নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধমের ব্লগ।

কাজের মধ্যে দুই, খাই আর শুই

বুইড়া মাস্তান

নাস্তিকরে মাইনাস।

বুইড়া মাস্তান › বিস্তারিত পোস্টঃ

গাধাদের কান্ড দেখেন =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ছবি নিয়ে সম্প্রতি মিছিল করে তার ফাঁসির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ !! জানা গেছে, জামাত নেতা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার এর বিচার চাইতে গিয়ে তারা ভারতের এই প্রয়াত নেতার(মাওলানা আবুল কালাম আজাদ) ছবি নিয়ে তাকেই বাচ্চু রাজাকার ভেবে এই কাণ্ড করেছে !!



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

লোনলিফাইটার বলেছেন: ফটোশপ ভালো হইছে ছাগু X(

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

বুইড়া মাস্তান বলেছেন: এইখানে ঘেউ ঘেউ না করে দূরে গিয়া মর... X((

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

মাহমুদুর রাহমান বলেছেন: কপি পেসট ?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বুইড়া মাস্তান বলেছেন: হ ভাই...মজা লাগল তাই কপি পেসট করলাম। ক্রিয়েটিভ কোন লেখা না তাই সোর্স দেই নাই। :D

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

মাহমুদুর রাহমান বলেছেন: লোনলিফাইটার ঘটনা সত্যি, কিন্তু এটা কিছুদিন আগের। ব্লগে এসেছিল।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

সাকিন উল আলম ইভান বলেছেন: Click This Link
রিয়েল পিক এইখানের মেবি।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

বুইড়া মাস্তান বলেছেন: হ এইখানে থেকে মনে হয় পাইসিলাম, নাকি নিউজ ফিড থেকে পাইছিলাম মনে নাই। :|

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

মুহাই বলেছেন: পুরান

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বুইড়া মাস্তান বলেছেন: old is gold... :D

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হিহিহিহি

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

বুইড়া মাস্তান বলেছেন: :P

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ ব্যানারের লাঠিটা বাচ্চু রাজাকারের পাছায় ঢুকানো হোক।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

বুইড়া মাস্তান বলেছেন: B-) ও তো ভাগছে। এখন যেগুলা আছে তাদের আগে ব্যবস্থা করা দরকার।

কথা হইল এই গাধাগুলা বলে ইউনিভার্সিটিতে পড়ে!!!!

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

ধান শালিক বলেছেন: এই গুলান হইলো স্বাধীনতার স্টক হোল্ডার । এই মগজ লইয়া ছাত্র রাজনিতি করে তাও ইউনিভার্সিটিতে । বাবারা যা শিখায় তাই কয়, এর বাইরে কিচ্ছু না ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

বুইড়া মাস্তান বলেছেন: ভালো কইসেন। কিছু আছে ব্লগে আইয়াও বাল ফালায়। ১ নাম্বার কমেন্টে দেখেন।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

রিওমারে বলেছেন: সাধে কি আর কুত্তালীগ উপাধি ধারন করেছে ছাত্রলীগ।। এরা ফিউচারে দেশ চালাবে।।

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

বুইড়া মাস্তান বলেছেন: নতুন একটা নাম দিতে হবে... :D

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

রবি_জল বলেছেন: =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

বুইড়া মাস্তান বলেছেন: :P

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

ম.র.নি বলেছেন: হয়ত দেখা যাবে কোন এক সময় রবীন্দ্রনাথের ছবি টাঙায়া দিছে ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

বুইড়া মাস্তান বলেছেন: দিতেও পারে গোলাম আযম কইয়া... =p~ =p~

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

কামরুল হাসান শািহ বলেছেন: অলটাইম মাতাল থাকে এরা, সুস্থ চিন্তার কিচ্ছু আশা করা ভুল

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ধান শালিক বলেছেন: ওইটা তো একটা পুরাতন বাল , পইছা গিয়া তামার তার হইয়া গেছে

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

শার্লক বলেছেন: ধান শালিক বলেছেন: এই গুলান হইলো স্বাধীনতার স্টক হোল্ডার । এই মগজ লইয়া ছাত্র রাজনিতি করে তাও ইউনিভার্সিটিতে । বাবারা যা শিখায় তাই কয়, এর বাইরে কিচ্ছু না ।

কত্ত বড় গাধা। হায়রে এমন গাধা এদেশেই জন্মায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.