![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেদের একান্ত ''গুপন'' কিছু কষ্ট থাকে, যে কষ্টের খবর মেয়েরা তো দূরের কথা, সমাজের অন্য ছেলেরাও ঠিক মতো জানে না।
সেদিন এক বন্ধুর বাসায় গেছি। বন্ধুর একটি ছেলে আছে, ভীষণ চঞ্চল। গিয়ে দেখি বেচারা বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে। দুষ্টমির দ-ও নেই। কারণ কি?
-
-
পিচ্চিটার ''সুন্নতে খাতনা'' হয়েছে। শুনে আমার নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। কষ্টে বুকের ভেতর এবং শরীরের আরেকটি বিশেষ জায়গা টন টন করে উঠলো।
আমার মনে পড়ে, ছেলেবেলায় বাসায় যখন সিদ্ধান্ত নেয়া হল আমার খাতনা হবে শুনে আমি কেঁদে ফেললাম। বললাম, না, না, না, কিছুতেই না।
আমাকে কনভিন্স করাতে এগিয়ে এলেন আমার বড় মামা। বললেন, ছেলে হয়ে যখন জন্মেছিস, তখন ...
মামা কথা শেষ করতে পারলেন না। নিজেই ঝর ঝর করে কেঁদে দিলেন। খুব সম্ভবত তারও শৈশবের কথা মনে পড়ে গিয়েছিলো। তারও খুব সম্ভবত বুক এবং শরীরের অন্যত্র বিশেষ জায়গা টন টন করে উঠেছিলো।
জীবনে ওই প্রথম ছেলে হওয়ার জন্য নিজেকে অভিশাপ দিলাম।
শুভক্ষণ দেখে দিনক্ষণ ঠিক করা হলো। দেখতে দেখতে সেই ভয়ংকর দিন এসে উপস্থিত হলো। আমি ভয়ে নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছিলাম। শুকিয়ে অর্ধেক হয়ে গেলাম।
তখন হাসপাতালে নিয়ে কাটাকাটি করার আরামপ্রদ এবং সভ্য নিয়মটি চালু হয়নি। এই মহান কাজের জন্য বিশেষ একজন থাকতেন, তাকে বলা হতো হাজাম। আমার ''কাজ'' করার জন্য একজন বিশিষ্ট দশাসই হাজাম ঠিক করা হলো।
বাসা ভর্তি লোক। দুনিয়ার আত্নীয়স্বজন এসে হাজির। দুভাগ্যক্রমে আত্নীয়স্বজনদের মধ্যে আত্নীয়াদের সংখ্যাই বেশি। চাচাতো, মামাতো ভাইদের আসতে নিষেধ করে দেয়া হল। কেননা তারা যদি দেখে ভয় পায়। বোনদের জন্য কোনো নিষেধাজ্ঞা না থাকায় বোন, বোনের বান্ধবীকুল ... সে এক মহাসমাবেশ। সকলের সেকি কৌতুহল!!!
হাজাম আসলেন দুপুরে। এই উপলক্ষ্যে আমাকে লুঙ্গি পড়ানো হলো। লাল, অভিশপ্ত বেদনাবহুল সেই লুঙ্গির ডিজাইন আজও আমার মনে আছে।
আমাকে বসানো হলো একটা জলচৌকিতে। বাড়ি ভর্তি লোকের সামনে হাজাম বলল, এই পুলা লুঙ্গি খুল।
সাথে সাথে চারিদিক থেকে উৎসাহী লোকজন লুঙি খুলে দিল। এ যেন দ্রৌপদীর বস্ত্র হরণ। আমি নাঙ্গা বাবা হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কেউ বসতেও বললো না।
এরপর লাগলো ক্যাঁচাল। বড় মামা এবং হাজামের মধ্যে খুবই তুচ্ছ একটি বিষয় নিয়ে তর্ক বেঁধে গেলো। তাদের কথা আর শেষই হয় না। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে। গায়ে কোনো সূতা নেই, চারিদিকে গ্যালারির মতো মানুষ, তাদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার মনে হলো, আমি একা, বড় একা এবং বড় বেকায়দা লেভেলের একা।
যাক, পরবর্তী বিভৎস্য, রোমহর্ষক ঘটনার বর্ণনা আমার পক্ষে দেয়া সম্ভব না। কাজী আনোয়ার হোসেনের মতো থ্রিলার লেখার হাত আমার নেই।
আমার শুধু মনে আছে এই ঘটনার পর আমাকে দীর্ঘদিন লুঙ্গি পড়ে থাকতে হয়েছিলো। শুধু তাই নয়, লুঙ্গির একটি বিশেষ জায়গা উচু করে ধরে রাখতে হতো। ঘা শুকানোর জন্য ''মডেমের'' মাথায় বদনা দিয়ে গরম পানি ঢালার উঞ্চ এবং বেদনাদায়ক স্মৃতিও ভোলার নয়। এ কভু যাবে না ভোলা।
আরো কষ্টের বিষয় কি জানেন? আমি তো এখানে প্রমিত ভাষায় বলছি 'সুন্নতে খাতনা' । আমাদের এলাকায় এই মহান অনুষ্ঠানের নাম ছিল ''চ্যাং কাটা''।
এই কাজে কষ্ট আছে, কোনো সন্মান নেই, কোনো স্বীকৃতি নেই।
ছেলেদের এই দুঃখের কথা কয়টা মানুষ জানে?
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮
বুইড়া মাস্তান বলেছেন: আমার সবচেয়ে পছন্দের লাইনটাঃ
"কষ্টে বুকের ভেতর এবং শরীরের আরেকটি বিশেষ জায়গা টন টন করে উঠলো"
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: মডেম !!!!!!!!!!! হা হা হা নামটা চরম তো
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯
বুইড়া মাস্তান বলেছেন: শ্লীল নাম...
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১
ড. জেকিল বলেছেন: রীতিমতো উতসব করে মানুষকে এতো কষ্ট দেওয়ার নজির এই বঙ্গদেশে আর দ্বিতীয়টি নাই
চ্যাংকাটা খুবই খারাপ জিনিস
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫
বুইড়া মাস্তান বলেছেন: অনেকটা ক্যাডেট লাইফের সিনিয়রদের হাতে মানসম্মান খোয়ানোর মত অবস্থা... তবে ছোট থাকায় তেমন একটা বড় ইফেক্ট পড়ে না। বিধাতার বিধান, কাটতে তো হবেই...
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫
মশিকুর বলেছেন:
হায় হায় আপনিতো মহা বিপদে পড়েছিলেন
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
বুইড়া মাস্তান বলেছেন: লেখাটা রবি ভাইয়ের তবে আমারো একই অবস্থা হয়েছিল।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
HHH বলেছেন: আমার এতো খারাপ লাগে নি। আপনারা একটু ওভার রিএক্ট করছেন। খতনা করলে ভাল ভাল গিফট আসে। খাওয়া দাওয়া হয়। চ্যাং কয়েকটা থাকলে আরো কয়েকবার পাইতাম।
সরি। আহেম আহেম, নেভার মাইন্ড
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
বুইড়া মাস্তান বলেছেন: তা অবশ্য ঠিক...
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮
নূর আদনান বলেছেন: ভাই আমি হাসতে হাসতে শ্যাষ
"কষ্টে বুকের ভেতর এবং শরীরের আরেকটি বিশেষ জায়গা টন টন করে উঠলো"
তারও খুব সম্ভবত বুক এবং শরীরের অন্যত্র বিশেষ.....
আবার ''মডেমের'' মাথায়
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
বুইড়া মাস্তান বলেছেন:
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬
আকিব আরিয়ান বলেছেন: মডেম বেশি কেটে গেলে ডিসকানেক্ট হয়ে যেতে পারে
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
বুইড়া মাস্তান বলেছেন: আপনার কি বেশী কেটে ফেলার অবস্থা হয়েছিল?
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৫
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: শিরোনাম অস্থির। পোস্টও জটিল।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
বুইড়া মাস্তান বলেছেন: সকল ধন্যবাদ রবি ভাই প্রাপ্য
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২০
হাবিব শিমন বলেছেন: জীবনে ওই প্রথম ছেলে হওয়ার জন্য নিজেকে অভিশাপ দিলাম।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
বুইড়া মাস্তান বলেছেন:
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭
আমি লিখতে চাই না বলেছেন: অনেক দিন পর সামুতে আসা শুরু করেছি ।এসে এমন নির্ভেজাল সত্য স্বীকারক্তি দেখতে পাবার আশা করি নাই ।আমিও টন টন অনুভূতি পাচ্ছি ।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
বুইড়া মাস্তান বলেছেন: সবাই টন টন অনুভব করে...
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
মহিদুল বেস্ট বলেছেন: আহ! মনে পড়ে গেল... মডেমটা তারপর থেকে স্পীড পাইছে...
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
বুইড়া মাস্তান বলেছেন: স্পিড কত করে পাচ্ছেন?
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৮
মামুন রশিদ বলেছেন: হাহাহ, সে স্মৃতি ভুলার নয়
ভাই, আপনিই কি আসিফ এন্তাজ রবি? শুভেচ্ছা নিবেন ।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
বুইড়া মাস্তান বলেছেন: না ভাই উনার লেখা শেয়ার করেছি মাত্র। উনার ফেসবুক প্রোফাইল নীচে দিলাম।
https://www.facebook.com/thisisrabi
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২
আহমেদ আলিফ বলেছেন:
আমার সময় মুরুব্বিরা সান্তনা দিয়ে বলেছিলো,
মেয়েদের মা হবার সময় আর ছেলেদের খতনার সময় কষ্ট দুটি মনবকূলের জন্য পূর্ব নির্দারিত
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২
বুইড়া মাস্তান বলেছেন: তা ঠিক। তবে অনেকেই মজা করতে ছাড়তো না।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
ম্যাংগো পিপল বলেছেন: মনে পরে যায় .........
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
বুইড়া মাস্তান বলেছেন: সবারেই মনে পড়ে যায় এবং টন টন অনুভব করেন।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
রাখালছেলে বলেছেন:
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
fagolbaba বলেছেন: Great writing please keep it up . I am quit happy to see your writing . pls practice more . you can be next Humayun insha-allah. Thanks.
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
বুইড়া মাস্তান বলেছেন: Yep Asif Brother is a Great writer.. he can be the Next Humayun...
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
নীল ভোমরা বলেছেন:
এ'রকম সুখস্মৃতি (!) সবারই আছে....ছেলে হয়ে জন্মেছি যখন!
শুভকামনা!
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লেখছেন চ্রম!
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
বুইড়া মাস্তান বলেছেন: আমি লিখি নাই লিখছে আসিফ এন্তাজ রবি ভাই।
২০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১
শাহরিয়ার খান রোজেন বলেছেন: খুবই বেদনা দায়ক, কাটার ব্যাথা নয়, লেংটা হওয়ার।
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
বুইড়া মাস্তান বলেছেন: বিশেষ করে যখন মেয়েদের দল খুবেই আগ্রহ নিয়ে সামনে থাকে তখন...
২১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
জাহিদ ২০১০ বলেছেন: আহারে আমগো দুই ভাইয়ের মডেমখানা একসাথে কাটা হইছিল। তয় বড় মিয়ার গত মাসে বিয়া হইল কিন্তু মোর কুনু গতি হইলো না।
এই লেইগ্যা কালকে অবরোধ দিলাম।
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
বুইড়া মাস্তান বলেছেন: এই বৈষম্য উচিৎ না। আমরাও আপ্নের অবরোধে সমর্থন দিলাম।
২২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
আকিব আরিয়ান বলেছেন: আমার ডিসকানেক্ট হইব ক্যান! তিনমাস বয়সে হার্ণিয়ার অপারেশনের সময়ই ডাক্তার কাম সাইরা দেয়। টেরই পাই নাই
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
বুইড়া মাস্তান বলেছেন:
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
fagolbaba বলেছেন: ভাই একটা কি আপনার লেখা না ??
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
fagolbaba বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
নিকষ বলেছেন: ছেলে হয়ে যখন জন্মেছিস, তখন ...
কি আর করা ....