নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
খুব অসুস্থ্ এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা; ব্যক্তিক, পারিবারিক, সামাজিক এমন কি রাষ্ট্রীয় জীবনেও এই অস্থিরতার ব্যতয় নেই। সবাই যেন কেমন অচেনা, সবাই যেন ঘোরলাগা এক গ্রহণের মধ্যে ছুটে চলেছে-
ফেসবুকে আসলে এই তান্তবের হিসাব হাতে কলমে পাওয়া যায়। মানুষের অস্থিরতা, তার আলোচিত হওয়ার আকাংখা, নিজেকে খুলে দেখানোর আপাত: হাস্যকর কার্যকালাপ আর পরস্পর পরস্পরের দিকে অদৃশ্য আঙুল তুলে জানান দেবার মকশো, যেন মানুষে আর মানুষ নেই!
আমি জানি, এসব সমাজের একটি অংশবিশেষের কার্যকালাপ, যারা মোটাদাগে ভালো আছে, কিংবা মোটা অংকের জৌলুসের জাজিমে অতৃপ্ত হয়ে ঘুমায়। খুব ইচ্ছে করে, এই ভার্চুয়াল জগতের বাইরে তাদের প্রত্যাহিত জীবন-যাপনে একটু উকি দেই! কতটা শোভিত তাদের নিদ্রা আর মুখোসে ঢাকা ছদ্মবেশের আডালে কেমন তারা দেখতে তা জানতে খুব ইচ্ছে হয়! যেন শুধু দৌড়, যেন শুধু মেলে ধরা- যেন চকচকে ঠমকের আর কোন সূর্যাস্থ নেই- থমকে আছে সময়ের বিচিত্ররথ।
অথচ এই সবের বাইরে আছে অন্য এক পৃথিবী, অন্য সব মানুষেরা। যারা মাথা নিচু করে হাটে, চোখে বাইফোকাল লাগিয়ে হাতডে খোজে সততার আস্তিন- মধ্যরাতে ঘুম ভেঙে গেলে, জানালা দিয়ে পূর্ণিমা দেখে বলে উঠে: আহা, বেচে আছি এই অপার্থিব জোছনায় এটাই কি সবচে বড় সৌভাগ্য নয়!
মানুষ ক্রমন্বয়ে আর কতটা দৌড়ুলে বিজয়ী হবে এই রঙিন প্রতিযোগিতায়! কতটা পেরুনোর পর ঢেকুর তুলে বলবে, এবার একটু চোখ বুজে বিশ্রাম নেই!
নাকি, এই অসুস্থ্ প্রতিযোগিতার সমাপ্তি শুধুই অনন্ত বিশ্রাম, মৃত্যুরেখা; যেখানে কেউ কারো দেখার নেই, দেখাবার নেই!
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি-
পোষ্ট পড়ার জন্য। ভালো থাকুন সবসময়!
২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
হাবিব বলেছেন: আসলেই তাই, নিজেকে বড় করে দেখানোর জন্য মানুষের চেষ্টার যেন অন্ত নেই
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
খুব চোখে লাগে- ফেসবুকে ঢুকলে যেন বমি পাই!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ-
৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২
ইসিয়াক বলেছেন:
হরিশচন্দ্র মিত্র
===============
মহামূল্য পরিচ্ছদ, রতন ভূষণ,
নরের মহত্ত্ব নারে করিতে বর্ধন।
জ্ঞান-পরিচ্ছদ, আর ধর্ম-অলঙ্কার,
করে মাত্র মানুষের মহত্ত্ব বিস্তার।
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
দারুন কবিতার উদ্ধৃতি টেনে এনেছেন।
এটাই সত্যি-
আপনাকে অনেক ধন্যবাদ!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবি !!++
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়
৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল
৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: তীব্র ভক্তি করবে নাশ/ শোন রে মনা সাধুর উক্তি/ নেরে বেছে বনবাস/ মিলবে মুক্তি আন্ধার হইলে/ দিনে কষ্ট সাধনায়/ মাটিত শুইলে সত্য কইলে/ সাঙ্গ সকল কামনায়।।
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, গানের কথা ঠিকমতো বুঝে উঠতে পারলাম না।
আমার এই অপারগতা আশা করছি মার্জনা পাবে!!
৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
কিরমানী লিটন বলেছেন: এককথায় অসাধারণ লিখেছেন কবি- মুগ্ধতা অপার+++++
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়-
৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মনিরা সুলতানা বলেছেন: এই অসুস্থ্ প্রতিযোগিতার সমাপ্তি শুধুই অনন্ত বিশ্রাম, মৃত্যুরেখা; যেখানে কেউ কারো দেখার নেই, দেখাবার নেই
আমার তো মনে হয় সত্যি ই তাই অনন্ত বিশ্রামেই এর সমাপ্তি।
বেশ লেখা। ভালোলাগা ।
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
রকম-ফেরে তো মনে হয় এর কোন বিরতী নেই;
তবুও সবার সুচেতনার উদয় হোক- শুভ হোক, সুন্দর হোক!
শুভেচ্ছা রইল, ভালো থাকুন
৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১
নেক্সাস বলেছেন: মুক্ত গদ্য সাহিত্যের একটা দারুন শাখা। আপনি যেহতু কবি তাই আপনার হাতে মুক্তগদ্য গুলো শবদের মাধুর্যে অসাধারণ হয়ে উঠে। আপনার মনোলগ দারুন লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
হ্যা, লেখালেখির ভেতর নিরীক্ষা আমাকে বরাবরই টানে-
মুক্তগদ্য বেশ লিখছি এখন।
আপনার বাবা’ কবিতাটি পডেছি, মুগ্ধ হয়েছি।
আশা করি লেখাটা এখন ব্লগে নিয়মিত করা যাবে।
আপনি ছবি পোষ্ট করুন, আপনার ছবির আমি খুব ভক্ত।
শুভকামনা ভাই
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
মিরোরডডল বলেছেন: খুবই ভালো লিখেছেন ।
মনে হল আমার মনের কথা ।
What you wrote in fourth para is absolutely truth and beautiful!!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ দারুন মন্তব্যের জন্য-
হয়ত এভাবেও কেউ কেউ ভাববে;
ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
নার্গিস জামান বলেছেন: অদ্ভুত সুন্দর