নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

২৫ জানুয়ারি: শান্তিময় স্বদেশের প্রত্যাশা

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১

একটি বছর শান্ত পরিবেশে শেষ হতে না হতে আরেকটি অস্থির বছর শুরু হলো। দেশের মেহনতি মানুষ রাজনীতি বুঝে না, কিন্তু তারা চায় নিজেদের রুটি রোজগারের অধিকার। তারা সকলেই সক্রিয় রাজনীতিতে যুক্ত নয়, কিন্তু তারা চায় স্বদেশের প্রতি দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব।


দেশের জনগণের একটি বড় অংশ নিজেকে নিরপেক্ষ হিসেবে পরিচয় দিতে ভালোবাসে, কারণ তারা রাজনীতির বর্তমান প্র্যাকটিসকে পছন্দ করে না। হয়তো তারা বর্তমান প্রতিহিংসার রাজনীতিতে বিরক্ত অথবা আশাহীন। তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে পরিচয় দিতে চায় না। তাদের একটি অংশ হয়তো ভোটও দেয় না। আরেকটি অংশ ভোট দেয়, কিন্তু ঠিক পূর্বের রাতে সিদ্ধান্ত নেয় কাকে তারা ভোট দেবে।

দেশের নেতৃবৃন্দের উচিত জনগণের ওই অংশটিকে নিজেদের পক্ষে নিয়ে আসা। এজন্যই দরকার জনমুখী রাজনীতির।

অথচ দেশের রাজনৈতিক শক্তির একটি পক্ষ নির্ভর করে আছে আইন প্রয়োগকারী সংস্থার ওপর, অন্য পক্ষটি নির্ভর করে আছে স্ট্রিট আরচিন বা রাস্তার টোকাইদের ওপর, যেন হরতাল অবরোধে তাদের অংশগ্রহণ পাওয়া যায়। তারা একে অন্যকে নিশ্চিহ্ন করার জন্য সব শক্তি প্রয়োগ করছে। সরল বাংলায় একে বলা হয় প্রতিহিংসার রাজনীতি। এই কালচারে কখনও রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি হবে না। আর সাধারণ মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ ছাড়া কোন রাজনৈতিক শক্তি স্থায়িভাবে কিছু করতে পারবে না।

এজন্যই প্রয়োজন এমন রাজনীতির, যা দেশের শান্ত সুশীল এবং শান্তিপ্রিয মানুষকে আকর্ষণ করতে পারবে। তবেই গঠিত হবে একটি শান্তিময় স্বদেশ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: সহমত। আমাদের গনমুখী রাজনীতি প্রয়োজন।


আপনার ব্লগে প্রথম মন্তব্যপ্রথম প্লাস দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে রইলাম। B-) B-))

সামুর আঙিনায় স্বাগতম :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

বিদগ্ধ বলেছেন:



হাহাহাহা.... ধন্যবাদ। কিন্তু ইতিহাস বলে তো মাথা আউলাইয়া দিলেন.... কার ইতিহাস... কোন সালের... কাদের লেখা ইতিহাস B-)

স্বাগতম পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

আমি তুমি আমরা বলেছেন: আপনার ব্লগের ইতিহাসের পাতায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

বিদগ্ধ বলেছেন: ওয়াও........... ধইন্যা লইয়েন যে!

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর গোছানো, পরিপাটি বক্তব্য, যার সাথে, বিশেষ করে শেষ বাক্য দুটোর সাথে পুরোপুরি একমত।
এই ব্লগে আপনাকে বিলম্বিত স্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ শান্তিময়, নিরাপদ আর আনন্দদায়ক হোক!

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

বিদগ্ধ বলেছেন: কী আন্তরিক প্রতিক্রিয়া! সত্য যে কঠিন, শুধু তা নয়, অপ্রিয়ও বটে। অপ্রিয় বক্তব্যে কেউ সাড়া দেয় না। না দিলেও এটি সত্যই থাকে। আপনার বিলম্ব হয় নি। স্বাগতম কখনও বিলম্বিত হতে পারে না। অনেক ধন্যবাদ। আপনার জন্যও একই শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.