নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আমার যদি ক্লদ মনেটের মতো একটি বাগান থাকতো-
হাওয়াব্রিজ আর পদ্মফুলের জলটলমল সরোবর!
আমার যদি ফুল আর পাখির পৃথক পরাগায়নের
অন্তর্গত সক্ষমতা বোঝার বিশেষ দৃষ্টি থাকতো-
অন্তহীন!
রমণীয় প্রচ্ছদের আয়তকার ক্যানভাসে শুধু গ্রীষ্মমন্ডলীয় জলদের সাথে যদি খেলে যেত গৌরিক
ককেসাস অনুগ্রহ-
আমি যদি তরুনী ময়ূরীর পেখমের তুলিতে ফুটাতে পারতাম অনুগ্রহের জলরঙা শিশির!
তুমি বলতে পারো, শ্রেণীবৈষম্যের এই বন্ধ্যাসময়ে ক্লদ মনেট বাহুল্যের সেমিকোলন;
অথবা, একটি বাসগৃহ অনেক বেশী আকাঙ্খীত, সবুজাভাব বাগানের পরিমার্জনায়!
যেন আকাশে শুধু বিচ্ছিন্ন চাদ উঠেছে নক্ষত্রের বিপরীতে, সৌধ এবং সমাপ্তির বিন্যাসে-
আহা, আমার যদি একটি ক্লদ মনেটের মতো ঘর থাকতো, নির্জন এবং মুখর-
সবুজ এবং মানবিক; হাওয়াব্রীজের মুখোমুখি, দানব জাতাকলের জলজ উথ্থানে;
দেখ, বৈষম্য একরকম সৌন্দর্য্যের তারতম্য এনে দেয়;
শুধু সাদা বরফ দেখছি বলে, মাটি এতটা মানবিক-
মহৎ শিল্পী অশ্রু আকতে পারতেন বলেই সে আমার
ইর্ষার প্রতিরুপ; যেহেতু কবিতায় আমি কখনও ক্রন্দন
আকতে পারিনি- শব্দের ভোজবাজীতে!
পৃথিবী ক্রমশ কদাকার হয়ে উঠছে বলেই আমি মনেটের তুলির খোজ করছি-
অশুদ্ধ জলজে ভরে গিয়েছে সমুদ্র-নদী তাই পদ্মপূকুরে আমি আকাঙ্খা ফেলছি ব্যাপক;
স্বস্তির বাড়ীঘরে ভিন্ন বসতী বলেই মনেটের নির্জন বাড়ীটি আমার স্বপ্নের উদ্ভাস-
যদিও আমি একঠোঙা কাঠবাদাম হাতে- চানখারপুল পার হচ্ছি!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: Oscar-Claude Monet (Nov 14, 1840 - Dec 5, 1926) is one of the most famous Western painters of all time. The founder of Impressionist painting, creator of the iconic Water Lilies series, and a symbol of French painting, Monet is a household nam।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কি চমৎকার কথা গুলো। প্রতিটি লাইন সুন্দর গোছানো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, শুভেচ্ছা রইলো।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: কবিতার কথাগুলো ভালো লেগেছে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৫
শ্রাবণধারা বলেছেন: সুন্দর কবিতা। ক্লদ মনেটের এই ছবিটা বহুল পরিচিত, অনেকটা ভ্যানগগের স্টারি নাইটের মত। কিন্তু সেই ছবি নিয়ে এমন সুন্দর কবিতা আগে পরিনি। মুগ্ধতা জানিয়ে গেলাম।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
এম ডি মুসা বলেছেন: অসাধারণ কবিতা
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো আবেদন। কাব্যে গভীরতা ভালো লেগেছে+
তবে ক্লদ মানে যদি বলতেন। জানিনা ক্লেদ লিখতে গিয়ে ক্লদ লিখেছেন কিনা।
মনেটের অর্থটিও জানার আবেদন করছি।
গৌরিক না লিখে গৈরিক বলা যায় কিনা ভাবতে বলবো।
তরুণী, প্রতিরূপ, আঁকা, চাঁদ, খোঁজ, পদ্মপুকুর প্রভৃতি বানানগুলোকে আরেকবার দেখতেও অনুরোধ রইলো।