নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

টারানটিজম: মাকড়শার কামড়ে নৃত্যকলার দীক্ষা ;)

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০




নাচে দক্ষতা নেই, ইচ্ছাও নেই, কিন্তু তবু আপনি নাচতে বাধ্য, কারণ টারানটুলা নামক একটি মাকড়শা আপনাকে হুল ফুটিয়েছে! নাচার জন্য এক অদম্য ইচ্ছা ও শারীরিক চাপ আপনার মধ্যে জেগে ওঠবে। নাচতে আপনাকে হবেই!

এই মানসিক অবস্থাকে ইংরেজিতে বলা হয় টারানটিজম


tarantism /ট্যারানটিজম/ /ˈtærənˌtɪzəm/ অথবা tarentism, নাচের জন্য উন্মাদনা

-এক প্রকার বিকারগ্রস্ততা যার ফলে মানুষ নাচার জন্য শারীরিক ও মানসিক তাড়না অনুভব করে।
-a mania characterized by an uncontrollable impulse to dance
-a nervous disorder marked by uncontrollable bodily movement
-dancing mania


যারা এরকম বিকারগ্রস্ত, তাদেরকে বলে টারানটিস্ট (যেমন, ডেনটিস্ট)।

আজকাল সিনেমাতে কোন কোন নাচ দেখলে আপনারও মনে হতে পারে, তাদের কেউ কেউ হয় তো টারানটিস্ট! ;)



এখন থেকে বলতে পারবেন:

ওই, তুই এত নাচস কে রে? তোরে কি টারানটুলা কামড়াইছে? X(
(আগে হয় তো বলতেন: পাগলা কুত্তায় কামড়াইছে?)


অথবা বলতে পারেন:

আমি নাচ জানি না, কারণ টারানটুলা আমাকে কামড়ায় নি। /:)
অথবা, আমি নাচ শিখবো; একটি টারানটুলা যোগাড় করেছি! :P



১৫শ থেকে ১৭শ শতাব্দি পর্যন্ত দক্ষিণ ইটালিতে এই মৃগীরোগটি ছিল।





অনুশীলনী: 8-|
-------------------------------------------------------------------------------

ক) আপনি কি সমাজের কোথাও টারানটিজম দেখতে পান?
খ) কয়েকজন টারানটিস্ট-এর উদাহরণ দিন।
গ) আপনি কি টারানটিস্ট হতে ইচ্ছুক?
ঘ) পশ্চিমাদের মধ্যে এমন কি কোন নাচ/গান আপনার চোখে পড়ে, যাকে নির্দ্বিধায় টারানটিজম বলা যায়?
ঙ) আধুনিক নৃত্যকলায় টারানটুলার অবদান নিয়ে যা মনে চায় বলুন!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!! এই বিষয়ে তো জানতাম না!! পাগলা কুত্তা কামড়াইছে দিয়াই তো কাম চালাইতাম।

অনুশীলনে অংশ নিতে পারতেছি না আপাতত !

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

বিদগ্ধ বলেছেন:

আরে: পুঅর মানুষের হাউসে এলিফেন্টের ফুটপ্রিন্ট দেখতেছি :P

খুব খুশি হলাম।
না না, অনুশীলনে আপনার অংশ নিতে হবে না, আপনি তো কবেই পাশ!

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

রিকি বলেছেন: ক) আপনি কি সমাজের কোথাও টারানটিজম দেখতে পান?

ফেস্টিভ্যাল গুলোতে বেশি দেখা যায়, আর বিয়ে বাড়িতে B-))

খ) কয়েকজন টারানটিস্ট-এর উদাহরণ দিন।

বেটার লাক নেক্সট টাইম--নাম নিয়ে আসবই আসব !!!! =p~

গ) আপনি কি টারানটিস্ট হতে ইচ্ছুক?

মাফ চাই, দোয়া চাই :-P

ঘ) পশ্চিমাদের মধ্যে এমন কি কোন নাচ/গান আপনার চোখে পড়ে, যাকে নির্দ্বিধায় টারানটিজম বলা যায়?

গ্যাংনাম স্টাইল ম্যান !!!! :-B

ঙ) আধুনিক নৃত্যকলায় টারানটুলার অবদান নিয়ে যা মনে চায় বলুন!

ভাই এত শব্দ কি এই টেক্সটবক্স ধারণ করতে পারবে !!! শুধু এটুকুই বলব, গুরুত্ব অপরি---হিমশিম !!!! :-< :-<



২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

বিদগ্ধ বলেছেন: =শুধু এটুকুই বলব, গুরুত্ব অপরি---হিমশিম!=

B-) =p~


ধন্যবাদ। বিশাল চেষ্টা করেছেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.