নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্দেশ্য নাই তাই নিরপেক্ষ

আমি দিগবিজয়ী কোন ব্যাক্তি নই, অতির মধ্যে আরও অতি সাধারণ, আড্ডা মারতে পছন্দ করি,... পড়ালেখা করা আমার ভীষণ অপছন্দ, কিন্তু আফসোস ওটাই আমাকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করতে হয়...

বুঝিনাই

আমার নিক হল বুঝিনাই, সব কিছু বেশি বুঝি দেখে এই নিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, গল্পের বই পরতে ভাল লাগে, পাঠ্য কোন কিছু পড়তেই ভাল লাগেনা....

বুঝিনাই › বিস্তারিত পোস্টঃ

সবই বয়সের দোষ- বড়ই আফসোস। :P :P কয়েকটি বিব্রতকর অভিজ্ঞতা ;) ;) ;)

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৩

বয়স নিয়ে লোকজন প্রায়ই বিড়ম্বনার শিকার হন, কারো বয়স বেশি দেখায় বলে আফসোস করেন, আবার কারো বয়স কম দেখায় বলে আফসোস করেন। আমি দ্বিতীয় দলের লোক। ছোটবেলা থেকেই আমার যা বয়স, তার থেকে নাকি অনেক কম দেখায়। আর এ কারণে বেশ কিছু ক্ষেত্রে বিব্রতকর অবস্থার শিকার হয়েছি, এরকমই কয়েকটি ঘটনা উল্লেখ করছি-



ঘটনা-০১

সে অনেক কাল আগের কথা, আমি তখন ক্লাস টেন এ পড়ি, বাসে করে কোচিং করতে যাই, তো এরকম এক কোচিং করতে যাওয়ার দিন আমি ঠেলে ঠুলে বাসে উঠে পড়লাম। উঠতে না উঠতেই দেখি এক ভদ্রমহিলা আমাকে তার পাশের সিটে বসার জন্য ডাকছে, আর সেই সিটে অলরেডি একজন লোক বসার জন্য এগিয়ে যাচ্ছে, যাইহোক সেই মহিলা আমাকে ডাকা ডাকি করে তার পাশে বসালেন, তারপর জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছি?? আমি জবাব দিলাম কোচিং এ। তিনি বললেন এত বাচ্চা অবস্থায় কোচিং- কোন ক্লাসে পড় তুমি??? আমি বললাম ক্লাস ১০, তিনি আমার জবাব শুনে চোখ কপালে তুলে বললেন কি??? আমি তো ভেবেছিলাম ক্লাস ফাইভে বা সিক্সে পড় B:-) B:-) , তারপর তিনি বললেন তোমাকে তুমি করে বললাম কিছু মনে করোনা, আমিও প্রায় তোমারই সমবয়সি :-& :-& ।

এরপর তিনি পুরাই ঝিম মেরে বসে থাকলেন, আর একটা কোথাও বললেন না :( :(



ঘটনা-০২

গত নির্বাচনে জীবনে প্রথম বারের মত ভোটার হলাম B-) । জাতীয় আইডি কার্ড পাওয়ার পর নিজেকে সেরকম গুরুত্তপূর্ণ লোক মনে হতে লাগলো, ভাবটাই বেড়ে গেলো অন্যরকম, যদিও নামের বানানে ভুল, X( আর চেহারা তো মাশাল্লাহ, X(( এইটা কি মানুষ না পাখী সেটাই বুঝা গেলনা, যাইহোক তারপরও ভাব একটুও কমলো না :P :P । তো দেখতে দেখতে ভোটের সময় এসে গেলো, নির্বাচনের দিন একেবারে নায়কের মত সাজ দিয়ে, নায়ক নায়ক ভাব নিয়ে বন্ধুবান্ধব পরিবার সবাইকে বাদ দিয়ে সবার আগে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে গেলাম। B-) এবং যথাসময়ে ভোট দিয়ে ফেললাম। :-0 ভোট দিয়ে বের হতেই দেখি আমার একবন্ধু ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়ে আছে, চিন্তা করলাম তাকে ভোট দেয়া নিয়ে একটু জ্ঞান দেই। :-0 :-0 যেমন ভাবা তেমন কাজ, তার কাছে গিয়ে বললাম, কিরে এখন আসলি আমার তো ভোট দেয়া শেষ। :-0 যেই না এই কথা বললাম তখনি এক মুরুব্বী টাইপ লোক আমার হাত পাকড়াও করে আসামী ধরার ভঙ্গিতে বললেন- তুমি ভোট দিয়েছ?? আমি একটু ঘাবড়ে গেলেও সাহস নিয়ে বললাম জ্বী আঙ্কেল। তিনি আবার বললেন আসলেই ভোট দিয়েছ?? আমি বললাম জ্বী আঙ্কেল। তিনি বললেন তোমার ১৮ বছর হয়েছে বলে তো মনে হয়না, দেখি তোমার আইডি কার্ড দেখাও। /:) /:) কপাল ভাল যে মানিব্যাগ এ আইডি কার্ড ছিল, :D তা দেখিয়ে দিলাম, তিনি কার্ড দেখে বললেন-এই ছবি তো তোমার বলে মনে হয়না, /:) আমি তখন মনে মনে বললাম আজকে মনে হয় কপালে খারাবি আছে :(( :(( , যাইহোক আমি উত্তর দেয়ার আগেই আমার বন্ধু পেছন থেকে বলল, না আঙ্কেল সব কার্ডেই একই সমস্যা, চেহারা বুঝা যায়না, ও আর আমি একসাথে ফর্ম পূরণ করেছি, আমরা একই এলাকায় থাকি। এই কথা শুনে আঙ্কেল ওকে জিজ্ঞেস করলেন তোমার বন্ধু?? ও বলল জ্বী আঙ্কেল। তখন আঙ্কেল বললেন দেখে তো মনে হয়না, মনে হয় একটা বাচ্চা ছেলে। এরপর নিতান্ত অনিচ্ছায় আমার হাত ছেড়ে দিয়ে বললেন যাও বাবা বাসায় যাও, আর আমিও কোন মতে যান নিয়ে বাসায় ফিরলাম।



ঘটনা-০৩

তখন বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি, বাসা চেইঞ্জ করে নতুন ফ্ল্যাট এ উঠলাম। পাশের ফ্ল্যাট এ এক অত্যন্ত বয়স্ক আঙ্কেল তার পরিবারের সাথে বসবাস করেন। প্রায়ই সিঁড়ির মাথায় তার সাথে সাক্ষাৎ হয়, এবং তাকে দেখলেই লম্বা একটা সালাম দেই, কিন্তু আফসোস তার কোন সুন্দরী মেয়ে নাই। :P :P যাইহোক আমার সালাম দেয়ার কারণেই হোক, বা আমার নূরানি চেহারার প্রতি আকৃষ্ট হওয়ার কারণেই, হোক একদিন তিনি আমাকে সিঁড়ির মাথায় জিজ্ঞেস করে বসলেন- বাবা তুমি কোন ক্লাসে পড়?? :-& :-& তার প্রশ্ন শুনে আমার শীতকালেও ঘাম ছুটে গেলো , আর মনে মনে চিন্তা করলাম, আঙ্কেলের চোখ মনে হয় বয়সের কারণে তার সাথে বেঈমানি শুরু করেছে। যাইহোক, আমি হতভম্ব হয়ে কিছুক্ষন খাম্বার মত দাড়িয়ে থেকে বললাম আঙ্কেল আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, /:) /:) তিনি বললেন ও ফার্স্ট ইয়ার?? আমি বললাম না আঙ্কেল- অনার্স ফাইনাল ইয়ার। আমার উত্তর শুনে এবার তিনি খাম্বার মত দাড়িয়ে গেলেন, আর কোন কথা না বলে শুধু একটা 'ও' বলে বাসায় ঢুকে গেলেন, আর আমিও কোনমতে বাসায় ঢুকে সিদ্ধান্ত নিলাম- সবই কপাল আর কপালের আরেক নাম গোপাল :P :P :P



এরকম আরও বেশ কিছু অভিজ্ঞতা আছে যা বলার ইচ্ছা ছিল কিন্তু পোস্ট মনে হয় বড় হয়ে যাচ্ছে, তাই আপাতত বিদায় নিলেও :( :( , আবার আসিবি ফিরে, এই ব্লগের নীড়ে B-) B-)

মন্তব্য ৬১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমটা বেশি মজা পাইছি! :-B :-B

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০০

বুঝিনাই বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। :)

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
লেখার মাঝে অতিরিক্ত ইমোর ব্যবহার লেখার সৌন্দর্য নষ্ট করে। লিখে যান যেখানে যে এক্সপ্রেশন পাঠক নিজেই বুঝে নেবে।

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

বুঝিনাই বলেছেন: আপনি ঠিকই বলেছেন, কিন্তু কেন জানি ইমো ব্যবহার না করলে, মনে শান্তি লাগেনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৮

শিব্বির আহমেদ বলেছেন: =p~ =p~

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১

বুঝিনাই বলেছেন: :D :D :D

৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬

রাতুল রেজা বলেছেন: আমার ঘটনা ঠিক আপনার ঘটনার বিপরিত ঘটতো।আমি ক্লাস ৯ এ থাকতেই অনেক লম্বা হয়ে গেসিলাম, দাড়িও গজায়ে গেসিল। তাই তখন আমাকে দেখে মানুষ জিজ্ঞাসা করতো আমি কোন ভার্সিটিতে পরি, কোথায় চাকরি করি। :D

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩

বুঝিনাই বলেছেন: হা হা এরকম আমার একটা ফ্রেন্ড আছে... ও যখন প্রথম ভার্সিটি এডমিশন এর জন্য পরিক্ষা দিতে যায়, তখন ভলান্টিয়ার ও রে বলতেসিল- ভাইয়া এম বি এ এর পরীক্ষা সন্ধ্যায় হবে, এখন বি বি এ এর পরীক্ষা। ও তখন বলল আমি বি বি এ দিতেই আসছি, তখন ভলান্টিয়ার এমন লুক দিল যে তা আর বলার মত না :P :P
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫

রাধাচূড়া ফুল বলেছেন: তা এখনও কি আপনাকে দেখে মানুষ বাচ্চা ভাবে? :P :P

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫

বুঝিনাই বলেছেন: ঠিক ঐরকম ভাবেনা, কিন্তু এখনো নাকি আমাকে বয়সের তুলনায় ছোটই দেখায় :-0

৬| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫

ড. জেকিল বলেছেন: অবস্থা আমার চাইতে খুব একটা ভালো না =p~ =p~


আমারও ইমো ব্যাবহার না করলে কেমন জানি খালি খালি লাগে ;) ;)

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

বুঝিনাই বলেছেন: হে হে... আসেন এই খুসিতে কোলাকুলি করি, আর শুধু ইমো ব্যবহার করি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭

নিজাম বলেছেন: মনে হয় আপনি একটু বাটুল টাইপের।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

বুঝিনাই বলেছেন: না রে ভাই, আমি খুব একটা বাটুল না। হাইট ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি, কিন্তু একটু হাল্কা-পাতলা বলতে পারেন :( :(

৮| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

ভিটামিন সি বলেছেন: ক্লাম ৮ পর্যন্ত তো হাফপ্যান্টই পরতাম। তারপরে প্যান্ট পরা ধরেছি।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৯

বুঝিনাই বলেছেন: হা হা, আমি অবশ্য ক্লাস সিক্স এর পর থেকেই ফুল প্যান্ট পরতাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৭

শহুরে কাউয়া বলেছেন: ভাই আসেন কোলাকুলি করি।
আমিও একই গোত্রের লোক। :|
ছোট্ট একটা গল্প কইঃ
অফিস শেষে টিএসসিতে এখনও আড্ডা দেই। বন্ধু, বড় ভাই, ছোট ভাই সব মিলে।
একদিন এক ছোট ভাই যে পাক্কা আমার ৫ বছরের ছোট হাসতে হাসতে বলে "আপা, তন্ময় তোমার প্রেমে পড়ছে"
"কোন তন্ময়?"
"আমার হলের। সেকেন্ড ইয়ার অনার্স।"
আমি কি কমু বুঝলাম না।
ছোট ভাই জানাল, তন্ময় টিএসসিতে আমাকে ওর সাথে আড্ডা দিতে দেখে ভাবছে আমি ওর জুনিয়র। :P :P :P :P :P :P :P

এরপর থিকা তন্ময়রে দেখলেই ডারলিং বইলা খেপাই
আর তন্ময় আমারে দেখলে পালায়। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২

বুঝিনাই বলেছেন: হা হা মজা তো। আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে তখন আমার তিন বছরের জুনিওর এক ছাত্র, আমারে র‍্যাগ দিতে চেয়েছিল, :P :P সেই গল্প আরেকদিন বলব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১

আরমিন বলেছেন: =p~ =p~

৩ নং টা বেশী মজার!

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

বুঝিনাই বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। =p~ =p~

১১| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

তোমোদাচি বলেছেন: আমিও মনে হয় আপনার দলে; ছোট বেলায় খুব বিব্রত লাগত এখন এঞ্জয় করি!!
কারণ এখন বয়স প্রায় বুড়াদের কাছাকাছি কিছতু আমাকে ইউনির ফার্স্ট ইয়ার বলে চালিয়ে দেওয়া যায়!!! ;)



২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

বুঝিনাই বলেছেন: হা হা এটাই তো মজা। মাঝে মাঝে বিব্রত হতে হলেও, বিষয়টা বেশ, এঞ্জয়েবল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬

আত্নভোলা বলেছেন: সেই ৭ কি ৮ বছর হবে আংকেল ডাক শুনি, ইদানিং সবে স্কুল পার করা ছেলে মেয়েরাও আংকেল বলে ডাকে...... :(

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বুঝিনাই বলেছেন: আমাকে অবশ্য ইদানিং আন্ডা-বাচ্চা টাইপ ছেলে পেলে আঙ্কেল বলে ডাকা শুরু করেছে। :(
আমার ২ বছর বয়সি ভাতিজী অবশ্য আমাকে নাম ধরে ডাকে, আর এমন আচরন করে যেন মনে হয় আমি তার ক্লোজ ফ্রেন্ড /:) /:)

১৩| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: একদিন আমার বাসার লিফট্‌-এ এক অল্পবয়স্ক ভদ্রলোকের সাথে দেখা, সালাম দিলো, বিল্ডিং-এ নতুন এসেছে। জিজ্ঞেস করলাম কই আছেন আপনি, মানে কি করেন আরকি। বলে ক্লাস টেনে পড়ি। পুরা টাস্কি খেয়ে গেলাম! আমি মনে করছিলাম জব করে হয়তো।

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বুঝিনাই বলেছেন: হা হা, উনি একেবারে আমার উল্টা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার পোস্ট।ভাল্লাগসে পড়ে ||

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বুঝিনাই বলেছেন: থাঙ্কু, থাঙ্কু B-) B-) B-)

১৫| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

গ্রাম্যবালিকা বলেছেন: ভালোই তো... :D

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বুঝিনাই বলেছেন: থাঙ্কু, থাঙ্কু B-) B-) B-)

১৬| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১ নাম্বার টায় দারুণ মজা পাইলাম।


কোচিং এর সেম ক্লাশ এর মাইয়াগুলাও আন্টি হয়া গেছে.......

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বুঝিনাই বলেছেন: কি আর করা, সবই কপাল আর কপালের নাম গোপাল :( :( :(
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

বটের ফল বলেছেন: ক্লাস টেন-এ পড়ার সময় একবার এক বড়ভাইয়ের কাছে বেড়াতে গেলাম। ভাই পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে। বিকালে ভাইয়ের বান্ধবীর সাথে পরিচয় হলো। তিনি আমাকে সালাম দিয়ে বললেন "ভাইয়া কি বিসিএস পরীক্ষা দিতে আসছেন??" বোঝেন ঠ্যালা!!!!

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

বুঝিনাই বলেছেন: আহারে, আমার অবস্থা আপনার একেবারে ঠিক উল্টা :P :P
ভাল থাকবেন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:২২

শ্যাডো ডেভিল বলেছেন: আসেন ভাই কোলাকুলি করি :(

বিব্রতকর অবস্থা ঠেকাতে প্রায়ই বলি(খুব শুকনা-পাতলা বলে) ভাই, পাকস্থলিতে ক্যানসার(Ca-Stomach) হইছে,কিচ্ছু খাইতে পারিনা, তাই এই অবস্থা....খুব তাড়াতাড়ি মারা যামু,দোয়া রাইখেন। এরপর উনারাই উল্টা মাইনকা চিপায় পড়ে :P

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

বুঝিনাই বলেছেন: হে হে, আমি আর আপনি একই নৌকার মাঝি, আপনার বুদ্ধিটা ভাল লাগসে, এখন থেকে এই পদ্ধতি প্রয়োগ করা শুরু করব :P :P :P

১৯| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

sajidboss বলেছেন: আহারে............

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

বুঝিনাই বলেছেন: আমার দুঃখে দুঃখ পাইয়েন না, বয়স হইলে ঠিক হইয়া যাইব :P :P :P

২০| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

sajidboss বলেছেন: আরি মিয়া আমি নিজের দুঃখে দুঃখী, বাচ্চা পুলাপান এখন আঙ্কেল ভাবে, রাস্তা ঘাটে দেখলে সালাম দেয় :-

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

বুঝিনাই বলেছেন: আহারে বড়ই, আপচুচ :P :P দুঃখ পাইয়েন না সবই উপরওয়ালার ইচ্ছা

২১| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

দেশটাকে আবার স্বাধীন করবো বলেছেন: :) :) :) :) :)

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩

বুঝিনাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৪৫

দুরন্ত-পথিক বলেছেন: ভাই,আপনার হাইট নিয়ে আমার সন্দেহ হচ্ছে।কারণ সবাই আপনাকে দেখে একই ভাবে অবাক হয়েছে।বলবেন কি আপনার হাইট কত? :P

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৫

বুঝিনাই বলেছেন: বর্তমানে আমার হাইট ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি, তবে স্বাস্থ্য ভালনা, রোগা পটকা বলতে পারেন :( :( , আর চেহারাটাই কেমন জানি বাচ্চা বাচ্চা।

২৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৮

আমিই মিসিরআলি বলেছেন: আমার যখন বয়স যহন ২৩,এক হালায় আমারে জিগাইছিল ''মামুর বয়স কত ৩২ অইব না ? '' #:-S #:-S
আমি ঐ হালারে একটা কথাই কইছিলাম ''ধুত ছাগল'' :| X( X((

ইমু না দিলে ভাল্লাগেনা
:-/ :-/ :P :P :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৮

বুঝিনাই বলেছেন: হা হা, আপনার অবস্থা আমার ঠিক উল্টা। আমার যখন ৩২ হবে পাবলিক হয়ত বলবে ২৩ :P :P :P
ইমু না দিলে আমারও ভাল্লাগেনা :P :P :P :P :P B-)) B-)) B-)) B-))
মন্তব্যের জন্য ধন্যবাদ

২৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা ++++++

=p~ =p~ =p~ =p~ =p~

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২০

বুঝিনাই বলেছেন: থাঙ্কু থাঙ্কু B-)) B-)) B-))

২৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

মাক্স বলেছেন: :P:P:P

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

বুঝিনাই বলেছেন: B-)) B-)) B-))

২৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

চানাচুর বলেছেন: কন্কি!! বুঝিনাই :P

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

বুঝিনাই বলেছেন: কি আর বলব, গরিবের দুঃখের শেষ নাই.... :P :P :P

২৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

চানাচুর বলেছেন: আমারও এই সমস্যা আছে একটু। তবে বাবু বাবু ড্রেস পরলে এটা বেশি হয় :( কিছুদিন আগেও এক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করলো আমি কোন ক্লাসে পড়ি। যেই না শুনলো আমি ই্উনিতে পড়ি তখনই উনি এমন এক তব্দা খেলেন যা দেখার মতো না! #:-S
রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে গেলে কিছু লোক আমাকে তুমি করে কথা বলে X(
আমি সবসময় ভাব নিয়ে থাকার চেষ্টা করি এজন্য :) যদিও লাভ হয় না।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

বুঝিনাই বলেছেন: আমি ভাব নেয়ার জন্য থুত্নির নিচে দাঁড়ি রাখা শুরু করসি.... :P
এর ফলে লেদা বাচ্চারা ইদানিং আঙ্কেল বলে ডাকে.... :P :P :P

২৮| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

তাহিতি তাবাসুম বলেছেন: মজা পেলাম পড়ে।

চানাচুর বলেছেন: আমারও এই সমস্যা আছে একটু। তবে বাবু বাবু ড্রেস পরলে এটা বেশি হয় :( কিছুদিন আগেও এক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করলো আমি কোন ক্লাসে পড়ি। যেই না শুনলো আমি ই্উনিতে পড়ি তখনই উনি এমন এক তব্দা খেলেন যা দেখার মতো না! #:-S
রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে গেলে কিছু লোক আমাকে তুমি করে কথা বলে X(
আমি সবসময় ভাব নিয়ে থাকার চেষ্টা করি এজন্য :) যদিও লাভ হয় না।

পুরা মিলে গেলো।

যদিও ব্যাপারটা বিব্রতকর কিন্তু অসুবিধার চেয়ে সুবিধা বেশী আর মজারও।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

বুঝিনাই বলেছেন: একমত, এই ব্যাপারটায় বিব্রতকর অবস্থার চেয়ে সুবিধার ব্যাপারটা বেশি।


ভাল থাকবেন।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২

খাটাস বলেছেন: মজা পেলাম পড়ে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

বুঝিনাই বলেছেন: থাঙ্কু, থাঙ্কু B-)) B-)) B-))

৩০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

চানাচুর বলেছেন: তাহিতি তাবাসসুম, আপনার সাথে আমার নামেও মিল! আপনার সাথে তো ভালোই মিল দেখা যায় আমার! B:-)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

বুঝিনাই বলেছেন: এই খুশিতে মিষ্টি খাওয়ান...... !:#P !:#P !:#P

৩১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

তাহিতি তাবাসুম বলেছেন: @চানাচুর নামে ও মিল :-* ,বলেন কি?আসলে ভালই মিল দেখা যাচ্ছে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.