নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার/পাঠক ভাই ও বোনেরা! শান্তিময় স্বদেশের প্রত্যাশা নিয়ে সামুতে প্রবেশ করলাম....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

প্রিয় ব্লগার ও পাঠক ভাইবোনেরা....



দগ্ধ স্বদেশে আপনারা কেমন আছেন আর জানতে চাই না। শুধু জানিয়ে যেতে চাই যে, আজ ১০ই ফ্রেব্রুয়ারি ২ হাজার ১৫ খ্রিষ্টাব্দে আমি সামহোয়্যারইন ব্লগের (সামু) প্রথম পাতায় প্রবেশ করলাম।





দগ্ধ হয়ে সামুর দরজায় এসে কড়ানেড়ে বললাম, "আমি একটি শান্তিময় স্বদেশের প্রত্যাশা করছি। আমি দগ্ধ। কঠিন ও নিষ্ঠুর সত্যের দাহে আমি দগ্ধ। আমাকে প্রবেশ করতে দিন। " আর সামু আমাকে প্রবেশ করতে দিলো।







রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে ঘৃণা আর প্রতিহিংসা আর ক্ষমতালোভের আগুনে স্বজাতি-সমেত প্রজ্জলিত হয়ে এখানে এসে কিছুক্ষণ শীতল হতে চাই। সামুর শীতল হাওয়ায় বলতে চাই, আমি শান্তি চাই। আমি চাই, যারা স্বদেশ গঠনের কথা বলে, জনসেবার কথা বলে, তারা যেন সকলে জনস্বার্থে অগ্নিসংযোগ ও জ্বালানি সরবরাহ বন্ধ করেন।





আমার বিশ্বাস ব্লগার ও পাঠক হিসেবে সকলেই চান, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। প্রিয় স্বদেশে আবারও লাগুক উন্নয়নের হাওয়া। পরাজিতরা পরাজিতই থাকুক, জেগে না ওঠুক কোন সুবিধাবাদির আহ্ববানে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

নিলু বলেছেন: শুরুর বানী ভালই মনে হচ্ছে , তাই শুভেচ্ছা / স্বাগতম জানালাম , তবে যার সব ভালো যার শেষ ভালো , লিখতে থাকুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

বিদগ্ধ বলেছেন: নতুনকে সন্দেহ করা উভয়ের জন্যই মঙ্গল। ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

তুষার কাব্য বলেছেন: আপনার শান্তিময় স্বদেশের স্বপ্ন দ্রুত পূরণ হোক ।ব্লগে স্বাগতম ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

বিদগ্ধ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: শুভেচ্ছা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: শান্তিময় স্বদেশ সবারই চাওয়া।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

বিদগ্ধ বলেছেন: হুম। কোন সময় চাওয়াটুকু একটু তীব্র হওয়া জরুরি, যেন পাইতে বেশি অপেক্ষা করতে না হয়।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনার জন্য ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

বিদগ্ধ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শান্তিময় স্বদেশ কামনায় আপনাকে জানাই শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ..... আপনাকেও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.