![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল ফালাহ প্রেসে অভিযান: আমার দেশ’র ৫ হাজার কপি জব্ধ, আটক ১৯।
কোন ব্লগার তো দেখলাম না কোন পোস্ট দিতে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শনিবার রাত দশটা থেকে সাড়ে বারটা পর্যন্ত আল ফালাহ প্রেসে অভিযান চালানো হয়। এ সময় আমার দেশ পত্রিকার ১৪ এপ্রিলের প্রকাশিত ৫ হাজার ১ কপি ও ১৩ এপ্রিলের ৩৩ কপি জব্ধ করা হয়। এছাড়া প্রেস থেকে ১২টি প্রিন্টিং প্লেটও জব্ধ করা হয়। অভিযানস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়েছে।”
এ ব্যাপারে প্রেসটির ব্যবস্থাপক খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, “আমি জানতাম, আমার দেশ কর্তৃপক্ষ আমাদের প্রেসে তাদের পত্রিকা ছাপানোর অনুমতি নিয়েছে। তাই পত্রিকাটি ছাপানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে।”
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
বিডি আমিনুর বলেছেন: এত দিন যে সব চুসিল বাক স্বাধীনতা করতে করতে মুখে ফেনা তুলে ফেলায় ছিল সে সব চুসিল গুলো আজ কৈ?
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
নিবিড় এখন বলেছেন: হুম
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
সত্য কথা বলি বলেছেন: ধুর মিয়া ! কোন আইনে কী দেশ চলে নাকি ! দেশতো চলে তেনাদের....... (বলে বিপদে পড়ার ইচ্ছা নাই।যেহেতু কোন দল করিনা, পরে কেউ ছাড়ায়া আনবোনা।)
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
নিবিড় এখন বলেছেন: হাচা কথা কইছেন.
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
দিশার বলেছেন: প্রেস টা যে "দৈনিক সংগ্রাম" এর এটা কি কিচ্ছা করে এড়ায়ে গেলেন পোস্ট য়ে ?
আইন জেনে কথা বলেন। এক পত্রিকা অন্য পত্রিকার প্রেস থেকে ছাপানো বেআইনি। পত্রিকার নিবন্ধন এর সাথে সাথে প্রেস ও নিবন্ধন করাতে হয়। জামাত তোষণ আর কত করবেন?
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
নিবিড় এখন বলেছেন: তার আগে বলেন কোন কারনে আমার দেশ র অফিস এ রকম করলো। কেন এত তল্লাশী।আমার দেশ র অফিস কি কোন সন্তাসীর অফিস নাকি। মাহমুদুর রহমান যদি দোষ করে তার বিচার হবে। বাকশালী তোষামোদ আর কত করবেন, এবার থামেন।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
দিশার বলেছেন: তার আগে কেন বলব? আপনে আইন জানতে পোস্ট করসেন আপনারে আইন জানাইলাম"আমার দেশ" বেবহার করে দেশ য়ে দাঙ্গা ফেসাদ লাগাচ্ছে মাহমুদুর। তাই তল্লাশি হইসে। যারা জামাত পসন্দ, তাদের জন্য বাংলাদেশ না . জামাত এর কেন্দ্রীয় অফিস যে দেশে ওই দেশে চলে যাওয়া ভালো .
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
নিবিড় এখন বলেছেন: ঠিক আছে আপনার কথা মানলাম। তো একটা কথা বাকশালী দের যে ঘাড় তেড়া আবার ও প্রমান।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
দুরন্ত-পথিক বলেছেন: বাকশাল কে স্বাগতম জানাই
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
আলতামাশ বলেছেন: বেশী বুঝতে চাইয়েন না।
যেকোন সময় রক্ষী বাহিনীর ব্লগাররা আপনার উপর সাড়াশি আক্রমণ চালাতে পারে
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
দিশার বলেছেন: ফটিক ছড়ি তে যারা, কোরান এর আলো ঘরে ঘরে জ্বালো ,স্লোগান দিতে দিতে মানুষ পিটিয়ে মারল এরা কারা ! আলতামাস ? "আসল" মুসলিম না নিশ্চই ?
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
মেকগাইভার বলেছেন: বাকশাল জিন্দাবাদ।
গনতন্ত্র মু্র্দাবাদ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২
সত্য কথা বলি বলেছেন: @দিশার ঃ আইনতো ভালোই বুঝেন ! আমার দেশ কি নিষিদ্ধ ?
কোন আইনে আমার দেশের ছাপাখানায় তালা দিয়েছে, বলেন ?
সত্য কথা বললেই জামাত-শিবির ! ছাগলের মত ম্যা..ম্যা..
ছাড়া আর কিছুই জানা নেই। জামাত-শিবির রাজনীতি করে, আমরা কোন রাজনীতি করিনা। আমার দেশ নাস্তিক-মুরতাদদের মুখোশ উন্মোচন করে দিয়েছে, তাই এই অবস্থা। কই, নয়া দিগন্ত তো করলনা ! অথচ এটা জামাতের পত্রিকা !
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
সত্য কথা বলি বলেছেন: @দিশার ঃ ফটিকছড়ির ঘটনা নিয়েতো আপনাদের মিডিয়াগুলো তেমন কিছুই বলছেনা ! ফটিকছড়িতে ক্ষমতা দেখাতে গিয়ে ঠিকমতোই গণধোলাই খেয়েছে। বাংলার মানুষ জেগে উঠেছে। আর কতদিন বন্দুকের নলের ভয় দেখাবেন ? গত সোয়া ৪ বছরে কত হাজার মানুষ খুন করেছে ধর্মনিরপেক্ষতাবাদী শান্তিবাদীরা(!) ?
মুখে ওম শান্তি ওম,
মারে শুধু বোম।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
হ্যারিয়ার টু বলেছেন: আমারদেশ কে পত্রিকা না বলে জামাত দলীয় লিফলেট বলাই ভাল!
জামাতী প্রেসের প্রডাক্ট
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
আশিকুর রহমান ১ বলেছেন: দ্যাট ইজ বাকশাল ল! ডিজিটাল রূপে সেই পুরনো বাকশাল।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
দিশার বলেছেন: কোরানের আলো ঘরে ঘরে জ্বালো কাদের স্লোগান? কারা এই স্লোগান দিয়ে মানুষ পিটিয়ে মারলো ফটিকছড়ি তে ? কোন আলো জ্বালাতে চাচ্ছেন বাংলাদেশ য়ে ? আফগানিস্থান এর ?
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: কোন আইন না থাকলে স্প্যাশাল আইনে আমারদেশ ব্যন করা হউক।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮
সুন্দর সমর বলেছেন: আলতামাশ বলেছেন: বেশী বুঝতে চাইয়েন না।
যেকোন সময় রক্ষী বাহিনীর ব্লগাররা আপনার উপর সাড়াশি আক্রমণ চালাতে পারে
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
নিয়েল হিমু বলেছেন: আপনার কি মনে হয় কোন আঈনে বন্ধ হল ? আগে আপনার মত দিন দেখি
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
বিশ্বাস০০৭ বলেছেন: হাম্বার দেশ বন্ধ করে দেয়া হউক । মানুমুদুর রহমানকে ডিম থেরাপি দেয়া হউক
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
বিশ্বাস০০৭ বলেছেন: হাম্বার দেশ বন্ধ করে দেয়া হউক । মানুমুদুর রহমানকে ডিম থেরাপি দেয়া হউক
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
আস্তবাবা বলেছেন: আপনি কোন দেশে আছেন জানেন কি?
এই দেশে আইন নয় একজন নেত্রীর কথায় দেশ চলে। আইন আদালত সরকার প্রশাসন সব তাকে মোসাহেবি করে চলে