![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
আমাদের সমাজে বন্ধুত্বের সম্পর্ক পশ্চিমা যেকোন দেশের চেয়ে গভীর এবং আন্তরিক। সম্পর্কগুলো এখানে যত মধুর, অন্য কোথাও সেরকম নেই। প্রবাসে গেলে এই বন্ধুত্বের ফেনোমেনন আর আগের মতো অনুভূত হয় না। জীবনের সর্ব প্রকার আনন্দের আধার যেন এই বন্ধু সম্প্রদায়।
মনে করে দেখুন স্কুল জীবনের কথা, যখন পরীক্ষা ছাড়া আর কোন ধরণের দুশ্চিন্তা ছিল না। ওমুকের বাড়ির ডাবগুলো বা পেয়াড়াগুলো কীভাবে হস্তগত করা যায়, এসবই ছিল জীবনের প্রধান উদ্দেশ্য। অথবা কীভাবে আগামি সিজনে পাশের গ্রামের ফুটবল দলকে শূন্যগোলে হারানো যায়।
বাঙালির সমাজে বন্ধুর মর্যাদা অন্য কোন সমাজে আছে কিনা জানা নেই। কিন্তু তবু ইংরেজি ভাষার ব্যাপকতার কারণে তাদের টার্মগুলোই বেশি জনপ্রিয়তা পায়।
থ্রি এ.এম. ফ্রেন্ড বলতে তাকেই বুঝায় যার সঙ্গে যেকোন সময় যেকোন বিষয়ে নির্দ্বিধায় কথা বলা যায়।
তাত্ত্বিকভাবে থ্রি এ.এম. ফ্রেন্ড হলো, যাকে রাত তিনটা বাজলেও ফোন দিতে মানা নেই। ঘুমের বারোটা বাজালেও তাতে কারও কিছুই যায় আসে না। অপর প্রান্তের বন্ধুটি চরম রাগে ফোন ধরলেও তাতে কিছু মনে করার নেই।
আরও কিছু বিষয় আছে, যা আমাদের সমাজের সাথে মিলে যায়-
১) তার সাথে অসময় বলতে কিছু নেই: এভরি টাইম, রাইট টাইম!
২) যে কোন বিষয়ে কথা বলা যায়: গোপনীয়তার বালাই নেই!
৩) যে কোন বিষয়ে তাকে বিশ্বাস করা যায়: (তবে, প্রেমিক/প্রেমিকার ব্যাপারে রিস্ক না নেওয়া ভালো!)
৪) জীবনের ব্রেকিং নিউজটা তাকেই আগে বলা চাই! খারাপ/ভালো সব সংবাদ তাকে না জানিয়ে শান্তি নেই!
৫) তারা আমাকে আমার চেয়েও ভালো চেনে: "এবার দেখলি তো! আমরা জানতাম তুই পারবি।"
৬) বন্ধুর ভালোবাসা নিয়ে সন্দেহ জাগে না
৭) তাদের ধৈর্য্য, ভালোবাসা এবং সহানুভূতি আমাকে 'বিশেষ' ভাবতে সাহায্য করে
৮) তাদের কারণে মনে হয় আমি তো একা নই
৯) তারা আমার খারাপতম সময়ে পাশে ছিল
১০) তারা আপনার ভালো দিক ও মন্দ দিক সবই জানে
১১) উত্তম পরামর্শ তারাই আপনাকে দেয়
১২) তাদের সাথে গোপনীয়তা বলে কিছু নেই
১৩) দিনের ব্যস্ত সময়টি আপনি শান্তিতে কাটান কারণ দিনের শেষেই আছে বন্ধুদের আড্ডা
১৪) আপনি নিশ্চিত যে, কোন কিছুই আপনাদের সম্পর্ককে বদলাতে পারবে না
১৫) তারা আপনার পেছনে আছেই: বিপদে পাশে এসে দাঁড়াবেই
১৬) ......
১৭) .... এরকম অসংখ্য বিষয় লেখা যায়....।
আমার এক বন্ধু আছে যে সারাক্ষণ আমার সাথে বকবক করে। একটু বাচাল টাইপের আরকি! কিন্তু নিজের বাড়িতে তার কী ভাব! তার মা আমাকে বলে, আমার শান্ত ছেলেটাকে নিয়ে যে আমি কী করি! আমি তো অবাক! শান্ত? হ্যাঁ শান্তই তো। ও তো বাড়িতে টু শব্দটা করে না। দশ ডাকেও রা' করে না।
সবাই বলে আমি শান্ত, বন্ধুরা বলে আমি একটু জেদি... একদম কাছের বন্ধুরা বলে আমি একটা পাগল (মতান্তরে, ছাগল)।
বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার সকল দুর্বলতা সম্পর্কে জেনেও আপনার পাশে থাকে।
বন্ধু ও বন্ধুত্ব একটি অসাধারণ সম্পর্ক, যা মানুষকে সমাজ ও সংসার সম্পর্কে সচেতন ও প্রস্তুত করে তোলে।
অনেক বন্ধুত্ব কর্মজীবনেও আলো ছড়ায়....
বন্ধুত্ব একটি ভাগ্যের বিষয়, ভালো বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয়।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭
বিদগ্ধ বলেছেন:
এখন তো সময় পাল্টাচ্ছে...
আর ফেইসবুক আছে না!!!
২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
হাসান মাহবুব বলেছেন: এমন বন্ধুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমার
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯
বিদগ্ধ বলেছেন:
এই তো স্বাভাবিক।
বয়সের সাথে সাথে আসল বন্ধু কমে যায়।
নিজের পরিবারের লোকজনই তো আপন থাকে না।
এজন্যই তো মানুষ বুড়ো হয়ে যায়
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৩
বিপরীত বাক বলেছেন: বাঙালি বন্ধুত্বে যত বিশ্বাসঘাতকতা আছে অন্যকোন দেশের বন্ধুত্বে তত নেই।।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩
বিদগ্ধ বলেছেন: বিপরীত বাক দিলেন, ভাই
সবদেশেই পঁচা বন্ধু আছে। আছে না?
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
আবু শাকিল বলেছেন: থ্রি এ.এম. বন্ধু আমার নাই
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬
বিদগ্ধ বলেছেন:
কেমনতরো কথা! ভালোমতো খুঁজুন ভাই!
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I have a 3 am friend!
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১
বিদগ্ধ বলেছেন: খুবই আনন্দের কথা। এবার মিষ্টি খাওয়ান
আমার একটাই থ্রি এ এম ফেরেন্ড আছিলো... হেরে বিয়া কইরালাইছি
বাকিগুলান সব সিক্স পিএম ফেরেন্ড
৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
বিদগ্ধ বলেছেন:
ধন্যবাদ
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪
প্রামানিক বলেছেন: বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার সকল দুর্বলতা সম্পর্কে জেনেও আপনার পাশে থাকে।
দারুণ একটি সত্য কথা।
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ। ভালো বন্ধুকে ধরে রাখবেন।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
গেম চেঞ্জার বলেছেন: আমার ছিল। এখন নেই-ই বলা উচিত।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
বিদগ্ধ বলেছেন: থাকলো ভালো হতো!
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
কানিজ রিনা বলেছেন: ইশরে যত হতভাগি মেয়েরা। আড্ডা দেওয়াতো দহরে
থাক। সংশারে শং সাজতে সাজতেই জীবনটা পার
করতে হয়।