![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
'কাঁপছে আফগানিস্তান'। একটি দৈনিক থেকে ওয়ার্ল্ডকাপ ক্রিকেটের সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিপক্ষে খেলে ২৬৭ রানে আউট হওয়া মোটেই সম্মানজনক নয়। কিন্তু মুসফিক সাকিবের গৌরবময় জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাকিবের জন্য আজকের দিনটি সত্যিই গৌরবময়, কারণ প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ৪ হাজার রানের ক্লাবে যোগ দিলেন আজই। বাংলাদেশের জন্য গুরুত্বপুর্ণ মাইলফলক।
অভিনন্দন, সাকিব। দেখুন আপনারা যখন সমগ্র পৃথিবীকে বলতে চাচ্ছেন যে, বাংলাদেশ ক্রিকেটের দল; তখন আমরা হরতাল-অবরোধে নাভিশ্বাস হয়ে আছি। বিশ্ববাসীকে একটি ইতিবাচক চিত্র তুলে ধরার জন্য আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন। দুঃখের বিষয়, আমাদের বিপদমুখী রাজনীতিকেরা যেন উল্টো দিকে দাঁড় টানছেন।
কেউ সফল হচ্ছেন না, কেউ কিছু পাচ্ছেন না। না হরতাল সফল হচ্ছে, না দৈনন্দিন জীবন স্বাভাবিক হচ্ছে। হরতালকারী বা হরতাল প্রতিরোধকারী তারা কেউ বলতে পারবেন না 'আমরা পরিপূর্ণভাবে সফল'। এভাবে আর কতদিন জাতিকে নিঃশ্বাস-বন্ধ অবস্থায় থাকতে হবে?
দেড়মাস ধরে বাংলাদেশ যেন আটকে আছে। ৪৫ দিন ধরে হরতাল, এরকম দেশ কি কোথাও আছে? এরকম এক অরাজক পরিস্থিতিতে যেন একপশলা বৃষ্টি হয়ে উপস্থিত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। আমি যখন লেখছি, তখন বাংলাদেশের ২৬৭'র বিপরীতে আফগানিস্তান ৫ উইকেটে ৩৬ ওভারে ১৩১ করেছে। আমরা বিজয় এবং ভালো খেলা উভয়ই চাই আমরা! ক্রিকেট থেকেই সান্ত্বনা আসুক।
আজ বাঙালি কিছুটা সময় স্বস্তিতে থাকবে, একটু আনন্দে হই-হুল্লুরে কাটাবে তাদের ইনডোর সময়। যেই বের হবে, সেই হরতাল আর অবরোধ! ক্রিকেট যেন আমাদের সেই ছোটবেলার দুঃখ-ভোলানো খেলা। ক্রিকেটের আনন্দে কোন দলীয় বিভেদ নেই। নেই কোন রাজনৈতিক মতপার্থক্য। আজ নিশ্চয়ই হরতালকারী এবং হরতাল-বিরোধীরা একসাথে খেলা দেখবে, অনেক স্থানে। ক্রিকেট আমাদেরকে মনে করিয়ে দেয় যে, সকল ভেদাভেদের মধ্যেও আমরা সকলেই বাংলাদেশি।
তবে কি ক্রিকেটই ভালো নয়? ক্রিকেটের জয় হোক, পরাজিত হোক রাজনৈতিক সহিংসতা। দেশে আসুক দেশপ্রেমের রাজনীতি। শুরু হোক সকল বৈচিত্রের মধ্যে এক হবার আন্দোলন - কারণ ক্রিকেট আমাদেরকে তাই শেখায়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
বিদগ্ধ বলেছেন: একটু মনযোগ দিলে বুঝতে পারবেন যে, আমি শেষ স্কোর দেই নি, শুধু সর্বশেষ অবস্থা জানিয়েছি। মন্তব্য এবং পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: তবে কি ক্রিকেটই ভালো নয়? ক্রিকেটের জয় হোক, পরাজিত হোক রাজনৈতিক সহিংসতা। দেশে আসুক দেশপ্রেমের রাজনীতি। শুরু হোক সকল বৈচিত্রের মধ্যে এক হবার আন্দোলন - কারণ ক্রিকেট আমাদেরকে তাই শেখায়।
এই কথাগুলো আমার কাছেও ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
বিদগ্ধ বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই লেখালেখি করা, লেখক হবার জন্য নয়।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮
দীপান্বিতা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে জয়ের শুভেচ্ছা ...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
বিদগ্ধ বলেছেন: দীপান্বিতা, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আফগানিস্তান কি ৩৬ বলে ১৩১ রান করে ছিল ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
বিদগ্ধ বলেছেন: //আমি যখন লেখছি, তখন বাংলাদেশের ২৬৭'র বিপরীতে আফগানিস্তান ৫ উইকেটে ৩৬ বলে ১৩১ করেছে। আমরা বিজয় এবং ভালো খেলা উভয়ই চাই আমরা!//
পোস্টের লেখা আলাদা করে দিলাম আপনার পড়ার জন্য। আশা করছি এবার বুঝবেন। আপনার জন্য ইএসপিএন-এ গিয়ে জানা জিনিস আবারও চেক করতে হলো।
আবারও মন্তব্য করায় ধন্যবাদ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রিয় ভাই, তথ্যটা আরেকটি বুঝিয়ে দিবেন কি ?
আপনার দেয়া তথ্য :
আফগানিস্তান ৫ উইকেটে ৩৬ বলে ১৩১ করেছে।
না, কি তথ্যটা হবে এমন
আফগানিস্তান ৫ উইকেটে ৩৬ ওভারে ১৩১ করেছে।
আফগানরা নিশ্চই ৩৬ বলে ১৩১ রান করেন নি,
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
বিদগ্ধ বলেছেন: আপনি উপকার করতে চাইলে প্রথমেই স্পষ্ট করে বলতে পারতেন। দর্শক সবসময় বেশিটুক দেখতে পায়। এজন্যই দক্ষ লেখকেরও প্রুফরিডারের প্রয়োজন হয়।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
আমরা কথা হচ্ছে প্রথমেই কেন বুঝতে পারলেন না, মূলত আমিও প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিল, আরো সন্দেহ বাড়ে আপনা ২য় প্রতিউত্তরে। যাহোক বিষয়টা সমাধা হয়েছে, এই যা।
ভাল থাকুন সবসময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুনুন, বিশ্বাস নয় - এটি বুঝার বিষয়। ছোট্ট বিষয়কে অনেক বড় বানিয়ে ফেলেছেন। আমি কাউকে সংশোধন করতে চাইলে একটি মন্তব্য দিয়ে স্পষ্ট করে দেই, তিনি যা-ই মনে করুন, কারণ এটি উন্মুক্ত স্থান। একের ভুল অন্যকে প্রভাবিত করে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লেখায় প্রথম লাইক। তবে নিচের তথ্যটি ঠিক কে নিবেন প্লিজ।
তখন বাংলাদেশের ২৬৭'র বিপরীতে আফগানিস্তান ৫ উইকেটে ৩৬ বলে ১৩১ করেছে।