![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের রানা প্লাজা ধ্বস। পিশে যাওয়া ভবনের কংক্রিট এর ভেতর থেকে আর্ত চিৎকার বাঁচা...ও।মৃত্যুপুরী থেকে মোবইলে ম্যাসেজ এসেছে "বাবা আমাকে বাঁচাও ,আমি বেঁচে আছি",ভেতরে প্রবেশ করা উদ্ধার কর্মী পৌচার পর শুনতে পেরেছে কোন অদূর থেকে ভেসে এসেছে কোন শিশুকে এতিম করে রেখে যাওয়া শাহিনাদের আর্তনাদ "আমরা ভালো আছি ,আমাদের বাঁচান ভাই" ভেসে এসেছে জীবিকার টানে ছুটে আসা কোন শিশু বা কিশোরী ভাই বোনের আর্তনাদ-"ও ভাই আমাদের বাঁচাও,কোন বোন বলেছে ভাই আমার হাত বা পা কেটে হলেও আমাকে বাঁচাও"। কোন বোন ধ্বংসস্তুপে যেভাবে পড়ে আছে ,সে নিজেই বুঝেছে তাকে উদ্ধার করা সম্ভব নয়,মায়াবী এ পৃথিবীতে আর কিছুখন আছে সে ,প্রিয়জনদের মুখটি একবার দেখতে ইচ্ছে করছে ,শেষবারের মতো একটি কথা বলতে ইচ্ছে করছে, বুকের ধন প্রিয় সন্তানটিকে একটি বার বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার ,কিন্তু তা সম্ভব না ,তাই উদ্ধারকারীদের কাছে দাবি ভাই আমার সাথে কিছুক্ষন কথা বলেননা,আর সেই উদ্ধারকরীর বাঁধ ভাঙ্গা কান্না ,তার কাছে কোন ভাষা নেই সান্তনা দেয়ার,ওহ্ খোদা কী নিদারুন পরিবেশ । আবার কোন দু:খী মায়ের ছেলে ফোন করে বলেছে "মা আমাকে বাঁচাও,আমি মৃত্যুপুরীর ভেতরেই আছি , আমার খুব পানি পিপাসা মা,আমাকে বাঁচাও"বুক ফেঁটেযায় মায়ের -কোন উপায় নেই মায়ের বাছার মুখে একটু পানি তুলে দেওয়ার,চোখের জ্বলে ভেসে মা আমার প্রার্থনা করে ও খোদা তুমি আমারে নিয়ে যাও,আমার বুকের ধ্বনকে তুমি আর কষ্ট দিওনা। সাংবাদিক ফারজানা রূপারা বার বার শোনায় আশার বানী,উদ্ধার কর্মীরা চেষ্টা করছে , তাদের জানিয়েছে (.....) সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হতে পারে। আশায় বুক বাধে অভাগা স্বজনেরা ,অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা গোটা জাতির এই বুঝি মেলল সুসংবাদ,এই বুঝি টিভিতে ব্রেকিং নিউজ এলো শাহীনাদের জীবীত উদ্ধার করা হয়েছে।
কিছু ভাই -বোন হাত-পা হারিয়ে মৃত্যুপুরী থেকে ফিরে এলেও কোন কিছু বুঝে ওঠার আগেই না ফেরার দেশে পারি জমিয়েছে বহু অভাগা। আর শাহীনারা শেষ পর্যন্ত সমস্ত স্বপ্ন ভেঙ্গে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অনাকাঙ্খিতভাবে নিরুপায় হয়ে চিরতরে বিদায় নেয় সেই প্রিয়জনদের কাছ থেকে। সবচেয়ে শক্ত মনবলের মানুষ সেনাবাহিনীও হার মানে। ধরে রাখতে পারেনি বাঁধভাঙ্গা চোখের জ্বল।
শেষ মুহর্তে উদ্ধার হচ্ছে হতভাগাদের খন্ডিত লাশের টুকরো। পঁচন ধরে যাওয়ায় এখন আর বেশি সনাক্ত করা যাচ্ছেনা কাউকে। আর মৃত্যু পুরীর বাইরে অপেক্ষমান হতভাগাদের স্বজনদের আহাজারি , শেষ পর্যন্ত জীবীত না হলেও মৃতদেহটি ফিরিয়ে দেয়ার আর্তনাদ যখন গোটা আকাশ বাতাস ভারী , তখন আমি শিরোনাম করলাম "সাভার ট্র্যাজিডি আমাদের জন্য একটা "সুখবর" ! আমার ধারনা যারা লিখাটি 'র শিরনামটি লক্ষ করেছেন হয় বলেছেন সালা একটা পাগল অথবা মনে মনে ভাবছেন সালাকে সামনে পেলে গলাটিপে ধরে খুন করতেন। যাক ভাই যাই ভাবেন কোন সমস্যা নেই। আপনারা এমন মন্তব্য না করলেও আমি আসলে এমন একটা শিরোনাম দেখলে ভিতরে লেখাটি পরার আগে এমন একটা মন্তব্য করেই আগ্রহ নিয়ে পুরো লিখাটা পরতাম বেটা আসলে বললটা কী?
আসলে ভাই যে নীর্মম ঘটনা ঘটেছে তার সমবেদনা জানানোর মতো আমার কোন ভাষা জানা নেই । আমি পরম করুনাময় আল্লাহর কাছে প্রর্থনা করি আমার যে চরম শত্রু আল্লাহ যেন তাকেও এমন মৃত্যু না দেয়। যারা এ ঘটনায় মারা গেছে আল্লাহ যেন তাদের অবশ্যই স্বর্গ দান করেন। তাদের স্বজনদের এ শোক সইবার ক্ষমতা দিয়ে দেন। নিশ্চই আল্লাহ তায়ালা স্বজনহারা সকল এতিমের সহায়ক হবেন। আহতদের কুদরতী রহমত দ্বারা সারিয়ে তুলবেন।
ভাই আমি কথাটি বলেছি একটি চিন্তাধারা থেকে,এটা আমার একটি মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ মাত্র। আমার এ চিন্তা ভুল হলে তা শুধ্রে নেয়ার উপদেশ পাওয়ার জন্য। এটা একটা সুখবর হিসেবে চিন্তা করিছি এজন্য যে , এই ঘটনাটি যদি না ঘটত,তাহলে কোন পক্ষই সচেতন হতোনা,আরো অনেক মৃত্যপুরী তৈরী করা আছে ,যেগুলোর ব্যাপারে এখন খোজ নেয়া হচ্ছে,আর সামনে যে পরিকণ্পনা ছিলো তা অবশ্যই বাতিল করা হয়েছে। এ ঘটনাকে মনে রেখে আর কোন মৃত্যুপুরী তৈরী করা হবেনা বলে এদেশের দায়িত্বশীলরা অবশ্যই সচেতন হয়েছে। আর যে সকল মৃত্যু পুরী তৈরী করা আছে তার খোজ খবর নিয়ে অবশ্যই সে গুলো গুড়িয়ে ফেলা হবে।এ ধরনের রানাপ্লাজা যদি আরএকটাও হয় তবে কিন্তু আর রক্ষা নেই । এ নির্মম ঘটনা হয়তো এ সুখবরই দিয়ে গেল , যে এঘটানটি না ঘটলে একসাথে অনেকবড় একটি বিপর্যয় আসতো । একসাথে অনেকগুলো রানাপ্লাজা ধ্বসে পড়তো । আর তখন কী পরিস্তিতী হতো কল্পনা করা যায়না। আসল সুখবরটা হলো অবশ্যই এ দেশে আর কোন রানাপ্লাজা হবেনা। তাই আর কোল খালি হতে হলোনা লাখ মায়ের । লাখো সন্তানকে আর এতিম হতে হলোনা।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
বুলবুল আহমেদ সোহেল বলেছেন: বুড়িগঙ্গার পাড়ে,
আপনার মন্তব্যটা বা আসলে উপদেশ , এর আগরে তিনটা শব্দ কি লিখেছেন,কোন ভুলের কারণে এত শুদ্ধ বানানে বকা দিলেন ঠকি বুঝে উঠতে পারলাম না। আর ভাই এমন ছদ্মনামে ,নিজেকে আড়াল করে ..................................
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭
বুড়িগঙ্গার পাড়ে বলেছেন: পৌচা, সালা, শুধ্রে....।বানানের ব্যাপারে খেয়াল রাখলে ভাল হয়।