নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

০৬ ই এপ্রিল, ২০২৪ ভোর ৫:২৪



হে আসমান আর জমিনের প্রভূ
আশা আর উদ্দীপনায় তোমাকে স্মরণ
শোক আর ব্যথায় তোমার নামে যে উপশম তারও
গভীরে অনুভবে আর প্রায়শ্চিত্বে তোমার শেখানো ভাষায় আমার নতজানু কৃতজ্ঞতা-

হে মহাকাশের বিধাতা, অগ্র আর পশ্চাত্যের স্রষ্টা
জ্ঞান, ঐশ্বর্যের পরম্পরায় অপ্রতিরোধ্য আলোক-
আমাদের জীবন আর মৃত্যুর মাঝে এই যে সমায়ানুপাত
সেখানে জান্তব মননও চিহ্ন খুঁজে ফেরে সেখানে কিছুক্ষণ প্রার্থনার সুশীতল ছায়ায় তোমারই অনুগ্রহ তালাশ;
এটাই যদি নিয়তি হয় তবে আর সৌভাগ্যবান কে থাকে বিবেচনায়!

হে মহাসাগর আর পর্বতসমুহের অধিকর্তা
আমার অনাবাদী হৃদপিন্ডে বড় বেশি ময়ূখশাসন
প্রলোভন আর কামনার জিন্জিরে বেয়ানট খোঁচা চাইছি-
অশ্রুজলে পুণ্যের বিনিয়োগ মেনে, অন্ধকারে-
স্মিতহাসি মার্জনার সমান ভেবে ভেবে,
ভোরে একটু আলো একটু শীতলতায়-
শরীর ডুবিয়ে বলতে পারছি:
সবই তোমার ক্রোধ খেয়ে ফেলে, বিপরীতে তোমার ক্ষমা!

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:০৪

অহরহ বলেছেন: জমিনের প্রভু কে? আপনার আল্যা????

২| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৪

নজসু বলেছেন:


সুন্দর।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৫

পুরানমানব বলেছেন: অহরহ বলেছেন: জমিনের প্রভু কে? আপনার আল্যা????
জনাব , আল্যা বলিয়া কোনো শব্দ নাই। আপনি মনে হইতেছে পোলিও টিকা গ্রহণ করেন নাই।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৬

পুরানমানব বলেছেন: অনেক সুন্দর হইয়াছে জনাব কবিতাখানি। ভালোবাসা দিয়া গেলাম।

৫| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২১

BM Khalid Hasan বলেছেন: অনেক ভাল লিখেছেন। আপনার লেখার মাঝে পুরনো সময়ের লেখকদের মত বিস্তৃত ভাবনা দেখা যাচ্ছে। পৃথিবীতে বেঁচে থাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ‘বিশ্বাস।’ বিশ্বাস আমাদেরকে আশা দেয়, বিচারের চিন্তা আমাদের ভাল কারাপের তফাত অনুধাবণ করায়।

৬| ০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.