![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
নাচে দক্ষতা নেই, ইচ্ছাও নেই, কিন্তু তবু আপনি নাচতে বাধ্য, কারণ টারানটুলা নামক একটি মাকড়শা আপনাকে হুল ফুটিয়েছে! নাচার জন্য এক অদম্য ইচ্ছা ও শারীরিক চাপ আপনার মধ্যে জেগে ওঠবে। নাচতে আপনাকে হবেই!
এই মানসিক অবস্থাকে ইংরেজিতে বলা হয় টারানটিজম।
tarantism /ট্যারানটিজম/ /ˈtærənˌtɪzəm/ অথবা tarentism, নাচের জন্য উন্মাদনা
-এক প্রকার বিকারগ্রস্ততা যার ফলে মানুষ নাচার জন্য শারীরিক ও মানসিক তাড়না অনুভব করে।
-a mania characterized by an uncontrollable impulse to dance
-a nervous disorder marked by uncontrollable bodily movement
-dancing mania
যারা এরকম বিকারগ্রস্ত, তাদেরকে বলে টারানটিস্ট (যেমন, ডেনটিস্ট)।
আজকাল সিনেমাতে কোন কোন নাচ দেখলে আপনারও মনে হতে পারে, তাদের কেউ কেউ হয় তো টারানটিস্ট!
এখন থেকে বলতে পারবেন:
ওই, তুই এত নাচস কে রে? তোরে কি টারানটুলা কামড়াইছে?
(আগে হয় তো বলতেন: পাগলা কুত্তায় কামড়াইছে?)
অথবা বলতে পারেন:
আমি নাচ জানি না, কারণ টারানটুলা আমাকে কামড়ায় নি।
অথবা, আমি নাচ শিখবো; একটি টারানটুলা যোগাড় করেছি!
১৫শ থেকে ১৭শ শতাব্দি পর্যন্ত দক্ষিণ ইটালিতে এই মৃগীরোগটি ছিল।
অনুশীলনী:
-------------------------------------------------------------------------------
ক) আপনি কি সমাজের কোথাও টারানটিজম দেখতে পান?
খ) কয়েকজন টারানটিস্ট-এর উদাহরণ দিন।
গ) আপনি কি টারানটিস্ট হতে ইচ্ছুক?
ঘ) পশ্চিমাদের মধ্যে এমন কি কোন নাচ/গান আপনার চোখে পড়ে, যাকে নির্দ্বিধায় টারানটিজম বলা যায়?
ঙ) আধুনিক নৃত্যকলায় টারানটুলার অবদান নিয়ে যা মনে চায় বলুন!
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১
বিদগ্ধ বলেছেন:
আরে: পুঅর মানুষের হাউসে এলিফেন্টের ফুটপ্রিন্ট দেখতেছি
খুব খুশি হলাম।
না না, অনুশীলনে আপনার অংশ নিতে হবে না, আপনি তো কবেই পাশ!
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
রিকি বলেছেন: ক) আপনি কি সমাজের কোথাও টারানটিজম দেখতে পান?
ফেস্টিভ্যাল গুলোতে বেশি দেখা যায়, আর বিয়ে বাড়িতে
খ) কয়েকজন টারানটিস্ট-এর উদাহরণ দিন।
বেটার লাক নেক্সট টাইম--নাম নিয়ে আসবই আসব !!!!
গ) আপনি কি টারানটিস্ট হতে ইচ্ছুক?
মাফ চাই, দোয়া চাই
ঘ) পশ্চিমাদের মধ্যে এমন কি কোন নাচ/গান আপনার চোখে পড়ে, যাকে নির্দ্বিধায় টারানটিজম বলা যায়?
গ্যাংনাম স্টাইল ম্যান !!!!
ঙ) আধুনিক নৃত্যকলায় টারানটুলার অবদান নিয়ে যা মনে চায় বলুন!
ভাই এত শব্দ কি এই টেক্সটবক্স ধারণ করতে পারবে !!! শুধু এটুকুই বলব, গুরুত্ব অপরি---হিমশিম !!!!
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
বিদগ্ধ বলেছেন: =শুধু এটুকুই বলব, গুরুত্ব অপরি---হিমশিম!=
ধন্যবাদ। বিশাল চেষ্টা করেছেন আপনি।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!! এই বিষয়ে তো জানতাম না!! পাগলা কুত্তা কামড়াইছে দিয়াই তো কাম চালাইতাম।
অনুশীলনে অংশ নিতে পারতেছি না আপাতত !