নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

বিদগ্ধ কাব্য প্রলাপ ৩

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৫



জেনারালাইজেশন বিষয়ক প্রলাপ:

জেনারালাইজেশন, বিষয়ের সরলীকরণ
একচোখা পর্যবেক্ষণ।
অনিবার্য সরলীকরণের দিকে
এগিয়ে যাচ্ছে সমাজ।
রাষ্ট্র কোন ধর্ষণের
বিচার করবে না
কি নারী ধর্ষণ, কী ব্যাংক ধর্ষণ।
এদেশ, এ উপমহাদেশ
কেউ নারীর পক্ষ নেয় নি।
এটি কি খুব সরলীকরণ হয়ে গেলো?

স্বাধীনতা একটি ঘোষণার বিষয়
একটি কবিতার বক্তব্য
একটি যুদ্ধের কারণ;
লাখো মানুষের তাজা প্রাণ
আর মা-বোনের ইজ্জতের কারণ।
স্বাধীনতা কখনও স্বাধীনতার
কারণ নয়।
এটি কি খুব সরলীকরণ হয়ে গেলো?



আমার ভেতরের এপিসেন্টারটি

ভূমিকম্প হলে ভূতাত্ত্বিকেরা
কেন্দ্রস্থল খুঁজে বেড়ায়
তারা বলে এপিসেন্টার
ভূমিকম্পের কেন্দ্রস্থল।
আমার ভেতরে একটি এপিসেন্টার আছে
এথেকে সাত দশমিক নয় রিখটারস্কেলে
অবিরত ভূকম্পন হয়
নগরের সকলেই জানলো
অথচ তুমি টের পেলে না!



[ছবির উৎস: markstoval.files.wordpress.com]

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:
প্রথমটা বেশ সুন্দর হয়েছে।

নগরের সকলেই জানলো
অথচ তুমি টের পেলে না!
...
কঠিন হৃদয়ের অধিকারী।

কবিতায় ভালো লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

বিজন রয় বলেছেন: সবসমায়িক বিষয় নিয়ে লেখা।
++++

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ, বিজন রয়।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: স্বাধীনতা একটি ঘোষণার বিষয়
একটি কবিতার বক্তব্য
একটি যুদ্ধের কারণ;


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ, ছড়াকার প্রামানিক।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: আমার ভেতরের এপিসেন্টারটি

ভূমিকম্প হলে ভূতাত্ত্বিকেরা
কেন্দ্রস্থল খুঁজে বেড়ায়
তারা বলে এপিসেন্টার
ভূমিকম্পের কেন্দ্রস্থল।
আমার ভেতরে একটি এপিসেন্টার আছে
এথেকে সাত দশমিক নয় রিখটারস্কেলে
অবিরত ভূকম্পন হয়
নগরের সকলেই জানলো
অথচ তুমি টের পেলে না!

এই কবিতা পড়ে একদমই মুগ্ধ হয়ে গেছি ভাইয়া!!!!!!:)

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

বিদগ্ধ বলেছেন: মুগ্ধতা আমার গলার মালা, মুকুটের পালক।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

নেক্সাস বলেছেন: দারুন কবিতা। একদম মুগ্ধ।

দুটো দুই রকমের বিষয়। দুটো পড়ে মুগ্ধ হলাম। সহজ কথা কিন্তু বলায় অভিনবত্ব।

থাম্বস আপ।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

বিদগ্ধ বলেছেন: বুকটা তিন হাত প্রস্থ হয়ে গেলো নিমিষে!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

রাজসোহান বলেছেন: এপিসেন্টারটি পড়ে বেশী মুগ্ধ হলাম। ছোটছোট বাক্যে বলা দারুণ ছিলো বিষয়টা! প্লাস :)

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

বিদগ্ধ বলেছেন: আপনার মতো রাজলেখক (ব্লগের সিনিয়রতম কবি রাজসোহান) আমার লেখায় মন্তব্য দিয়ে মুগ্ধতা জানিয়েছেন, এই আনন্দ কোথায় রাখি :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬

রাজসোহান বলেছেন: নতুন কবিতা দেন পড়ি। আমি কবি না ভাই, ব্লগে অনেক ভালো কবিতা লেখক আছেন তাদের ধারেকাছেও নাই আমি।

তবে ব্লগে সিনিয়র বলা যেতে পারে :P

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

বিদগ্ধ বলেছেন: সিনিয়রকে সম্মান দিতে হয়, এটি তো অতি স্বাভাবিক বিষয়। কিন্তু কবিতা কোথায় পাবো... মাঝে ভূকম্পন হয়... ওটা তো এতো ঘনঘন করলে ক্ষতি :P

৮| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

বিদগ্ধ বলেছেন:

নতুন কবিতা আসিতেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.