![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
ঢাকার বৃক্ষবহুল এলাকাগুলোতে কোকিল ডাকতে শুরু করেছে বেশ ক'দিন ধরে। ঢাকার শীত একরকম বিদায় নিলো বলে।
আজ কাগজে-কলমে বসন্তের প্রথম দিন, অর্থাৎ ফাল্গুনের ১ তারিখ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মানুষ উৎসব করতে চায়, কারণ রাজনীতি তাদেরকে প্রভাবিত করলেও, তারা প্রভাবিত হতে চায় না। কারণ দেশের রাজনীতি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছে। দৈনন্দিন চলার পথকে রুদ্ধ করে তোলেছে। কিন্তু বসন্তের ছোঁয়া লাগতে না লাগতেই বাঙালি জীবনে লেগেছে বসন্তের হাওয়া।
বসন্তের আবেশটুকু রাজনীতির চেয়েও গভীর হয়ে আসার প্রথম কারণ একুশে গ্রন্থমেলা। একই সাথে আসন্ন ভাষা দিবস। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, এমনকি এপ্রিলে পহেলা বৈশাখ পর্যন্ত বাঙালি উৎসবের মধ্যেই থাকতে অভ্যস্ত। কিন্তু বইমেলার আবেশ লেগে বসন্ত যেন আরেকটু রঙীন হয়ে ধরা দেয় বাঙালির মনে।
অনেক ব্লগার এবার বই বের করছে। অধিকাংশই নিজ উদ্যোগে। উদ্যোগ যারই হোক, বইটি তার প্রথম সৃষ্টির কাগুজে দলিল। এটি তার প্রাণের ধন। প্রথম গ্রন্থ যেন প্রথম প্রেম। ব্লগারদের প্রথম বই নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। ব্লগ আর ফেইসবুক জুড়ে নতুন বইয়ের প্রচারণায় ছেয়ে যায়।
আমি কয়েকজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে জানি, যারা ভালো গল্প লেখেন। ধরুন চট্টগ্রামের এক যুবকের সাথে ব্লগে এসে পরিচয় হলো রাজশাহীর এক যুবকের। তারা উভয়েই গল্প লেখেন, এবং ব্লগে সেভাবে পরিচিতিও পেয়েছেন। তো, হঠাৎ একজন প্রস্তাব দিলেন, চলুন, বই বের করি। কিন্তু টাকা দেবে কে? আমাদের বই তো প্রকাশকে চিনবে না। প্রস্তাবকারী উত্তরে বললেন, আরে আমরাই টাকা দেবো। 'আপনি অর্ধেক আর আমি অর্ধেক।' ব্যস এভাবেই বের হয়ে গেলো তাদের প্রথম গ্রন্থ।
কেউ কেউ চারজনে মিলে একটি বই বের করে, ধরুন, নাম দিলেন, চতুষ্কোণ। অথবা দশজনে করে বইয়ের নাম দিলেন, 'দশদিক' ইত্যাদি। তবু বই বের করা চাই। নিজের নামটি বইয়ের প্রচ্ছদে দেখার মধ্যে যে কত ভালোলাগা জড়িয়ে আছে! ব্লগারদের বইয়ের অধিকাংশ পাঠকই দেখা যায় সহব্লগার। মোড়ক উন্মোচনেও থাকেন প্রিয় সহব্লগাররা।
আজ ১৩ ফ্রেব্রুয়ারি, কিন্তু পহেলা ফাল্গুন। আগেই বলেছি, বাঙালির বসন্ত উৎসব আজ। আজকের দিনে অনেক নবীন লেখক তাদের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করে দিনটিকে আরও উৎসবমুখর করে তুলবেন। নবীন লেখকদের প্রকাশকও নবীন! দেখা যাবে, কোন লিটল ম্যাগাজিনের সম্পাদক ঝুঁকি নিয়ে পরিচিত কোন ছাপাখানা থেকে কয়েক বন্ধুর বই ছাপিয়ে দিলো। তারও প্রকাশক হিসেবে পরিচিটা হয়ে গেলো।
ওদিকে রাজনৈতিক অস্থিরতা কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। হরতাল আর অবরোধে জাতি নাকাল হলেও এটি বন্ধ হবার কোনই সম্ভাবনা নেই। কিন্তু রুদ্ধশ্বাসে বের হবার চেষ্টা চালাচ্ছে, যেহেতু তাদের বাঁচতে হবে। ফলে রাজধানী এবং জেলাসদরগুলোতে জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। মানুষ আর নিতে পারছে না। কিন্তু কিছু কিছু জেলায় পরিস্থিতি এখনও নাজুক, মানুষের চলাচল নেই, ব্যবসা-বাণিজ্য স্থগিত। এ অবস্থায় আন্দোলনকারী দলগুলো একটু ভিন্নতা আনার জন্য আগামিকাল দিয়েছে বিক্ষোভের ডাক।
অন্যদিকে সুশীল সমাজের নির্দলীয় অংশটি একত্রিত হচ্ছে এই নৈরাজ্য ও অস্থিরতার বিপক্ষে। তারা সরকার এবং আন্দোলনকারী উভয়কেই আলোচনার টেবিলে দেখতে চায়। কিন্তু কোনপক্ষেই ছাড় দেবার মানসিকতা দেখা যাচ্ছে না আজ পর্যন্ত।
এর ভাবেই দুখিনী বাঙলায় এবার এলো বসন্তের বাতাস! দেখা যাক ঋতুপরিবর্তনের প্রভাব রাজনীতিতে পড়ে কি না। খুব দরকার! খুব!
(১৩ ফেব্রুয়ারি ২০১৫, দুপুর ১:১৫টা)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
বিদগ্ধ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, নিলু।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা নিয়ে সামনে তাকিয়ে থাকাটাই আমাদের ভাগ্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বিদগ্ধ বলেছেন: ঠিক তাই...
ধন্যবাদ প্রোফেসর।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮
সুফিয়া বলেছেন: বাঙালীর আবেগকে কোন কিছু দিয়ে যে দমিয়ে রাখা যায়না এটা তার একটা প্রমাণ।
ভালো লাগল।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
বিদগ্ধ বলেছেন: //বাঙালীর আবেগকে কোন কিছু দিয়ে যে দমিয়ে রাখা যায়না এটা তার একটা প্রমাণ।//
-আবেগপ্রবণ বাঙালি...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
তুষার কাব্য বলেছেন: শুভ বুদ্ধির জয় হোক।
ফাল্গুন ও ভালবাসা দিবসের শুভেচ্ছা...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
বিদগ্ধ বলেছেন: আপনাকেও বসন্ত দিনের শুভেচ্ছা..... তুষার কাব্য
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
রোদেলা বলেছেন: শুভকামনা সব সময়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
বিদগ্ধ বলেছেন: অনেক খুশি হলাম।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
শায়মা বলেছেন: তবুও বসন্তের শুভেচ্ছা ভাইয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ.....
ছয়ঋতু ভরে বসন্ত থাকুক আপনারও!
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
নিলু বলেছেন: ভালো কামনা , লিখে যান