নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবনা মরে যাইনি বলে বেঁচে আছি
বেঁচে থাকার শর্তগুলো বিলুপ্ত প্রায়
জন জীবনের কাতারে দাঁড়িয়ে দেখি শূন্য আকাশ
প্রাণ খুলে চিৎকারে ভয় হিংস্র শ্বাপদের চোখ
জ্বল জ্বল চারিদিক ঘিরে আসে
বেঁচে থাকার পরিসর ক্রমাগত ছোট হতে থাকে।
গুহাবাসী মানুষগুলো অন্ধকারে জড়সড়
অগ্নিকুণ্ডে বার বার কাঠের যোগান দিয়ে যায়
একটি দাবানলের জিঘাংসা বুকের মাঝে ধুক পুক জ্বলে।
ভেবনা বাঁচতে পারিনি বলে মরে গেছি।
©somewhere in net ltd.