![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
বাংলাদেশ যখন 'বাংলাওয়াশ' করেছিল নিউজিল্যান্ডকে; পাকিস্তানকে যখন ওয়ার্ল্ডকাপে হারিয়েছিল, তখন যুক্তিবাদিরা কোথায় ছিলেন, আমার জানা নেই। রুদ্ধশ্বাস খেলায় সেদিন যখন শেষ ওভারগুলোতে রুবেল হোসেন তার বিখ্যাত রিভার্স সু্য়িং দিয়ে বিধ্বস্ত করলো ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডকে তখন তাদের বিশ্লেষণ কোথায় ছিল?
সামনের দিকে তাকানো যেখানে জরুরি, সেখানে অতীতের পরিসংখ্যানে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বিশ্লেষণের নতুন মাত্রা যুক্ত হোক খেলার পর। বিশ্লেষণ খেলা পরেই সৃষ্ট হয়, আগে নয়।
বাংলাদেশ দলের বিপক্ষে কোন যুক্তিসঙ্গত বিশ্লেষণে আমি যেতে চাই না। যারা প্রাণান্ত যুক্তি দিয়ে যাচ্ছেন যে, বাংলাদেশ হারবেই, তারা আমার হৃদয় ভাঙার চেষ্টা করছে। তাদের ওসব বিশ্লেষণে আমার একদম আগ্রহ নেই। তাদের যুক্তি চুলায় যাক! আমার দেশ কীভাবে হারবে, সে ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করলে ওয়ার্ল্ডকাপে অংশ নেওয়া আমাদের উচিত হয় না। কীভাবে জিতবে, সে উপায় শুনতে চাই।
আছে কোন বোদ্ধা, যিনি ক্যালকুলেশন করে বাংলাদেশের জয়কে প্রমাণ করতে পারেন? তার কথা আমি শুনতে চাই।
তবে বাঙালি যুক্তিহীন নয়। যুক্তি হলো, যে শক্তি/যোগ্যতা দিয়ে বাংলাদেশ একসময় ভারতকে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল অথবা এবার স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়েছে, সেই একই প্রাণশক্তি দিয়ে বাংলাদেশ আগামিকাল ভারতের বিপক্ষে খেলে বিজয় নিয়ে আসবে।
জিতলে আনন্দের সীমা থাকবে না, কিন্তু হারলেও কাউকে ধিক্কার দিতে চাই না।
জয় হোক বাংলাদেশ টিমের, আনন্দ আসুক হরতাল/অবরোধক্লিষ্ট বাংলাদেশিদের অন্তরে!
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
বিদগ্ধ বলেছেন:
ধন্যবাদ। বিজয় ছাড়া কিছুই ভাবতে পারছি না...
২| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: ধরায়ে দিবানে ।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
বিদগ্ধ বলেছেন: ধরায়ে দিবানে....হাহাহা!
৩| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮
দিশেহারা আমি বলেছেন: ১৬ কোটি মানুষের দেশে ১৭ কোটি গবেষক।
ওরা ১১ জন, ওদের নিজেদের মত খেলুক।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০১
বিদগ্ধ বলেছেন:
=১৬ কোটি মানুষের দেশে ১৭ কোটি গবেষক।=
হাহাহা...
খেলবেন ১১জন, আর নাচবো ১৬ কোটি জনতা!
৪| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা নিরাশাবাদী তারাই মনে হয় নেতিবাচক বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের পরাজয়ের চিত্র আঁকার চেষ্টা করে যাচ্ছে। আমার সন্দেহ হয়, তারা আসলে ক্রিকেট কতটা বুঝে। ক্রিকেট হল গৌরবময় অনিশ্চয়তার খেলা। সুতরাং যেকোনো দল তাদের ভালো দিনে বিশ্বের অন্য যেকোনো দলকে হারানোর যোগ্যতা রাখে বা হারিয়ে দিতে পারে। এখানেইতো ক্রিকেটের আসল মজা।
আমিও ভাই আপনার মতো আশাবাদীর দলে। খড়কুটো আঁকড়ে ধরে হলেও বাঁচার আশা করে যেতে চাই। তাই আশা করছি বাংলাদেশ ভারতকে বধ করেই সিডনির পথে রওনা হবে। অনেক অনেক শুভ কামনা রইলো টাইগারদের জন্য।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১২
বিদগ্ধ বলেছেন:
=ক্রিকেট হল গৌরবময় অনিশ্চয়তার খেলা। সুতরাং যেকোনো দল তাদের ভালো দিনে বিশ্বের অন্য যেকোনো দলকে হারানোর যোগ্যতা রাখে বা হারিয়ে দিতে পারে। এখানেইতো ক্রিকেটের আসল মজা।=
বোদ্ধাদেরকে কে বুঝাবে এসব!
আশাবাদি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৯ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫৯
জাফরুল মবীন বলেছেন: জয় হোক বাংলাদেশ টিমের, আনন্দ আসুক হরতাল/অবরোধক্লিষ্ট বাংলাদেশিদের অন্তরে! -আপনার এ কামনায় আমিও শামিল হলাম।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৪
বিদগ্ধ বলেছেন: বাংলাদেশিদের কামনা সার্থক হোক। আলোচনায় যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে।
৬| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬
বিদগ্ধ বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/burned/30026161
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
অামি অামার কে বলেছেন: আপনার কথার সাথে অামি পুরোপুরিই একমত -চালিয়ে যান