জানে।
২| ১০ ই জুন, ২০২০ রাত ১:৫১
শায়মা বলেছেন: এটা হলো, একটা চোর ছিলো একদিন রাতে ধরা পড়লে তার একটা কান কেটে দিলো গ্রামবাসীরা। তারপর সে লজ্জায় গাঁয়ের এক পাশ দিয়ে যেত আর কাটা কানটা অন্য দিকে রাখতো যেন দেখা না যায়। লোকে যেন তাকে দেখেই মনে পড়ে গিয়ে না বলে ঐ যে কান কাটা চোর যায়।
তারপর কিছুদিন পর সে চুরি করতে গিয়ে আবার ধরা পড়লো। তখন লোকজন তার বাকী কানটাও কেটে দিলো।
তখন আর কি করবে লজ্জা শরমের বালাই নাই। সে তখন গায়ের মাঝ দিয়েই হাঁটতে শুরু করলো।
মানে দুই কানই যখন কাটা যায় তখন আর বাছ বিচারে লাভ কি!
৩| ১০ ই জুন, ২০২০ রাত ১:৫৮
কল্পদ্রুম বলেছেন: তারপরেও সরকার চেষ্টা করে যাচ্ছে।শুরুর মত ব্যবস্থা এখন আর নেওয়া সম্ভব না।জনগণ এখনো উদাসীন।তাদের নিজেদের ভালো নিজেদের বুঝতে হবে।
৪| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:৪৪
নেওয়াজ আলি বলেছেন: কচুর শাক চোখের জন্য উপকারী
৫| ১০ ই জুন, ২০২০ ভোর ৫:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চাচা আপন পরান বাঁচা
৬| ১০ ই জুন, ২০২০ সকাল ১০:১৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: তারপরেও জানতে হবে, জানার চেষ্টা অব্যাহতে রাখতে হবে।
৭| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: "এটা হলো অভিযোজন"-মানিয়ে নেয়ার ক্ষমতা।
"প্রথম প্রথম সব কিছুই একটু বেশী বেশী ,পরে সব স্বাভাবিক " হয়ে যায়-এটাই নিয়ম।
মত ও মনের মিল থাকলে বান্দরবনে ও সুন্দরবনের খোজ পাওয়া যায় আর তা না হলে সুন্দরবনের ও বান্দরবন হতে বেশী সময় লাগেনা
৮| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩১
পদ্মপুকুর বলেছেন: এক চোর ধরা খেয়ে প্রচুর মার খেয়ে গ্রামে ফিরে আসলো। সারা শরীরে মারের দাগ! একজন জিজ্ঞাসা করলো- তুই এত মার খাস কিভাবে?
গাছের সাথে বেঁধে মারলে তুইও সব মারই খেতে পারবি। চোর উত্তর দিলো...
৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনার মধ্যে কোনও রাজনীতির গন্ধ খুজে পেলে সরকার করোনাকে নিশ্চিত এত দিনে দমন করে ফেলত।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২০ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: আপনি কি প্রেমে পড়েছেন?