নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

কানাডিয়ান ড্রিম-১

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১:০৪



বিদেশবাস নিয়ে আমার কখনোই তেমন একটা উচ্চাশা ছিলো না। পড়াশোনা বা জীবন-জীবিকা যাই বলি না কেন, আত্মীয়-স্বজনদের মধ্যে প্রথম সারির কেউ তো নেই-ই দ্বিতীয় বা তৃতীয় সারির কাউকে পেতে হলেও রীতিমত গবেষণা করতে হবে!

বিদেশের সাথে আমার যেটুকু যোগাযোগ, তা ওই সেবা প্রকাশনীর অনুবাদ বই, হুমায়ূন-সূনীল বা তারও আগের প্রজন্মের লেখকদের ভ্রমণকথাই ভরসা।

সেই আমার দেশ ছাড়ার কথা প্রথম মনে উদয় হয় চাকরিতে যোগদানের পর।

প্রথম চাকরির প্রথম পোস্টিং গুলশান শাখায়। অল্প বয়সে চাকরিতে যোগদান করেছি, বেতন ভালো, সব ঠিকঠাক থাকলে সামনে অপার সম্ভবনা। এভিপি হওয়া, অফিসের একটা গাড়ি পাওয়া, সেটাই অবশ্য আমার সেই জীবনের অপার সম্ভবনার সংজ্ঞা ছিলো।

২০১২-২০১৩ সালের দিকেই সম্ভবত, আমার সেই অপার সম্ভাবনায় একটা “কিন্তু” বসিয়ে দিলেন কিবরিয়া ভাই। কিছুদিন পরেই যে প্রমোশনটা ডিক্লেয়ার হবে, সেখানে কিবিরয়া ভাই-এর এভিপি হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। ভাবিও কোন এক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে ভালো চাকরি করেন।

এই সব ছেড়ে কিবিরয়া ভাই নাকি কানাডা চলে যাবেন!

প্রথম প্রথম মনে হলো, এরকম পাগলামি কেউ করে? এভিপি’র হাতছানি, গাড়ি, হোম লোন…এত কিছু ছেড়ে কেউ কানাডা যায়?

এই প্রথম মাথায় পাল্টা প্রশ্ন উদয় হলো, কানাডা কি তাহলে ব্যাংকের এভিপি’র চেয়েও বড়?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.