নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুত থেকো হে!

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০২

এখানে পাহাড় পাথুরে নয় তাই সাগর দেখি-
ঝুলে আছে আসমান দিগন্ত ব্যাপি, যেন নীল সমুদ্রে মুখ রেখে পান করছে হয়রান ড্রাগন;

যদিও নাপাম বোমা আজ কষ্টকল্পনা আর চেরানোবিলের ধ্বংসাবশেষ
থেকে জাতিস্মর ফিনিক্স পাখা উড়িয়েছে মধ্য এশিয়ার তীর্যক বাঁকে;
ক্ষয়ে যাওয়া ইতিহাস তড়পাচ্ছে সামুদের ফসিলে-
বিভক্ত মৃত সাগরে পড়ে আছে রক্তচক্ষু থার্ডটেম্পলের বিশদ ত্রিকোণ।

আমাদের হৃদয় মরে গেছে, তাই ফিশিংরডে বাধছি সার্ডিনের অস্থি;
বিভিন্ন পতাকা সন্নিবেশ করে জলপাইয়ের পাতায় লিখছি শান্তির স্বস্ত্বিকা-

সময় দৌড়ুচ্ছে শামদেশের সীমানা পেরিয়ে আরো পশ্চিমে
বাইদা'র মাটিধ্বসের গভীরে অপেক্ষা করছে আরো একটি অশরীরী,
অক্ষাংশের মাঝ বরাবর বেখবর মরুভূমিতে ঝুলছে রাজত্বের প্রলোভন-
আসহাবে কাহফ জেগে উঠলো বলে!

এখানে পাহাড়ে বরফ নেই তাই আমার হান্টিং বুটে জড়াচ্ছে সবুজ গুল্মের পরাগ,
দূরে মাঝারি আকারের তিনটি খরগোশ খেলা করছে নির্বিঘ্নে, সড়কে নামছে বিকেলের পটাশিয়াম-

তোমার জীবন মহামারী থেকে পরিভ্রমণরত ভ্যাকসিনের সুঁইয়ে-
তোমার জীবন নিরাশার ছায়াতে আঙুরের রস খায়; অথচ সময় নিখুঁত
পরিক্রমায় পেরুচ্ছে শাতিল আরব; দামেস্কের সাদা মিনারে নেমে আসছে মসিহ
আর যখন ডায়ানামোর মতো শুষে নেবেন প্রতিকণা ইউরেনিয়াম-
তখন তুমি প্রস্তুত থেকো হে!

আইল অফ শেফি
২৬/০৫/২০২১

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: চারিদিকে প্রেম ভালোবাসার কবিতার ভিড়ে আপনার কবিতাখানি ভালো লাগলো।

২| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার শব্দচয়ন।

৩| ২৮ শে মে, ২০২৩ ভোর ৬:০৬

সামরিন হক বলেছেন: বার বার পড়তে ইচ্ছে হওয়ার মত লেখা ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.