![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
ওয়ারেন বাফেট বলেছিলেন, “সততা একটি দামি উপহার। কখনও এটি সস্তা লোকদের থেকে আশা করবেন না।” ওটা হলো উন্নত দেশের মানুষের কথা।
বাঙালির সততা সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছেন, “মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক।”
"দেশ স্বাধীন করলে সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর, চোর আর চোর। আমি বিদেশ থেকে যা কিছু আনি এই চোর চাটার দল সব খাইয়া ফেলায়। সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল আনছি , অথচ আমি আমার টাও পেলাম না।” বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অতএব বাঙালির জন্য সততা একটি অপ্রাসঙ্গিক বিষয়। আমরা সততার উর্ধ্বে চলে গেছি। সবকিছুর পরও যা থাকে, বা থাকা উচিত, সেটি হলো, লজ্জা। তাই ওয়ারেন বাফেটের কথাগুলো রিফ্রেইজ করে বলি, “লজ্জা বা আত্মসম্মানবোধ একটি মূল্যবান গুণ। কখনও এটি সস্তা রাজনীতিবিদদের নিকট থেকে আশা করবেন না।”
রাষ্ট্রীয় কোষাগার থেকে ৮০০ কোটি টাকা লাপাত্তা! দেখুন, ৮০০ টাকা নয় কিন্তু! এই ঘটনা জানুয়ারি মাসের। এতদিন পর আমাদের বিরাট মন্ত্রী বললেন, “আমি তো জানতাম না। বিষয়টি পত্রিকা থেকে জানলাম।”
ঠিক ‘এই কথার’ জন্যই তাকে পদচ্যুত করা উচিত ছিল। আত্মসম্মানবোধ থাকলে নিজেই পদত্যাগ করতেন। কিন্তু পোড়া কপাল আমাদের, কারণ এদেশে নেতার খুব অভাব। তারা পদত্যাগ করলে দেশ চালাবে কে?
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২
বিদগ্ধ বলেছেন: জাতির কোনকিছুই উচিত না। খালি উচিত একবার করে ভোট দেওয়া। সেটিরও সুযোগ সীমিত।
২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সস্তা লোকেদের বিশ্বাস ভেঙ্গেই আজ অনেকে অয়ারেন বাফেট। সততা যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা ঐ সস্তা লোকদের মধ্যেই আছে। যত চুরি চামারি তো ঐ দামী লোকেরাই করছে, আর সস্তা লোকেরা বর্ধিত ট্যাক্স দিয়ে তার প্রাশ্চিত্ত করছে।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
বিদগ্ধ বলেছেন: 'সস্তা' বলতে আর্থিকভাবে সস্তা বা দরিদ্র লোকদের কথা বলা হয় নি। দরিদ্ররাও সৎ হয়।
৩| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমি কি কোথাও "দরিদ্র" কথাটা বলেছি ?? 'সস্তা' বলতে আপ্নি কি বোঝাতে চাইছেন একটু ব্যাখ্যা করবেন কি?
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
বিদগ্ধ বলেছেন: পোস্টেই সব আছে, জনাব! অযথা গোস্যা করবেন না।
৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
সোজোন বাদিয়া বলেছেন: মন্ত্রীর নাম পরিচয় উল্লেখ করতে সংকোচ কেন? আর এগুলো কি এই 'স্বাধীনতার চেতনার' সরকারের আমলে নতুন কিছু?
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯
বিদগ্ধ বলেছেন: মন্ত্রীর নাম দেবার প্রয়োজন ছিল না।
৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
বিপরীত বাক বলেছেন: সত্যকথন।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ। সত্যরে ভালো বাসলে কি কোন দীর্ঘমেয়াদি মেওয়া আছে, বিপরীত বাক?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: মন্ত্রী এতদিন ছিলো কোথায়?? জাতির কি উচিত নয় প্রশ্নটি মন্ত্রীকে করা !!