![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন কাজ করে মাত্র ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কোনমতে একটু শান্তিতে ঘুমাতে যাব সেই উপায় নেই। হারামীর বাচ্ছারা এই রাত ১১টা বাজে শুরু করছে উচ্চ শব্দে গান বাজনার অনুষ্ঠান, তাও ফেভিকল সে, হুক্কা মারসহ বাল ছাল হিন্দি গান। মেজাজ চরমে উঠে গেসে। ইচ্ছা করতেছে উঠে গিয়ে সব ভেঙ্গে দিয়ে আসি।
আমার আম্মা অসুস্থ মানুষ , ঘুমাতে পারছেন না শব্দে। আমার ধারনা আশে-পাশে অনেকেই এই ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাংলাদেশে তো কোন আইন নাই, আইন থাকলেও প্রয়োগ নাই। শুনেছি আইনজীবিরা পিটিশান (বা এই জাতীয় কিছু হবে) করে আদালতের দৃষ্টিতে জনসাধারনের এই দুর্ভোগগুলো তুলে আনতে পারেন। কিছু না হোক অন্ততপক্ষে সংবাদপত্রে আসলেও কিছুটা আইন-প্রয়োগকারী সংস্থার নজরে আসতে পারে। কোন ভাই আছেন নিজের থেকে এই ধরনের কোন উদ্যোগ নিতে পারবেন।
আল্লাহ্ আপনাকে নিশ্চয় এই উদ্যোগ এর উত্তম প্রতিদান দিবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
বুইড়া মাস্তান বলেছেন: অনেকক্ষন বালিশ মাথার উপর চেপে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু কামের কাম কিছুই হচ্ছে না। আইয়া পড়লাম ব্লগে। আইয়া দেখি সব খুনের নিউজ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
আহ্নিক অনমিত্র বলেছেন: এই জন্যে কইছি বন্ধুকের লাইচেন্স করাইতাম।
মাগার, করা হইতাছে না। চিন্তা করতাছি বালে অথবা দলে যুগ দিয়া এক্কেন বন্ধুক জুটাইতাম। হের বাদে মনের খুশি তে এই সব বা***দ রে গুল্লি করতাম।
আসলে, এরকম দায়িত্বহীন মানুষ অহরহ এই দেশে। এরা অন্যের কষ্টের কথা ভাবেনা। নিজে বাচলে বাবার নাম, সুত্রে চলে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
বুইড়া মাস্তান বলেছেন: কথা সেটাই। নিজের আনন্দের দিনে অন্যকে কষ্ট দেয়া কতটা আহাম্মকের কাজ তা কি তার বোঝে।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
আহ্নিক অনমিত্র বলেছেন: সেইটাই...
দুনিয়া শিক্ষিত বেকুবে ভইরা গ্যাছে।
এগুলা পড়া লেখা কইরা যতই গাড়ি ঘোড়া চড়ুক, ক্ষ্যাতের মইধ্যে গোঁড়া রইয়া গ্যাছে।
আমাদের দেশের গ্রাম গঞ্জের অশিক্ষিত গরিব, চাষা দের আমরা ক্ষ্যাত কই। কিন্তু ভাই ওনারাই মানুষ। আমরা তো আর মানুষ নাই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
নিশাচর নাইম বলেছেন: আমি এখন সেইম সমস্যা ফেইস করছি। কাজীর দেউরীতে কেউ একজন এইভাবে বাজাচ্ছে। মন চায় একটা বোমা দিয়া কমিউনিটি সেন্টার ভাইঙ্গা ফেলি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
বুইড়া মাস্তান বলেছেন: নাইম ভাই চিটাইঙ্গা পার্টির দেখি সব জায়গায় একই সমস্যা। শুক্রবার আইলে এদের নাচন-কুদন করতে ইচ্ছা হয়। পাচলাইশেও ও একই সমস্যা।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আহ্নিক অনমিত্র বলেছেন: বোমা লাগবেনা, গিয়ে পানি ঢেলে দিন সাউন্ড সিস্টেমের উপর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
বুইড়া মাস্তান বলেছেন: সেই ক্ষমতা যদি থাকত তাহলে কি আর আমি ব্লগে আইয়া **ল ফালাই।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
জাভেদ৫০ বলেছেন: শব্দ দূষন কারে কই, বাংলাদেশে না থাকলে কেউ টের পাবে না, গান বাজনা বলেন, মসজিদের আজান বা ওয়াজ মাহফিল বলেন। বাংলাদেশে আইন করে লাউদ স্পীকারের সাইকেল কমাণো উচিত। আজান বা মাহফিল বলাতে কেউ মাইন্ড খাইয়েন না। সেনসিটিভ বিষয় ত!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
বুইড়া মাস্তান বলেছেন: আরে আজান তো অল্প কিছুক্ষন কিন্তু মাইজভান্ডারী গো মাহফিল, কমিউনিটি সেন্টারের গান-বাজনা পুরা রাত চলে। বড় পেইনফুল...
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
বিডি আইডল বলেছেন: লোকাল থানায় ফোন করেন। এই বিষয়ে অলরেডী আইন আছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
বুইড়া মাস্তান বলেছেন: আরে ভাই থানার কাছেই। :-< আচ্ছা একটা ফোন দিয়া দেখি কি অবস্থা।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
আহ্নিক অনমিত্র বলেছেন: আসলেই থানায় ফুন দেন, কইবেন অসামাজিক কর্মকাণ্ড চলতাছে। বিশেষ ডলা দিতে চাইলে কইতে পারবেন কতিপয় যুদ্ধাপরাধী এইখানে আকাম করতাছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
বুইড়া মাস্তান বলেছেন: ভালো কথা কইছেন। আলহামদুলিল্লাহ্ এখন বন্ধ হইছে তবে ঘুম যে চইলা গেসে। কাইল মনে অয় সকালের কেলাস করতে পারুম না।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
আহ্নিক অনমিত্র বলেছেন: ধুর মিয়া কইবেন, এইরকম টান টান রাজনৈতিক উত্তেজনার মাঝে, প্রতিদিনের নৃশংসতা, ভাং চুর দেখে আমি ভীত।
নিরাপত্তার অভাবে আমি কেলাস করতে অফারগ।
টিচার যদি কিছু কয় তাইলে চিল্লায়া উঠবেন ' তুই রাজাকার '।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
হামিম ঢাকা বলেছেন: মিয়া, না শুনতে চাইলে কান বন্ধ কইরা রাখেন