![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সেই সাথেই বেড়ে চলছে বিভিন্ন অ্যাপস এর চাহিদাও। দৈনিক অন্য যে কোনো অপারেটিং সিস্টেম এর ফোনের চেয়ে কয়েকগুন এন্ড্রয়েড চালিত ফোন বিক্রয় হচ্ছে। তাই সহজেই অনুমান করা যায় যে, আগামী কয়েক বছরের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনই হবে সর্বাধিক ব্যাবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম। এনড্রয়েড অপারেটিং সিস্টেম এর এত জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারন হচ্ছে এটি একটি ওপেনসোর্স অপারেটিং সিস্টেম। তাই এই অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে কোনো টাকা লাগে না। আবার গুগল অ্যাপস স্টোরেও রয়েছে অসংক্ষ্য এপস ও গেমস যা সম্পুর্ন বিনামূল্যে। অ্যান্ড্রয়েড ফোনের এই জনপ্রিয়তার কারনে বর্তমানে অধিকাংশ কোম্পানি বা ওয়েবসাইট তাদের নিজস্ব এন্ড্রয়েড অ্যাপ তৈরি করাচ্ছে যেন ব্যাবহারকারীরা সহজেই তাদের সার্ভিস ব্যাবহার করতে পারে। এইসব অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোর অধিকাংশই তৈরি করিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন মার্কেটপ্লেসের ফ্রিল্যান্স অ্যান্ড্রোয়েড অ্যাপ ডেভলপারদের মাধ্যমে। প্রতিনিয়ত এমন অসংক্ষ্য অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্টের কাজ এসব মার্কেটপ্রেসে জমা হচ্ছে। আপনারা ইচ্ছা করলেই যে কোনো ফ্রিল্যান্স ওয়েবসাইটে “Android App Development” লিখে সার্চ দিলেই দেখতে পারবেন সেখানে কি পরিমান কাজের সুযোগ রয়েছে। আসলে এন্ড্রয়েড ডিভাইসগুলোর ক্রমবর্ধমান ব্যাবহারের কারনেই এনড্রয়েড অ্যপস ডেভলপমেন্ট সেক্টরে এত কাজের সুযোগ হচ্ছে। তবে এই সেক্টরে এত কাজের চাহিদা থাকা সত্বেও আমাদের দেশে দক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার অনেক কম। আর তাই দক্ষ অ্যন্ড্রয়েড অ্যাপ ডেভলপার তৈরির দরকার অনেক।
বাংলায় অনালাইনে এন্ড্রয়েড কোর্সঃ
বাংলায় মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে চারটি কোর্স চালু আছে শিক্ষক ডট কম এ। কোর্স চারটি হলঃ
অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
অ্যান্ড্রয়েড এপইনভেন্টর ডেভেলপমেন্ট
আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
জাভা/অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং/এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
অফলাইনে শিখতে চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাক্তির সাহায্য নিতে পারেন। ঢাকার প্রতিষ্ঠানের ব্যাপারে জানি না তবে চট্টগ্রামে এসআইআইটিতে আগামী পহেলা মে থেকে একটা কোর্স চালু হচ্ছে এন্ড্রয়েড নিয়ে। যোগাযোগ করে দেখতে পারেন।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৪
বুইড়া মাস্তান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
ক্যাতর আলী বলেছেন: ঐ সব চালানো যায় এরাম একটা ফোন কিনবো নোকিয়া আর না
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৬
বটের ফল বলেছেন: সুন্দর প্রয়াস ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯
এহসান সাবির বলেছেন: ভালো পোস্ট।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬
কেলকুলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে ।