নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
নিকষ আধার মানে নক্ষত্রহীন বাতাস-
কয়েকটা দাগকাটা ফিকে মেঘ, দেখা যায় না যার পরিধি; শুধু অনুভবের-
এখানে মেঘ ছিল, যখন আলো ছিল অপরাহ্নের।
সেই অন্ধকারে বসে আছি। অগস্ত্য মুণির মতো দিব্যধ্যানে-
বিপরীত চোখে দেখছি মানষিক যোগাযোগ,
অতীত কামড় দিয়ে ব্যস্ত নিরেট পথে হাটা।
খসে পড়ছে মানুষের কাম-
ব্যবচ্ছেদের সালোকসংশ্লেষণে পাতা পাতা হিরন্ময়।
এ আধার হৃদয় বোঝেনি
বুকে হাত রাখা বয়সী মানুষসব,
আপেলের বীজ জমিয়েছে হিসেবের বায়ূমুখে,
যেন তড়িৎ সংক্ষেপনে নিভাতে পারে জীবনালোক।
কেউ ‘তুমি’ বলে আশা রাখেনি বৃক্ষমাস্তুলে
যখন হেরা গুহার বহি:মূখে ছয়শ’ ডানার দিব্যজ্ঞাণ
জ্যান্তকোষ ভেদ করে নিহারিকায় প্রণাদ তোলপাড়-
আমি আকাশের স্তর ভেদ করে দেখে নিই আলোকের রূপ।
আধারে বসে থাকা মানে আলোকের গভীরে ছুড়ে দেওয়া প্রহ্লাদ বাসনা।
আলোর প্রত্যাশা মানেই সবুজ কিছু বাষ্পসংকেত।
মানুষের হেরে যাওয়া মানে আদীমতম বাজীকরের নির্দয় শ্বাস;
যখন ভুলেছিল গন্ধমের মরুৎ কামনারাশি- প্রার্থণার চেয়েও সুগ্রীব!
আধারের অহংকারে অঙ্গার সেই ক্ষমাহীন কায়
না দেখা মেঘদল ছুড়ে দিলাম ঘৃণার দোলকে
প্রতিটি স্তবকে নামুক মুক্তির পয়গাম-
অশোকস্তম্ভে ফুটুক সাম্যের বিলাপ।
মানুষ তবে সম্পুরক ভাবুক মানুষের প্রভেদ-
আধার যবে বিদীর্ণ হবে নক্ষত্রের স্বচ্ছতায়।।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য-
ভালো থাকুন, শুভেচ্ছা রইল
২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা গ্রহণ করুন কবি। ++
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর কাব্যিক ভালেবাসা আপনার জন্য-
ভালো থাকুন, নিরাপদে থাকুন
৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নক্ষত্রের গায়ে আল্পনা
তবুও সময়ের হিসেবে মানুষ অসীমেরে শূণ্যে করে কল্পনা।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
সোনালী ডানার চিল বলেছেন: আপনি দারুন বলেছেন;
কল্পনা সীমাহীন, অনন্ত এবং উন্মুখ- তাই কবিতা কল্পনার কাছে হাত পেতে নক্ষত্রের আল্পনা খোজে-
শুভেচ্ছা রইল
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়
৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
সোনালী ডানার চিল বলেছেন: কবিতার মূখ্যই তো ভাষা-
তাই ভাষা সুন্দর না ভেবে উপায় নেই!
শুভকামনা রইল, পরিজন নিয়ে ভালো থাকুন
৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি- খুব ভালো লাগলো....
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে - শুভকামনা রইল; ভালো থাকুন সবসময়!
৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
ইসিয়াক বলেছেন: জীবন বয়ে চলে জীবনের নিয়মে ,
সময় এগিয়ে যায়......।
রেখে যায় কোন অচেনা চিরস্থায়ী ক্ষতচিহ্ন।
তবু জীবন বেঁচে থাকে আলোর কোমল স্পর্শে...
আঁধার কখনো পারেনা তাকে হারাতে।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
তবুও আধার আসে; জীবনে এবং পৃথিবী জুড়ে-
সময়ের রথে ভর করে। অত:পর একসময় সকালের কাছে হেরে যায়।
এটাই নিয়তি এবং নিয়ম।
ভালো থাকা হোক কবি।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মানুষ মুক্তি পাক, প্রকৃত মুক্তির স্বাদ নিয়ে গেয়ে উঠুক সাম্যের গান।
কবিতায় অনেকগুলো ভালোলাগা কবি।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
কবিতার সারসংক্ষেপ তুলে ধরার জন্য।
ভালো থাকুন, সবসময়!
৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতার মূখ্যই তো ভাষা-
তাই ভাষা সুন্দর না ভেবে উপায় নেই!
শুভকামনা রইল, পরিজন নিয়ে ভালো থাকুন
আমি কবিতা লিখতে চাই। কিন্তু পারি না। কি করবো?
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনিও তো কবিতা লেখেন; মুক্ত গদ্যের আঙ্গিকে-
কবিতা সাহিত্যের সবচে নাজুক প্রকাশ-
আপনার অবতল হৃদয়ে সে আসবেই....
১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ!
ভালো লেগেছে প্রিয় কবির কবিতা।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
আপনার কবিতার ভালোবাসা আমাদের একই সমান্তরালে এনেছে-
১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার শব্দের, উপমার কবিতা
বরাবরের মতো মুগ্ধতা।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
পাঠে কৃতজ্ঞতা।
আপনার মুগ্ধতা কবিতার প্রেরণা-
ভালো থাকুন সবসময়।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
অধীতি বলেছেন: আপনার শব্দ চয়ন আর কবিতার পঙ্কক্তিমালা ভিন্ন আবহ তৈরি করে।ভালবাসা অবিরাম।
হীরা না হেরা হবে।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে; আলাদা ভাবে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
শুভকামনা রইল-
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
জুল ভার্ন বলেছেন: আপনি পুরনো ব্লগা।
আপনার অনেকগুলো পোস্ট পড়েছি। আপনি ভালো লিখেন কিন্তু আমি আপনার সহ কারোরই লেখায় মনের মতো করে মন্তব্য করতে পারিনা সেল ফোনে লিখতে হচ্ছে তাই। আমি সেল ফোনে লিখতে অভ্যস্ত নই কিন্তু বর্তমানে বাধ্য হয়েই সেলফোন নির্ভর।
শুভ কামনা।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
আপনার মন্তব্যের চেয়ে আপনি কবিতা পড়েছেন এটা জেনে আনন্দিত হলাম।
আপনার পোষ্টও একসময় নিয়মিত পড়া হতো। দীর্ঘ একটা বিরতী আমাদের পরস্পরের পাঠ থেকে দূরে রেখেছে।
আশা করি আবার ব্লগ জমে উঠবে।
আপনার জন্যও শুভকামনা। ভালো থাকুন সবসময়-
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২১
রাইসুল সাগর বলেছেন: কে বলে তুমি আশা রাখনি বৃক্ষমাস্তুলে।
অসাধারন একটা লাইন কবি। বিশ্ব-ব্রক্ষ্মান্ডে মানুষ কেবল আশায় বাঁচে, আশায়, হাসে।
শুভেচ্ছা এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
আপনি ঠিক বলেছেন কবি- মানুষ কেবল আশায় বাচে;
তাই আশাহীন মানুষ বেচে থেকেও মৃত-
আপনার জন্যও শুভকামনা
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: বিষন্নতা এবং আবহমান জীবনকে খোঁজা বিভিন্ন আঙিকে, অনেক ভাল লাগল ।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
এক কথায় দারুন ভাবার্থ এনেছেন-
হ্যা, বিষন্নতা আর তার অবসানে আশা’র উদ্দীপনায় আমাদের জীবন বইছে।
অনেক ধন্যবাদ!
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩
রিয়েল ডেমোন বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
কেমন আছেন পরবাসী গল্পকার!
খুব ভালো লাগলো আপনাকে দেখে। আশা করি নিয়মিত হবেন-
শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি; কবিতা পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়-
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
নার্গিস জামান বলেছেন: কি সুন্দর