নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ঝুম করে নামা রাতের সাথে আমার কোন কথা নেই; অবাক হওয়া সে মুখ না হয় আর ভাবলাম না; গোপনে যে জামরুল গাছের নিচে আমাদের ক্ষরণে ভেসে যেত পূরবীর হাওয়া, সে সময়কে না হয় ভুলেই গেলাম। হুল্লোড়ে নামতো বিনম্র গোধূলি যখন গামবুট পরে বিভিন্ন অচেনা আগান্তুকে ভরে যেত আমাদের ছোট শহরটি, সে শহরের নামও না হয় মনে করব না। তোমার নামের সাথে সাইকেলের টুংটাং খুব যেত আর তোমার ঠোঁটের নিচে অস্পষ্ট একটা লাল তিল ছিল সে স্মৃতিও পুরানো রেডকাউ-এর কৌটায় তুলে তাকালাম আজকের শীতল গোলার্ধের ফিনফিনে কুয়াশায়!
শুধু তোমাকে ভুলে যাওয়ার অনুসর্গ এত কিছু সমেত ডুব দিতে পারে কি! কল্পনার প্লাবন তো আরও খরস্রোতা, মনে করিয়ে দিয়ে তাই ভাবনায় নিমজ্জিত হই; যখন কুয়াশা কখনও তোমার কুন্তল!
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
সোনালী ডানার চিল বলেছেন: আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে-
শুভেচ্ছা রইল কবি!
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: একটুকরো আবেগ।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
সোনালী ডানার চিল বলেছেন: তা যা বলেছেন!
শুভেচ্ছা নিন-
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাত্র কয়েক লাইনে এক সমুদ্র আবেগ।
চমৎকার।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ সকাল-
ভালো থাকুন সবসময়
৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতার নামগুলো একটু অদ্ভুত ধরনের। আরেকটু সুন্দর হলে ভাল হয়।
০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
সোনালী ডানার চিল বলেছেন: অভিমতের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়-
৫| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এভাবেও ভাবা যায়, ভাবি নি তো!
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: বারে রকম মানুষের বারো রকম ভাবনা,
তবুও কখনও একরকমও ভাবে কয়েকজন মানুষ, কিছু মানুষ!
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৫
ইসিয়াক বলেছেন: ছোট পোষ্ট কিন্তু ভাষার ঠাস বুননে বেশ জমজমাট ।
খুব ভালো লাগলো