নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পাপদ্বয়ের সাথে কথোপকথন

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫



সেদিন সন্ধ্যায় দু’টো পাপ এসেছিল নিরবে
হামাগুড়ি দিয়ে;
আমি তাদের দেখিনি,
তবে কথোপকথনের ফিসফিস হলকায়
আমি উষ্ণতা আর গন্ধমের অপার্থিব ঘ্রাণ
পেয়েছিলাম পুরোটা সময়ভর।

একটি পাপ কিছুটা সময় চাইলো,
অন্য পাপটি বিবশ রইল শুনশান নিরবতায়-
সুখ আর যাতনার অভূতপূর্ব শিহরনে সে
মুছে ফেলতে চাইলো পারিপার্শ্বিক কোলাহল;
কৈফিয়াতের স্বরে বললো:
স্নায়ু এবং কল্পলোকের মাত্রাবিন্যাসে আমার দাহন।
রতি এবং বিপরীত কামনার মোহাচ্ছন্ন যজ্ঞে আমার অধিষ্ঠান-
তোমাকে দিতে পারি সর্বোচ্চ সুখের প্রমোদ নিকেতনের খোজ!
তার কথা শেষ হলে আমি প্রশ্ন করলাম: অত:পর কি!
ক্ষরণ প্রমাদের পর আমার জন্য কি অবশিষ্ট রইবে-
অস্ফূটস্বরে সে বললো- আত্মগ্লানি!

আমি এবার অন্য পাপটির মনোযোগ আকর্ষন করে তার বক্তব্য শুনতে উৎসাহী হলাম-
দ্বিতীয় পাপটি কিছুটা যান্ত্রিক স্বরে আমাকে বললো:
বৈভব এবং সম্পদের মধ্যেই মানবজীবনের তাবৎ সফলতা-
তোমার গ্রীবা সমুদয় জগতের মহিরুহ হয়ে ছড়ি ঘুরাবে উদয়াচল এবং অস্তাচলে;
চোখের দূরবীনে তুমি হারুত আর মারুতের নিষিদ্ধ মুদ্রায় শাসন করবে জীবনকাল!
ক্ষমতার উষ্ণীষ তোমাকে দেবে কাঙ্খিত আড়ম্বর-
ঐশ্বর্য্যই পরম এবং প্রগাঢ় প্রাপ্তি!

কথোপকথন শেষে নেমে এলো আশ্চর্য নির্জনতা আবার।
আমি ম্লান হেসে পাপদ্বয়ের কাছে আমার অন্তিম প্রশ্ন ছুড়লাম:
অথচ আমি অমর হতে চেয়েছি-
আমি অঙ্কের ছক কাটিয়ে বার্ধক্যের চামড়ায় বুলাতে চাই অবিনশ্বর শ্বেতপল্লব!

আমি অনুভব করলাম, আমার ঘরে আর কেউ নেই।
অক্ষম পাপদ্বয় নিজেদের অক্ষমতা ঢেকে চলে গিয়েছে নিরবে।।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো।
নতুন বছরের শুভেচ্ছা রইলো। ;)

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভেচ্ছা রইল-

২| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: চমৎকার প্রকাশ।
শুভ নববর্ষ ।

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
শুভ নববর্ষ কবি।
ভালো থাকুন সবসময়-

৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, আপনার কবিতায় এক৷ সুবাস আছে যা হৃদয়ের গহীন ও গোপন সুতো বেয়ে কবিতার ভেতর সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়ে। +

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:

মন্তব্য এবং পাঠে কৃতজ্ঞতা ভাই।
আমি সবসময় কবিতায় কিছু বলার চেষ্টা করেছি।
দোয়া করবেন।
ভালো থাকুন সবসময়, নিরন্তর শুভেচ্ছা

৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: সুন্দর অনুভব, মুগ্ধ হলাম পড়ে ।

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়-

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

সোহানী বলেছেন: চমৎকার........

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ-
ভালো থাকুন সবসময়!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে।
আমি পাপ জমাই।

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
পাপের সক্ষমতা শুধুই ক্ষয়ের-
পূর্ণ্যের আরাধনায় সজীব হতে পারে জীবন, জগৎ-

৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৬

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবি কয়েকবার পড়েছি,
ভাল একটি সন্তান জন্মদিলেন কলমের কালি থেকে
ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে-
শুভকামনা রইল!

৮| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার কবিতায় ভাপার ধোঁয়া ছড়ানো মুগ্ধতা !

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্যও শুভেচ্ছা-
আশা করি ভালো আছেন; অনেক ধন্যবাদ!

৯| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে অন্যরকম বোধের কবিতা।
তবে বেশি ভাললাগেনি।

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
অন্যরকম বোধের কবিতা সবসময় ভালো লাগে না;
হয়ত বিশেষ কোন সময়ে কবিতাটি আপনার মনে হতেও পারে-
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারণ!
মুগ্ধতা রয়েই গেল

++++

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ। আপনার মুগ্ধতা আমার কবিতা লেখার অনুপ্রেরণা-
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়!

১১| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

শের শায়রী বলেছেন: আমারো খুব ইচ্ছা হয় আপনাদের মত শব্দের পিঠে শব্দ বসিয়ে কথা মালা সাজিয়ে কবিতা লিখতে, কেন পারিনা বলেন তো ভাই? কবিতায় ভালো লাগা।

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা ভাই-
শব্দর পর শব্দ সাজিয়ে কবিতা হয় কিনা জানিনা, তবে নিজের ভেতরটা একটু হলেও উগরাতে পারা যায়!

আপনার মতো পড়াশুনা থাকলে হয়ত, অনেক বিশ্লেষণ করতে পারতাম- অজানা এবং রহস্যময় বিষয়;
শুভকামনা, ভালো থাকুন সবসময়-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.